WI vs IND: “বেগানি শাদি মেঁ…” ভারতের হারে উচ্ছ্বসিত পাক সমর্থকদের ট্যুইটবার্তায় একহাত নিলেন ইরফান পাঠান!! 1

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ও একদিনের সিরিজে হারালেও ক্যারিবিয়ান সফরের শেষটা সুখের হলো না টিম ইন্ডিয়ার জন্য। পাঁচ ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) টি-২০ সিরিজে ৩-২ হারতে হলো ভারতকে। প্রথম দুই ম্যাচে ত্রিনিদাদ এবং গায়ানার মাঠে ‘মেন ইন ব্লু’কে যথাক্রমে ৪ রান এবং ২ উইকেটের ব্যবধানে পিছনে ফেলেছিলেন নিকোলাস পুরান (Nicholas Pooran), রোভম্যান পাওয়েলরা (Rovman Powell)। এরপরের দুই ম্যাচ জিতে দারুণ ভাবে লড়াইতে ফিরলেও নির্ণায়ক টি-২০’র চাপ সামলাতে পারলেন না ভারতের তরুণ ক্রিকেটাররা। গতকাল ফ্লোরিডার ফোর্ট লডারহিলের মাঠে ২ ওভার বাকি থাকতেই ভারতের ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় উইন্ডিজ।

এশিয়া কাপ এবং বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রথম একাদশ নিয়ে টিম ইন্ডিয়ার পরীক্ষানিরীক্ষা করা অনেকেরই চক্ষুশূল হয়েছিলো। ওডিআই সিরিজ চলাকালীনই এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মত ক্রিকেট বিশেষজ্ঞ। সেই আগুনে ঘি যুগিয়েছে টি-২০ সিরিজের হার। ক্ষুব্ধ ভারতীয় নেটজনতা নেতা হার্দিক এবং কোচ রাহুল দ্রাবিড়ের থেকে জবাবদিহি দাবী করেছেন। এই সুযোগে ভারতীয় দলকে নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপে মাততে দেখা গিয়েছে কিছু পাকিস্তানী ক্রিকেট জনতাকে। নিজেদের দলের পারফর্ম্যান্স নিয়ে অখুশি হলেও পাকিস্তানের ট্রলের জবাব অবশ্য তুরন্ত দিয়েছেন ভারতীয় সমর্থকেরা। তাঁরা পাশে পেয়েছেন ইরফান পাঠানকেও (Irfan Pathan)। ভারতীয় প্রাক্তনী এক ট্যুইটবার্তায় ব্যাঙ্গের তীর ছুঁড়েছেন পড়শি দেশের ক্রিকেট জনতার উদ্দেশ্যে।

Read More: IRE vs IND: আয়ারল্যান্ডের বিরুদ্ধে নতুন দল ঘোষণা করল BCCI, চোট কাটিয়ে দলে ফিরলেন এই তারকা খেলোয়াড় !!

পাক ভক্তদের দিকে নিশানা ইরফান পাঠানের-

Irfan Pathan | WI vs IND | Image: Twitter
Irfan Pathan | Image: Twitter

এশিয়া কাপ এবং বিশ্বকাপ বেশী দূরে নয়। দুই টুর্নামেন্টেই ভারতের মুখোমুখি হতে হবে পাকিস্তান দলকে। ক্রিকেটের এল-ক্লাসিকোর অপেক্ষায় প্রহর গুণছেন বিশ্বজোড়া অনুরাগীরা। মহারণের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (WI vs IND) ছন্নছাড়া পারফর্ম্যান্স স্বাভাবিক ভাবেই আশা জাগিয়েছে পাক ভক্তদের মনে। এশিয়া কাপে মুখোমুখি লড়াইতে ৯-৬ পিছিয়ে রয়েছে পাক দল। বিশ্বকাপের ক্ষেত্রে হেড টু হেড পরিসংখ্যান আরও একপেশে। ৭ বার ওডিআই বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই পড়শি দেশ। এর মধ্যে ভারত জিতেছে ৭টি ম্যাচই। পাকিস্তানের জয়ের সংখ্যা শূন্য। উইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ হারায় অধিকাংশ পাক সমর্থকই মনে করছেন এবার এশিয়া কাপ (Asia Cup) এবং বিশ্বকাপে (ICC World Cup) ভারতের বিরুদ্ধে সুযোগ রয়েছে তাঁদের দলের।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) সিরিজ শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ার দেওয়াল টিম ইন্ডিয়া সম্পর্কে মন্তব্যে ভরিয়ে তোলেন পাক সমর্থকেরা। অধিকাংশ পোস্টেই বিদ্রুপ করা হয় ভারতীয় দলকে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া থেকে কোচ রাহুল দ্রাবিড়-রোষের মুখে পড়তে হয় সকলকেই। এমনকি টি-২০ সিরিজে দলের অংশ না হওয়া সত্ত্বেও তোপের মুখে পড়েন বিরাট কোহলিও (Virat Kohli)। পাক অধিনায়ক বাবর আজমের সাথে তাঁর তুলনায় মাতেন পড়শী দেশের ক্রিকেটভক্তরা। ওয়াঘা সীমান্তের ওপার থেকে উড়ে আসা বিদ্রুপের জবাব সোজা ব্যাটে দিয়েছেন ইরফান পাঠান। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ তিনি। পাকিস্তানের উত্তেজিত হওয়ার বিশেষ কারণ নেই, তা বুঝিয়ে পাঠান (Irfan Pathan) লেখেন, “বেগানি শাদি মেঁ আবদুল্লাহ দিওয়ানা” অর্থাৎ তিনি বলেছেন জিতেছে যেখানে ওয়েস্ট ইন্ডিজ সেখানে খুশি হচ্ছে কিনা পাকিস্তান।

আকারে ইঙ্গিতে নয়, সরাসরি হ্যাশট্যাগে ‘পড়শি’ কথাটাও লিখে দিয়েছেন তিনি। পাঠানের (Irfan Pathan) ট্যুইট নিয়ে একপ্রস্থ হইচই সোশ্যাল মিডিয়ায়। ভারত সমর্থকেরা অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজ হেরেছিলো তারা। হেরেছিলো ইংল্যান্ডের বিরুদ্ধেও। তবে পাক শিবিরের পক্ষ থেকেঅ উড়ে এসেছে আস্ফালন। সব মিলিয়ে এই ট্যুইট যুদ্ধ আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মঞ্চ প্রস্তুত করে দিয়েছে আজ।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: WC 2023: “ওর কোনো যোগ্যতা নেই…” বিশ্বকাপের দলে সঞ্জু স্যামসন নয় এই প্লেয়ারকে বেছে নিলেন আকাশ চোপড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *