WI vs IND: “দলগত প্রচেষ্টার ফসল এই জয়…” ম্যাচের সেরা হয়ে জানালেন জেসন হোল্ডার !! 1

WI vs IND: টেস্ট এবং একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের পর টি-২০তেও ‘ফেভারিট’ হিসেবে শুরু করেছিলো ভারত। ম্যাচের আগে অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন আগামী বছরের টি-২০ বিশ্বকাপ নিয়ে তারা শুরু করেছেন ভাবনা। বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের এবার খেলিয়ে দেখে নেওয়া হবে। মুকেশ কুমার (Mukesh Kumar) এবং তিলক বর্মাকে (Tilka Varma) প্রথমবার মাঠে নামিয়ে সেই ইঙ্গিতও দিয়েছিলেন কোচ দ্রাবিড়। দুজনেই বেশ ভালো খেললেন। কিন্তু ত্রিনিদাদের তারুবার ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে যে পারফর্ম্যান্স টিম ইন্ডিয়ার প্রতিথযশা ক্রিকেটাররা  আজ দেখালেন তার পর আগামী বছরের কুড়ি-বিশের বিশ্বকাপ নিয়ে বিশেষ আশাবাদী হওয়া যাচ্ছে না এখনই।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। মন্থর পিচে বল পড়ে খানিক নীচু থাকছিলো। জোড়া উইকেট তুলে ভারতকে সুবিধা করে দেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এরপর নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েলের (Rovman Powell) ৪১ এবং ৪৮ রানের ইনিংসের সুবাদে স্বাগতিক দেশ ২০ ওভারে তোলে ১৪৯ রান। ভারত ব্যাট করতে নামে ১৫০ রানের লক্ষ্য নিয়ে। জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন সমর্থকেরা। কিন্তু একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শুভমান, ঈশান, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া-উইকেটে স্থায়ী হন নি কেউই। অভিষেক ম্যাচে ঝোড়ো ৩৯ করে চেষ্টা চালিয়েছিলেন তিলক বর্মা (Tilak Varma)। কিন্তু পারলেন না তিনিও। শেষমেশ ১৪৫ রানে থেমে যায় ভারত। ৪ রানের ব্যবধানে জিতে ১-০ এগোলো উইন্ডিজ। অনবদ্য বোলিং পারফর্ম্যান্স করে ম্যাচের সেরা জেসন হোল্ডার।

Read More: WI vs IND: “এদের থেকে জয়ের আশাই বৃথা…” উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ হেরে তীব্র কটাক্ষের মুখে টিম ইন্ডিয়া !!

শুরুতে উইকেট তুলে এসেছে সাফল্য, বলছেন হোল্ডার-

Jason Holder | WI vs IND | Image: Getty Images
Jason Holder | WI vs IND | Image: Getty Images

 

টেস্ট সিরিজের পর বিশ্রাম নিয়েছিলেন জেসন হোল্ডার (Jason Holder)। ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অলরাউন্ডারকে দেখা যায় নি একদিনের সিরিজে। কুড়ি-বিশের খেলায় মাঠে ফিরেই ম্যাচ জেতানো পারফর্ম্যান্স করলেন তিনি। ব্যাট হাতে ৬ রান করে অপরাজিত থাকেন। বল হাতে চার ওভারে মাত্র ১৯ রান খরচ করে তুলে নিয়েছেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার দুই মহামূল্যবান উইকেট। টিম ইন্ডিয়ার ব্যাটিং-এর দুই মূল স্তম্ভকে সাজঘরে পাঠিয়ে ক্যারিবিয়ানদের জয় ত্বরান্বিত করেছেন তিনি। ম্যাচের সেরা হিসেবে তাঁকে বেছে নেওয়া হলেও হোল্ডার (Jason Holder) কৃতিত্ব দিচ্ছেন গোটা দলকেই।

বিশ্রাম যে প্রয়োজন ছিলো জানিয়েছেন তা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, “আমি যে পরিমাণ ক্রিকেট খেলছিলাম তা যথেষ্ট। আমি তরতাজা থাকার চেষ্টা করি। আমার মনে হয় এটা (বিরতি) প্রয়োজন ছিলো।” এর পর ম্যাচের কাটাছেঁড়া করতে শোনা গিয়েছে হোল্ডারকে (Jason Holder)। তিনি বলেন, “আমি খুশি যে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পেরেছি। ওদের (ভারত) পরিশ্রম করাতে চেয়েছিলাম রান তোলার ব্যাপারে। সহজে রান তুলতে দিতে চাই নি।” ম্যাচের ১৬তম ওভারই যে টার্নিং পয়েন্ট তা বলেছেন হোল্ডার (Jason Holder)। সঞ্চালক ড্যারেন গঙ্গাকে জানান, “ওখানেই ম্যাচটা ঘুরে যায়, কারণ তখন হাড্ডাহাড্ডি মোড়ে ছিলো খেলা। দলের সবাই একসাথে ছিলো। পুরোটাই দলগত সাফল্য। এখানের পরিবেশ আমাদের পক্ষে গিয়েছে। শুরুতে উইকেট পেয়েছিলাম, সেটাই গুরুত্বপূর্ণ ছিলো।”

Also Read: World Cup 2023: জয় শাহ’র প্ল্যান গেল ভেস্তে, বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তান !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *