WI vs IND: স্পর্শ করা হলো না রোহিত-সৌরভের রেকর্ড, হোল্ডারের বলে সাজঘরের পথে যশস্বী জয়সওয়াল !! 1

WI vs IND: প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। ডোমিনিকায় উইন্ডসর পার্কে টিম ইন্ডিয়া (Team India) জিতেছে এক ইনিংস এবং ১৪১ রানের ব্যবধানে। স্বাগতিক দেশকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগটুকুও প্রথম টেস্টে দেন নি ভারতীয় ক্রিকেটাররা। বল হাতে প্রথম ইনিংসে উইন্ডিজকে ১৫০ রানে গুটিয়ে দেয় ভারত। পাঁচ উইকেট যায় অশ্বিনের (Ravichandran Ashwin) ঝুলিতে। অভিষেকেই শতরান করে বাজিমাত করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দশম শতরান করেছিলেন রোহিত শর্মাও। ভারতের তোলা ৪২১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩০ রানে। ৭ উইকেট নিয়ে তাদের ইনিংসে ভাঙন ধরান সেই অশ্বিনই।

আজ থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। ১০০তম ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) টেস্টে টসে জিতেছে ক্যারিবিয়ানরাই। গত ম্যাচে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে ভুগেছিলেন ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। আজ তাই প্রথমে প্রতিপক্ষ দলকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ডোমিনিকায় যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেছিলেন ত্রিনিদাদেও। মধ্যাহ্নভোজের বিরতির আগেই বড় রানের জুটি গড়ে ফেলেছিলো ভারতের ডান হাতি-বাম হাতি জুটি। কিন্তু তাল কাটলো মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পর। জেসন হোল্ডারের (Jason Holder) বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হলো যশস্বী জয়সওয়ালকে। প্রথম উইকেট হারালো টিম ইন্ডিয়া।

Read More: WI vs IND: “সর্বকালের সেরা…” ৫০০তম ম্যাচ খেলতে নামার আগে নেটমাধ্যমের শুভেচ্ছায় ভাসলেন কোহলি !!

দুরন্ত যশস্বীকে ফেরালেন ‘সতীর্থ’ হোল্ডার-

Yashasvi Jaiswal | WI vs IND | Image: Getty Images
Yashasvi Jaiswal | Image: Getty Images

মাত্র ২১ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। তাঁকে তিন ফর্ম্যাটেই যে ভবিষ্যতের তারকা ভাবছে টিম ইন্ডিয়া, তার প্রমাণ পাওয়া গিয়েছে তিন ফর্ম্যাটেই ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে। উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নির্বাচকদের আস্থার দাম দিয়েছিলেন মুম্বইয়ের তরুণ ব্যাটার। ওপেন করতে নেমে কেবল অধিনায়ক রোহিত শর্মার সাথে দ্বিশতরানের জুটিই গড়েন নি, ১৭তম ভারতীয় হিসেবে অভিষেক ম্যাচে শতরানও করেছিলেন। ডোমিনিকায় ১৭১ রানের ইনিংস খেলে ক্রিকেটবিশ্বের মন জিতে নিয়েছিলেন তিনি। এর আগে অনুর্দ্ধ-১৯ জাতীয় দল বা আইপিএলের মঞ্চে ভালো পারফর্ম্যান্স ছিলো যশস্বীর। কিন্তু সিনিয়র সার্কিটে আগমনেই ঝড় তুলে নিজের জাত চিনিয়েছিলেন বাম হাতি ব্যাটার।

ফর্মে থাকা যশস্বীর জন্য ত্রিনিদাদে অপেক্ষা করে ছিলো এক দুর্দান্ত রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও (WI vs IND) শতরান করতে পারলে মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রোহিত শর্মার পর চতুর্থ ভারতীয় হিসেবে কেরিয়ারের প্রথম দুই টেস্টেই শতরান করার রেকর্ড গড়তেন তিনি। কিন্ত ভাগ্য সাথ দিলো না যশস্বীর (Yashasvi Jaiswal)। তিন সময়ের তিন ভারত অধিনায়কের রেকর্ডের দিকে এক পা বাড়িয়েও ফিরে আসতে হলো তাঁকে। আজ সকালে বেশ চনমনে লাগছিলো তরুণ ওপেনারকে। অনবদ্য পুল সটে ছক্কা হোক বা স্কোয়ার কাটে বলকে বাউন্ডারিতে পাঠানো, উইন্ডিজ বোলারদের দিশাহারা করে তুলেছিলেন তিনি। পেরোন অর্ধশতকের গন্ডীও। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর রাজস্থান রয়্যালস সতীর্থ জেসন হোল্ডারের (Jason Holder) বলে ড্রাইভ মারতে গিয়ে গালি অঞ্চলে কার্ক ম্যাকেঞ্জির হাতে ধরা পড়লেন তিনি। করলেন ৭৪ বলে ৫৭ রান।

দেখে নিন যশস্বীর উইকেটের ভিডিওটি-

Also Read: পাকিস্তান ক্রিকেটের জন্য চরম দুঃসংবাদ, মাত্র ১৮ বছরেই অবসরের সিদ্ধান্ত তরুণ তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *