WI vs IND: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) জমজমাট একদিনের সিরিজের পরিসমাপ্তি হলো গতকাল। প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবেই জিতেছিলো ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রত্যাঘাত হাতে স্বাগতিক দেশ। বিরাট-রোহিতহীন ভারতকে ৬ উইকেটে হারান শে হোপ, গুডাকেশ মোটিরা। সিরিজ আচমকাই ১-১ হয়ে পড়ায় নড়েচড়ে বসতে বাধ্য হয়েছিলেন দেশ-বিদেশের ক্রিকেটজনতা। নির্ণায়ক ম্যাচে ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ছিলেন তাঁরা। হারের প্রভাব যে দলের মানসিকতায় পড়ে নি তা তৃতীয় ম্যাচেও রোহিত-বিরাটকে বাইরে রেখে বুঝিয়ে দেন কোচ দ্রাবিড়। শেষ ম্যাচে জ্বলে ওঠেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ তুর্কিরা। ব্যাটে-বলে দাপুটে পারফর্ম্যান করে জয় ছিনিয়ে নেন ২০০ রানে।
টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত। ঈশান কিষণের (Ishan Kishan) ৭৭, শুভমান গিলের ৮৫, সঞ্জু স্যামসনের (Sanju Samson) ৫১ এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৭০* রানের সুবাদে স্কোরবোর্ডে ৫ উইকেটের বিনিময়ে ৩৫১ রান যোগ করে ‘মেন ইন ব্লু।’ জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলো ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে শুরুটা দারুণ করেন মুকেশ কুমার। ৩ উইকেট নেন তিনি।
এরপর দুরন্ত বোলিং করতে দেখা গেলো শার্দুল ঠাকুরকেও (Shardul Thakur)। ৪ উইকেট জমা পড়ে তাঁর ঝুলিতে। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) অনবদ্য ফর্ম অব্যাহত ত্রিনিদাদে। তিনি নিলেন ২ উইকেট। আর ১০ বছর পর একদিনের ম্যাচে ভারতের জার্সি গায়ে চাপানো জয়দেন উনাদকাটের শিকার এক। মাত্র ১৫১ রানে শেষ উইন্ডিজ। সিরিজ জয়ের ‘ফিল গুড’ পরিবেশের মাঝেও তাড়া করলো বিতর্ক। মাঠে দাঁড়িয়েই উইন্ডিজ বোর্ডকে নিশানা করেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
Read More: WI vs IND: টি-২০ সিরিজের শুরুটা জয় দিয়েই করতে চায় টিম ইন্ডিয়া, প্রথম একাদশে ফের চমক রাখতে চলেছেন কোচ রাহুল দ্রাবিড় !!
ম্যাচ শেষে ক্ষোভ উগড়ে দিলেন হার্দিক-
রোহিত শর্মার অবর্তমানে দুটি একদিনের ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দ্বিতীয় ম্যাচে অপ্রত্যাশিত হারের পর তৃতীয় খেলায় দল ঘুরে দাঁড়ানোয় স্বভাবতই খুশি তিনি। জয়ের তৃপ্তির পাশাপাশি উইন্ডিজের বোর্ডের ব্যবস্থাপনার ত্রুটিও প্রকাশিত হলো ম্যাচ শেষে তাঁর মন্তব্যে। ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক ড্যারেন গঙ্গাকে (Darren Ganga) হার্দিক বলেন, “এটা অন্যতম সুন্দর একটি মাঠ। কিন্তু পরের বার যখন এখানে আসবো, তখন যাতায়াত থেকে অন্য সবকিছুই আরও একটু উন্নত হতে পারে। আগের বছরও আমাদের একই সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো।”
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে তোপ দেগে ভারতীয় অলরাউন্ডার বলেন, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উচিৎ বিষয়গুলির দিকে নজর দেওয়া। যখন কোনো দেশ বিদেশসফরে আসে তখন বিলাসব্যসন নয় বরং সাধারণ সুযোগসুবিধাটুকু পেলেই তাদের চলে যায়। সেটা যাতে সুনিশ্চিত হয় তা দেখা উচিৎ। তা ছাড়া আমরা এখানে খেলা খুবই উপভোগ করেছি।” প্রসঙ্গত ভোররাতে ভারতীয় দলের ত্রিনিদাদ থেকে বার্বাডোজের ফ্লাইট পিছিয়ে যাওয়ায় ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) ওডিআই সিরিজের প্রথম ম্যাচের আগে সঠিক বিশ্রাম পান নি। বিসিসিআই-এর কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা।
টি-২০তে বড় পরীক্ষা হার্দিকের-
একদিনের সিরিজের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০’র ময়দানে এবার মুখোমুখি হবে ভারতীয় দল। মোট পাঁচটি কুড়ি-বিশের ম্যাচ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলবে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মা, বিরাট কোহলির মত সিনিয়র ক্রিকেটাররা নেই স্কোয়াডে। তারুণ্যে ভরপুর এক দল নিয়ে দুইবারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের মহড়া নিতে মাঠে নামবেন অধিনায়ক হার্দিক (Hardik Pandya)। ওডিআই সিরিজের মত এখানেও কোচ রাহুল দ্রাবিড় পরীক্ষানিরীক্ষা চালান কিনা নজর থাকবে সেই দিকে। জাতীয় দলের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হতে পারে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), মুকেশ কুমার, তিলক বর্মাদের (Tilak Varma)। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে টি-২০ বিশ্বকাপে। তার আগে নেতা হার্দিকের বড় পরীক্ষা থাকছে আসন্ন সিরিজে।
তৃতীয় একদিনের ম্যাচে রান পেয়েছেন হার্দিক (Hardik Pandya। টি-২০ সিরিজেও রানের মধ্যে থাকতে চাইবেন তিনি। কারণ এই পাঁচ ম্যাচের পর সরাসরি এশিয়া কাপেই (Asia Cup 2023) মাঠে দেখা যাবে তাঁকে। ১৮ অগস্ট থেকে শুরু হতে চলা আয়ারল্যান্ড সিরিজে দলের বাইরে থাকছেন তিনি। ডাবলিনে কামব্যাক করছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ডান হাতি পেসারের হাতেই আয়ারল্যান্ড সফরে দলের দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই। পিঠের স্ট্রেস ফ্র্যাকচার সারিয়ে মাঠে ফেরার মঞ্চ হিসেবে আয়ারল্যান্ড সিরিজকে ব্যবহার করবেন বুমরাহ।