WI vs IND: ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিলো ভারতীয় দলকে। মাত্র ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থামতে হয়েছিলো ১৪৫ রানে। ৪ রানের ব্যবধানে হারের পর আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সমতা ফেরানোর লড়াইতে টিম ইন্ডিয়া (Team India)। টস জিতে আজ প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসের সময়েই হার্দিক বলেছিলেন প্রথমে ব্যাটিং করে বড় রান স্কোরবোর্ডে তুলতে চান তিনি ও তাঁর দল। কিন্তু সেই লক্ষ্যে এখনও অবধি সফল নয় টিম ইন্ডিয়া। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে তারা। শুভমান, সূর্যকুমারের পর ফিরতে হলো ঈশান কিষণকেও।
আজকের ম্যাচে ঈশান কিষণকে প্রথম একাদশে দেখে অনেকেই ক্ষোভপ্রকাশ করেছিলেন। গত ১৩ টি-২০ ম্যাচে মাত্র ১৩ ব্যাটিং গড় ছিলো ঈশানের। তাঁর বদলে যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসেবে চাইছিলেন বিশেষজ্ঞরা। তবুও ঈশানেই আস্থা দেখিয়েছিলো ভারত। প্রথম ওভারেই আকেল হোসেনকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েছিলেন ঈশান। কিন্তু খেলা যত এগোলো জড়তা ফের একবার জাঁকিয়ে বসলো তাঁর খেলায়। ঝুঁকিপূর্ণ সিঙ্গল নিতে গিয়ে ঈশানের ভুলেই উইকেট হারাতে হয় সূর্যকুমার যাদবকে। সূর্য ফেরার পর বেশীক্ষণ স্থায়ী হলেন না ঈশানও। রোমারিও শেপার্ডকে দশম ওভারের দ্বিতীয় বলে একটি ছক্কা মারেন ঈশান। তার পরের বলেই উইকেট খোয়ালেন তিনি। বলের লাইন বুঝতে পারেন নি ঝাড়খণ্ডের ক্রিকেটার। অফ স্টাম্পের উপরের দিকে আঘাত করে বল। ২৩ বলে ২৭ রান করে ফিরলেন তিনি।
দেখে নিন ঈশান কিষণের উইকেটটি-
Also Read: WI vs IND: “এটাকে দায়িত্বজ্ঞানহীনতা বলে…” দ্বিতীয় টি-২০তে রান-আউট হয়ে নেটমাধ্যমের রোষের মুখে সূর্যকুমার যাদব !!