WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নির্ণায়ক টি-২০ ম্যাচে আজ মার্কিং যুক্তরাষ্ট্র্বের ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি মাঠে নেমেছে ভারতীয় দল। সিরিজে ২-০ পিছিয়ে পড়েও ২-২ সমতা ফিরিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও তাঁর তরুণ সতীর্থেরা। আজ জিতলে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-২০র আঙিনায় ২-০ পিছিয়ে পড়েও সিরিজ জিতবে ভারত। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কোনো ভুলচুক চাইছে না ‘মেন ইন ব্লু’র শিবির। গতকালের ম্যাচের দল অপরিবর্তিত রেখেছেন কোচ দ্রাবিড়। বদল কেবল এসেছে টসের ফলাফলে। আজ মুদ্রা পড়েছে ভারতের দিকে। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক হার্দিক।
গতকাল রান তাড়া করতে নেমে দুই ওপেনার শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের ঝোড়ো ব্যাটিং-এর তোপেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিলো ভারত। আজও প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে স্কোরবোর্ডে বড় রান তুলতে চেয়েছিলো দল। কিন্তু আকেল হোসেনের শিকার হয়ে দুই ওপেনার সাজঘরে ফেরায় শুরুতেই হোঁচট খেতে হয়েছিলো। এরপর তিলক বর্মাকে সাথে নিয়ে ভারতীয় ইনিংসকে নতুন করে গড়ে তোলার কাজে হাত লাগিয়েছিলেন বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। এই সিরিজে তিলক প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন। আজকের ম্যাচেও ইঙ্গিত দিয়েছিলেন বড় রানের। তিনটি চার এবং দুই ছক্কার সাহায্যে পৌঁছে গিয়েছিলেন ২৭ রানে।
কিন্তু হঠাৎ’ই হলো ছন্দপতন। অষ্টম ওভারের শেষ বলে স্পিনার রস্টন চেজকে ড্রাইভ মারতে চেয়েছিলেন তিনি। কিন্তু সঠিক ভাবে ব্যাটে-বলে সংযোগ হয় নি। বাজপাখির ক্ষিপ্রতায় নিজের ডান-দিকে অনেকখানি ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দী করেন চেজ। ইনিংসের এটি দ্বিতীয় কট অ্যান্ড বোলড। এর আগে যশস্বীকেও একই কায়দায় ফিরিয়েছিলেন আকেল হোসেন। আর রস্টন চেজের শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে নেওয়া অবিশ্বাস্য ক্যাচ ১৮ বলে ২৭ রানের মাথায় ইতি টেনে দিলো তিলকের ইনিংসে।