WI vs IND: ডোমিনিকার উইন্ডসর পার্কে আজ থেকে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (WI vs IND)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের ব্যবধানে হারের পর উইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই মাঠে ফিরছে ভারত। ব্যর্থতার গ্লানি মুছে জয়ের সরণিতে ফেরার প্রচেষ্টাই থাকবে দলের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যে এক নয়া ভারতকে (Team India) দেখা যাবে, তার ইঙ্গিত মিলেছিলো দল ঘোষণার সময়েই। চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবদের (Umesh Yadav) ছেঁটে ফেলে বিসিসিআই সুযোগ দিয়েছিলো যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড়দের (Ruturaj Gaikwad)। আজ টসের সময় রোহিত শর্মা যে প্রথম একাদশ ঘোষণা করেন, সেখানেও রয়েছে তারুণ্যের ছোঁয়া। ওপেনার যশস্বীর সাথে টেস্টে অভিষেক হয়েছে ঈশান কিষণেরও।
গত কয়েকটি টেস্টে ঋষভ পন্থের (Rishabh Pant) অনুপস্থিতিতে স্টাম্পের পিছিনে কে এস ভরতকে ব্যবহার করেছিলো টিম ইন্ডিয়া। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি এবং ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালেও খেলেছিলেন ভরতই। পাঁচ টেস্টে সুযোগ পেলেও নিজেকে বিশেষ মেলে ধরতে পারেন নি তিনি। ব্যাট হাতে করেছেন মাত্র ১২৯ রান। গড় ১৮.২৯। উইকেটের পিছনে ১২টি ক্যাচ এবং ১টি স্টাম্পিং করলেও বহু সহজ সুযোগ হাতছাড়াও করেছেন তিনি। সেই কারণেই ধৈর্য্যের বাঁধ ভেঙেছে টিম ম্যানেজমেন্টের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডোমিনিকার মাঠে ভরতকে (KS Bharat) সাজঘরে রেখে মাঠে নামার ছাড়পত্র দেওয়া হয়েছে ঈশান কিষণকে (Ishan Kishan)।
Read More: WI vs IND: পিতার পর পরাস্ত পুত্রও, ডোমিনিকায় রেকর্ড বইতে নাম তুললেন রবিচন্দ্রণ অশ্বিন !!
উইকেটের পিছনে সপ্রতিভ ঈশান কিষণ-
জাতীয় দলের হয়ে উইকেটরক্ষকের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তরুণ বাঁ-হাতি ক্রিকেটার ব্যাট হাতে যেমন বেশ কিছু স্মরণীয় পারফর্ম্যান্স দিয়েছেন, তেমনই দস্তানার দাপটেও প্রতিপক্ষকে নাজেহাল করতে সিদ্ধহস্ত তিনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতে যেমন শতরান করেছেন, তেমন উইকেটরক্ষক হিসেবেও ভরসা দিয়েছেন টিম ইন্ডিয়াকে। এছাড়াও স্লেজিং-এ তাঁর জুড়ি মেলা ভার। কখনও অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন (Tim Paine) বা কখনও অফস্পিনার নাথান লিয়ঁ’র (Nathan Lyon) সাথে তাঁর কথার যুদ্ধ বেশ উপভোগ করেছেন ক্রিকেট অনুরাগীরা। পেইনকে ‘টেম্পোরারি ক্যাপ্টেন’ বলতে এক মুহূর্তের জন্যও দ্বিধা করেন নি তিনি। এমনকি আইপিএল ম্যাচে স্বয়ং বিরাট কোহলিকেও (Virat Kohli) স্লেজ করেছেন ঋষভ।
গত ডিসেম্বরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আপাতত ক্রিকেট থেকে অনেকটা দূরেই রয়েছেন ঋষভ (Rishabh Pant)। তাঁর অনুপস্থিতিতে উইকেট-এর পিছন থেকে উড়ে আসা বাক্যবাণগুলির অভাব গত কয়েকটি টেস্টে বেশ অনুভব করেছিলেন ভারতীয় সমর্থকেরা। আজ পন্থের সেই অভাব অনেকটা ঢেকেছেন ঈশান কিষণ (Ishan Kishan)। ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক প্রথম ম্যাচ থেকেই বেশ সপ্রতিভ। শার্দুল ঠাকুর (Shardul Thakur) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বলে দুটি দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করেছেন, পাশাপাশি নিরন্তর নানা মন্তব্য করে উইন্ডিজ ব্যাটারদের চাপে রাখার কৌশলও ভালোই কাজে লাগাচ্ছেন। কখনও বোলারদের পরামর্শ দিচ্ছেন। আবার কখনও মুখে নানা রকমের শব্দ করে ব্যাঘাত ঘটাচ্ছেন প্রতিপক্ষের মনঃসংযোগে। উইকেটের পিছনে সপ্রতিভ ঈশানকে (Ishan Kishan) দেখে তাই নেটিজেনরা বলছেন, “মনেই হচ্ছে না ঋষভ যে মাঠে নেই।”
দেখে নিন ট্যুইটার চিত্র-
“Balll raa, Ashwin” – Ishan Kishan, 2023
— KASHISH (@crickashish217) July 12, 2023
Pant ki Kami Aaj ishankishan pura kr rhe hai ..wicket ke piche commentry
India vs wi#SabkaJawabMilega— faisal khan (@khanfais15) July 12, 2023
Ishan Kishan should also play with attacking intent just like Rishab Pant ??#SabJawaabMilenge #WIvsIND #JioCinema @JioCinema
— Omkar Jadhav (@OmkarJadhav4577) July 12, 2023
Ishan Kishan not letting us miss Pant! @cricbuzz
— varad unadkat (@UnadkatVarad) July 12, 2023
Good to see Y. Jaiswal and Ishan Kishan in the team. #WIvIND
— RM (@rm16091998) July 12, 2023
Despite his having taken 2 catches, Ishan Kishan hasn’t inspired any confidence as a Test-class ‘keeper so far… I guess it’s ok to try him out in an ‘easy’ series, but Srikar Bharat is clearly in a different class. #INDvWI #CricketTwitter
— Neeran Karnik (@neeran) July 12, 2023
So happy for you Ishuu baby 😘😘#IshanKishan #Ishan #indvswi pic.twitter.com/f3tyIV1Rid
— Priyanka 🏏 (@Pri45_) July 12, 2023
Ishan Kishan catch the ball without fumbling challenge
— JaiswalHive (@priyansh20_05) July 12, 2023
And people were doubting ishan kishan as wicket keeper
— Gurpal singh (@gurpals007) July 12, 2023
Ishan Kishan received the Test cap Virat kohli.
— VIRAT Gabbar (@Gabbar4225) July 12, 2023