WI vs IND: জমে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) দ্বিতীয় টেস্ট। ডোমিনিকায় সিরিজের প্রথম ম্যাচে হাসতে হাসতে জয় ছিনিয়ে নিয়েছিলো টিম ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে ব্যাটিং হোক বা বোলিং-সব বিভাগেই পিছিয়ে পড়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে স্বাগতিক দল। টসে জিতে প্রথমে ভারতকেই ব্যাটিং করতে পাঠান উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সুবাদে শুরুটা মনোমতই করতে পেরেছিলো ভারত। প্রথম দিনের প্রথম সেশনে অনেকটাই এগিয়ে গিয়েছিলো ‘মেন ইন ব্লু,’ তবে লাঞ্চের পর লাগাতার চার উইকেট তুলে নিয়ে ভারতকে খানিক ব্যাকফুটে ঠেলে দেয় উইন্ডিজ। ম্যাচে ফেরান বোলাররা।
আচমকা চাপে পড়ে যাওয়া টিম ইন্ডিয়াকে স্থিরতা প্রদান করেন বিরাট কোহলি (Virat Kohli)। রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে প্রথম দিনের শেষ সেশনে রক্ষণ জমাট করে ভারতকে ফের ম্যাচে চালকের আসনে বসান তিনি। দ্বিতীয় দিনের সকালেও অব্যাহত থাকে কোহলি-জাদেজার জুটি। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান করেন ‘কিং কোহলি’। অর্ধশতরান করেন রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। ১২১ করে রান-আউট হন বিরাট। ঈশান কিষণের সাথে রবীন্দ্র জাদেজার জুটি এরপর আর বেশীক্ষণ স্থায়ী হয় নি। কেমার রোচের (Kemar Roach) বলে ব্যক্তিগত ৬১ রানের মাথায় উইকেটরক্ষক জোশুয়া ডি সিলভার হাতে ধরা পড়েন তিনি। এই ক্যাচ নিয়েই তৈরি হলো বিতর্ক। আদৌ কি আউট ছিলেন জাদেজা? নাকি তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার তিনি? দিনভর নেটমাধ্যমে চললো তরজা।
Read More: সারা তেন্ডুলকরকে ভুললেন শুভমান গিল, বিশ্বসুন্দরীর সঙ্গে ক্যামেরাবন্দী হলেন ত্রিনিদাদে !!
ত্রিনিদাদে বিতর্কের কেন্দ্র DRS-

বাঁ-হাতি জাদেজাকে ফাঁদে ফেলার জন্য ফুল লেন্থে ইনস্যুইং ডেলিভারি ব্যবহার করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার কেমার রোচ (Kemar roach)। ক্রিজে থিতু হয়ে যাওয়া জাদেজা সেই ফাঁদে পা দিয়ে কভার ড্রাইভ করতে যান। ব্যাটে-বলে সঠিক সংযোগ অবশ্য হয় নি। বল জমা পড়ে উইকেটরক্ষক জোশুয়া ডি সিলভার হাতে। উইন্ডিজ ক্রিকেটারদের সম্মিলিত আবেদনে সাড়া দেন নি মাঠে উপস্থিত আম্পায়ার মারে ইরাসমাস। তখন ডিআরএসের সাহায্য নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। আউট ঘোষণা করা হয় জাদেজাকে।
তবে রিপ্লের সময় যে ডেলিভারিটি পর্দায় দেখানো হয় তা নিয়ে তৈরি হয় বিতর্ক। পর্দায় জাদেজাকে স্ট্রেট ড্রাইভ করতে দেখা গিয়েছিলো, যেখানে বাস্তবে আপিলের সময় ব্যর্থ কভার ড্রাইভের পর বল জমা পড়েছিলো উইকেটরক্ষক জোশুয়া ডি সিলভার (Joshua De Silva) হাতে। রিপ্লেতে আল্ট্রা-এজে যে ‘স্পাইক’ ধরা পড়ে তা ব্যাটে বল লাগায় না ব্যাট প্যাডে স্পর্শ করায় সে সম্পর্কে নিশ্চিত হতে পারছিলেন না দর্শকেরা।
সমাজমাধ্যমে এই নিয়ে জোর বিতর্ক চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে তা নজরে আসে ম্যাচ সম্প্রচারকারী সংস্থারও। ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গা (Darren Ganga), স্যামুয়েল বদ্রী (Samuel Badree), কার্টলি অ্যামব্রোজ’রা (Curtly Ambrose) মাইক হাতে সম্প্রচারকারী সংস্থার ভুল স্বীকার করে নেন। সঠিক রিপ্লেটি দেখিয়ে তাঁরা বলেন, “এটাই আসল আউটের রিপ্লে। প্যাডের সাথে ব্যাটের এখানে কোনো রকম সংযোগ হয় নি। এটাই আসল আল্ট্রা-এজের চিত্র। দিনের শেষে সঠিক সিদ্ধান্তই দেওয়া হয়েছে। সেটাই সৌভাগ্যের। আমরা জানিয়ে রাখতে চাই যে আম্পায়ার কোনো রকম ভুল করেন নি। সম্প্রচারকদের ছোটো ভুল হয়ে গিয়েছে।” আসল রিপ্লেতে দেখা যায় সত্যিই বল জাদেজার (Ravindra Jadeja) ব্যাট স্পর্শ করে জমা পড়েছিলো উইকেটরক্ষকের হাতে।
WI vs IND টেস্টে চলছে লড়াই-

ত্রিনিদাদে প্রথম দিন ভারত দাঁড়িয়ে ছিলো ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রানে। দ্বিতীয় দিনে কোহলির (Virat Kohli) শতরানের পাশপাশি জোড়া অর্ধশতক আসে জাদেজা এবং অশ্বিনের ব্যাট থেকে। স্যার জাদেজা করেন ৬১ রান। প্রিয় প্রতিপক্ষ উইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের ১৪তম অর্ধশতক পূর্ণ করেন অশ্বিন। তিনি আউট হন ৫৬ রান করে। ভারতের ইনিংস থাকে ৪৩৮ রানের মাথায়। জবাবে ব্যাট করতে নেমে বেশ সাবধানী শুরুটা করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Braitwaite) এবং তেজনারায়ণ চন্দ্রপল উইকেটে থিতু হওয়ার প্রয়াস করেন শুরুতে। ৭০ রানের ওপেনিং জুটিও গড়েন তাঁরা। খেলা শেষের কিছুক্ষণ আগে জাদেজাকে ড্রাইভ মারতে গিয়ে উইকেট হারান তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul)। ৩৩ রানে সাজঘরে ফেরেন তিনি।
দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিলো ১ উইকেটে ৮৬ রান। ক্রিজে ছিলেন অধিনায়ক ব্রেথওয়েট এবং নবাগত কার্ক ম্যাকেঞ্জি। দুজনকে তৃতীয় দিনের সকালেও বেশ জমাট লাগছিলো। তবে মুকেশ কুমারের (Mukesh Kumar) বলে কেরিয়ারের প্রথম ইনিংসে ৩২ রান করে ঈশান কিষণের হাতে ক্যাচ দিয়ে বসেন কার্ক ম্যাকেঞ্জি (Kirk McKenzie)। নবাগত ব্যাটারকে ফিরিয়ে টেস্ট কেরিয়ারের প্রথম উইকেট নিলেন বাংলার মুকেশ। বৃষ্টিতে আপাতত বন্ধ রয়েছে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে ২ উইকেটের বিনিময়ে ১১৭। ক্রিজে ৪৯ রানে অপরাজিত রয়েছেন ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।