WI vs IND: “দোষটা শুভমানেরই ছিলো…” আম্পায়ারের ভুল সিদ্ধান্তে সাজঘরে গিল, DRS না চাওয়ায় ক্ষুব্ধ সমাজমাধ্যম !! 1

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম  টি-২০ ম্যাচে আজ মাঠে নেমেছে ভারতীয় দল। টেস্ট ও একদিনের ক্রিকেটে ক্যারিবিয়ানদের হারানোর পর কুড়ি-বিশের খেলায় শুরুটা মোটেই ভালো করতে পারে নি টিম ইন্ডিয়া (Team India)। ত্রিনিদাদ এবং গায়ানাতে  পরপর দুটি ম্যাচে হারতে হয়েছিলো তাদের। ২-০ পিছিয়ে পড়ার পর অবশ্য দারুণ ভাবে ফিরে আসে দল। প্রথমে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচে ৭ উইকেটে প্রতিপক্ষকে মাত করে ভারত। আর তারপর ফ্লোরিডার ফোর্ট লডারহিলে চতুর্থ ম্যাচে উইন্ডিজকে হারায় ৯ উইকেটে। চার ম্যাচের পর সিরিজ রয়েছে ২-২ অবস্থায়। তাই আজকের ম্যাচ হয়ে উঠেছে নির্ণায়ক।

চতুর্থ ম্যাচে ভারতের বিশাল জয়ে অবদান রেখেছিলেন শুভমান গিল। গোটা সফরে একমাত্র তৃতীয় একদিনের ম্যাচে করা ৮৫ ছাড়া উল্লেখযোগ্য কোনো রান ছিলো না তাঁর। কুড়ি-বিশের সিরিজেও প্রথম তিন ম্যাচে করেছিলেন যথাক্রমে ৩, ৭ এবং ৬। অফ ফর্মের গেরো কাটিয়ে ফ্লোরিডায় গতকাল তাঁর ব্যাট থেকে এসেছিলো ঝলমলে ৭৭ রানের ইনিংস। যশস্বী জয়সওয়ালের সাথে ১৬৫ রানের জুটি গড়েছিলেন তিনি। গতকালের ফর্ম অবশ্য আজ ধরে রাখতে পারেন নি তিনি। আকেল হোসেনের বলে ম্যাচের তৃতীয় ওভারেই ফিরেছেন সাজঘরে। মাত্র ৯ বলে ৯ রানের ইনিংস খেলেই আউট হয়েছেন তিনি।

তৃতীয় ওভারের পঞ্চম বলে আকেল হোসেনের লেগ বিফোরের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। প্রযুক্তির সাহায্য না নিয়েই সাজঘরের উদ্দেশ্যে হাঁটা লাগান শুভমান। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো সূর্যকুমার যাদবের সাথে আলোচনাও করেন নি আউটের সিদ্ধান্ত নিয়ে। পরে দেখা যায় বল উইকেটে লাগার কথা ছিলো না। ডিআরএস ব্যবহার করলে নট-আউট থাকতে পারতেন শুভমান। তাঁর রিভিউ না নেওয়ার সিদ্ধান্তকে ‘হঠকারিতা’ বলছেন নেটনাগরিকদের অনেকেই। ‘রিভিউ থাকা সত্ত্বেও ব্যবহার না করলে দোষটা ব্যাটারেরই’ লিখেছেন এক নেটিজেন। ‘আম্পায়ারের সিদ্ধান্ত অবশ্যই দুর্ভাগ্যজনক, তবে ভুলটা শুভমানেরই’ লিখেছেন এক ক্রিকেট দর্শক। আম্পায়ারকে কাঠগড়ায় তুললেও ভারতীয় ওপেনারকেও দোষারোপ করতে ছাড়ছে না সমাজমাধ্যম।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: WI vs IND: অতি আক্রমণাত্মক হতে গিয়ে ফল ভুগলেন যশস্বী, প্রথম ওভারেই আউট হলেন আকেল হোসেনের বলে !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *