WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) এক মাসব্যপী সিরিজের যবনিকা পড়লো গতকাল। প্রথমে টেস্ট, তারপর ওডিআই এবং সবশেষে টি-২০, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই মুখোমুখি হয়েছিলো দুই দল। টেস্ট ও একদিনের সিরিজে ভারত জয় পেলেও, স্রোতের বিপরীতে গিয়ে টি-২০ সিরিজে জয় ছিনিয়ে নিলো উইন্ডিজ। প্রথম দুই ম্যাচে ত্রিনিদাদ এবং গায়ানার মাঠে ভারতকে যথাক্রমে ৪ রান এবং ২ উইকেটের ব্যবধানে হারিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলো রোভম্যান পাওয়েলের (Rovaman Powell) দল। কিন্তু পরের দুই ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া। গায়ানা এবং ফ্লোরিডার ফোর্ট লডারহিলে ভারত প্রতিপক্ষকে হারায় যথাক্রমে ৭ ও ৯ উইকেটের ব্যবধানে। ২-২ ভারসাম্যে থাকা ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) সিরিজের নির্ণায়ক টি-২০’টি আয়োজিত হলো গতকাল।
ফ্লোরিডার মাঠে তীরে এসে তরী ডুবলো ভারতের। গতকাল জিতলে প্রথম দল হিসেবে ২-০ পিছিয়ে পড়েও সিরিজ জয়ের নজির গড়ত ‘মেন ইন ব্লু’। কিন্তু সেই কৃতিত্ব থেকে গেলো অধরাই। টানা চার সিরিজ জয়ের পর নেতা হিসেবে প্রথমবার টি-২০ সিরিজ হারলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনো সিনিয়র ক্রিকেটারকেই জায়গা দেওয়া হয় নি প্রায়। আনকোরা এক নতুন দলকে মাঠে নামিয়েছিলেন কোচ দ্রাবিড়। অভিষেক হয়েছে মুকেশ কুমার (Mukesh Kumar), তিলক বর্মা (Tilak Varma), যশস্বী জয়সওয়ালদের। লম্বা সময় পর টি-২০ দলে ফিরতে দেখা গিয়েছে সঞ্জু স্যামসনকেও। আইসিসি র্যাঙ্কিং-এ অনেক পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে সিরিজ হারে অনেকে সিঁদুরে মেঘ দেখলেও তাঁদের সাথে একমত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলের অবস্থান পরিষ্কার করে দিলেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)।
Read More: WI vs IND: আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হলেন শুভমান, আউট না হয়েও ফিরতে হল প্যাভিলিয়নে !! দেখুন ভিডিও
দলের হারে চিন্তিত নন রাহুল দ্রাবিড়-

সাদা বলের ফর্ম্যাটে পরীক্ষানিরীক্ষা চালু হয়েছিলো গত বছরের শেষ থেকেই। টি-২০ বিশ্বকাপের হারের পর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে বাদ দেওয়া হয় কে এল রাহুল (KL Rahul), রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) মত সিনিয়র ক্রিকেটারদের। বদলে জায়গা করে দেওয়া হয়েছিলো তরুণ মুখদের। নেতৃত্বভারও রোহিতের হাত থেকে তুলে দেওয়া হয়েছিলো হার্দিক পান্ডিয়ার হাতে। সেই ধারা ওয়েস্ট ইন্ডিজ (WI vs IND) সফরেও জারি রাখলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কেবল টি-২০ নয়, তার আগে ওডিআই সিরিজের দুই ম্যাচেও তিনি একাদশে রাখলেন না সিনিয়রদের। সাদা বলের ফর্ম্যাটের দুই সিরিজের প্রায় গোটাটা জুড়েই চললো নতুনদের পরখ করে নেওয়ার প্রচেষ্টা। সব সময় যে এই পরীক্ষানিরীক্ষা ফলপ্রসূ হয়েছে তা অবশ্য নয়। একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে। খোয়াতে হয়েছে আস্ত টি-২০ সিরিজ।
অপ্রত্যাশিত ব্যর্থতার পরেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিলেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বরং হার নিয়ে বিশেষ চিন্তিত যে তিনি নন তা জানিয়ে দেন। সাক্ষাৎকারে দলের পাশে দাঁড়িয়ে কোচ বলেন, “এটা একটা নবীন দল। এখোনো আমরা উন্নতি করছি। কিছু সময় আমাদের ওঠানামার মধ্যে দিয়ে যেতেই হবে।” ভারতীয় দলের আগামী লক্ষ্য এশিয়া কাপ (Asia Cup 2023)। সেখানে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। উইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারের প্রতিফলন কি পড়বে এশিয়া কাপে? প্রশ্নের উত্তরে দ্রাবিড়ের সোজাসাপ্টা জবাব, “আমি সত্যি বলতে এশিয়া কাপ নিয়ে এখনও কিছু ভাবি নি। আমাদের সামনে কিছুটা সময় আছে। এশিয়া কাপের আগে বেঙ্গালুরুতে আমাদের শিবির হবে। ২৩ তারিখ একদিনের দল সেখানে মিলিত হবে। এশিয়া কাপ আসলে তখন দেখা যাবে কি করা যায়।”