WI vs IND: গত বছর আয়ারল্যান্ডে ভারত অধিনায়ক হিসবে অভিষেক হয়েছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। নভেম্বর থেকে টি-২০তে টানা দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশে-বিদেশে মিলিয়ে মোট চার সিরিজ খেলেছেন তিনি। জিতেছেন চারটিই। কিন্তু সাফল্যের সরণিতে ছুঁটতে থাকা হার্দিকের অশ্বমেধের ঘোড়া আচমকাই বেলাগাম হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। টানা দুই ম্যাচে হেরে বসে ভারত। সিরিজে ২-০ পিছিয়ে পড়ার পরেও নিজের দলের তরুণ সদস্যদের উপর আস্থা রাখতে আবেদন জানিয়েছিলেন তিনি। চার পাশ থেকে ধেয়ে আসা সমালোচনায় বিশেষ কান না দেওয়ার সুফল অবশেষে তৃতীয় টি-২০তে এসে পেলেন হার্দিক। দুরন্ত পারফর্ম করে জয় ছিনিয়ে সিরিজের উত্তেজনা বাঁচিয়ে রাখলো টিম ইন্ডিয়া।
টসে জিতে আজ প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। শুরুটা ভালো করেছিলেন ব্র্যান্ডন কিং এবং কাইল মেয়ার্স। গত দুই ম্যাচে ক্যারিবিয়ানদের জয়ের অন্যতম নায়ক নিকোলাস পুরান আজ আউট হলেন ২০ রান করে। ডেথ ওভারে অধিনায়ক রোভম্যান পাওয়েলের ২০ বলে ঝোড়ো ৪০* রানের ইনিংস উইন্ডিজকে পৌঁছে দেয় ১৫৯ রানে। প্রথম একাদশে প্রত্যাবর্তনের ম্যাচে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত দুই ওপেনারকে খোয়ালেও সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার ব্যাটে ম্যাচে চালকের আসনে বসে টিম ইন্ডিয়া। ৪৪ বলে ৮৩ রান করে ‘ব্যাড প্যাচ’ কাটিয়ে উঠতে দেখা গেলো সূর্যকে। তৃতীয় টি-২০তে ৪৯ করে অপরাজিত থাকেন তিলক। ‘ফিনিশার’ হিসেবে মাঠে নেমে বিশাল ছক্কা হাঁকিয়ে ১৩ বল বাকি থাকতেই জয় এনে দেন স্বয়ং অধিনায়ক। ২০ করে অপরাজিত রইলেন তিনি।
Read More: WI vs IND: “তিলকের ব্যাটিং আমায় আত্মবিশ্বাস যুগিয়েছে…” ম্যাচের সেরা হয়ে তরুণ সতীর্থের প্রশংসা সূর্যকুমার যাদবের মুখে !!
দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে ভারতের, জানালেন হার্দিক-

টানা দুই হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেটে নেতা হিসেবে প্রথম সিরিজ হারের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সেখান থেকে আজকের খেলায় জিতে লড়াইতে ফেরা নিঃসন্দেহে আত্মবিশ্বাস যুগিয়েছে হার্দিক’কে। ম্যাচের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক ড্যারেন গঙ্গাকে তিনি বলেন, “জয়টা খুবই গুরুত্বপূর্ন ছিলো। আমরা দল হিসবে আগেই জানিয়েছিলাম যে বাকি তিনটে ম্যাচ আকর্ষণীয় হতে চলেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে দুটো হার বা দুটো জয় বিশেষ অর্থ বহন করে না। তবে ‘মাস্ট-উইন’ ম্যাচ গুলোতে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা প্রস্তুত।”
বিপক্ষের সেরা অস্ত্র নিকোলাস পুরান আজ তিন নম্বরে নামেন নি। জনসন চার্লসকে পাঠায় উইন্ডিজ শিবির। ক্যারিবিয়ানদের চালের পালটা তিনি কি স্ট্র্যাটেজি নিয়েছিলেন তাও জানালেন হার্দিক। বলেন, “নিকি (পুরান) ব্যাট করতে না আসায় আমরা আমাদের পেসারদের সরিয়ে রাখতে পেরেছিলাম। অক্ষরকে চার ওভার বোলিং করানো গিয়েছে। নিকি যদি মারতে চায় তাহলে আমাকে মারুক। এটাই পরিকল্পনা ছিলো। আমি এহেন প্রতিদ্বন্দ্বীতা উপভোগ করি। আমি জানি ও এটা শুনবে এবং চতুর্থ টি-২০তে আমার বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধরার চেষ্টায় থাকবে।”
দলের স্ট্র্যাটেজি নিয়ে বরাবরই স্পষ্ট কথা বলা পছন্দ করেন হার্দিক। ব্যতিক্রম হলো না আজও। তিনি বলেন, “দল হিসবে আমরা ঠিক করেছি সাত ব্যাটার খেলানোর কথা। এবং আমাদের দায়িত্ব নিতে হবে। যেমনটা আজ দেখা গেলো। বাকিরা রান করলে আট নম্বরে আরও একজন অতিরিক্ত ব্যাটার প্রয়োজন হয় না।” সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার ম্যাচ জেতানো পার্টনারশিপের পিছনে দুজনের বোঝাপড়াকেই কারণ বলছেন হার্দিক। তিনি জানান, “স্কাই যেমন বললো যে ওরা একসাথে দীর্ঘসময় খেলেছে, একসাথে সময় কাটিয়েছে। দলে স্কাইয়ের মত একজন থাকলে সুবিধাই হয়। যখন ও দায়িত্ব নেয়, তখন বাকিদের কাছেও বার্তা যায়।”
Also Read: WI vs IND: “আমরাই ভারতীয় ব্যাটসম্যানদের কাজ সহজ করেছি…”, ম্যাচ হেরে অদ্ভুত দাবি রোভম্যান পাওয়েলের !!