WI vs IND: ত্রিনিদাদের বাইশ গজে যুজবেন্দ্র চাহাল ম্যাজিক, প্রথম ওভারেই ঝুলিতে জোড়া উইকেট !! 1

WI vs IND: টেস্ট ও একদিনের সিরিজে জয়ের পর আজ থেকে টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)। ত্রিনিদাদের তারুবার ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে সিরিজের প্রথম দ্বৈরথ। কুড়ি-বিশের সিরিজ জিতে ক্লিন স্যুইপের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে ভারত। টি-২০ দলে কোহলি, রোহিতদের মত সিনিয়রদের জায়গা হয় নি। বরং এক ঝাঁক নবীন মুখকে সুযোগ দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচ শুরুর আগে অধিনায়ক হার্দিক পান্ডিয়াও জানালেন আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা এখন থেকেই মাথায় রাখছেন তাঁরা। যারা বিশ্বকাপ দলে থাকতে পারেন তাদের মধ্যেই কয়েকজনকে ঘুরিয়েফিরিয়ে সুযোগ দিতে চান টি-২০ সিরিজে।

Read More: WI vs IND: “নতুন গ্রহে প্রবেশ করলো এই দু’জন….”, মুকেশ-তিলককে ভারতের প্রথম একাদশে দেখে খুশি নেটিজেনরা !!

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর্শদীপ সিং, অক্ষর প্যাটেলদের সামলে শুরুটা ভালোই করেছিলেন ব্র্যান্ডন কিং এবং কাইল মেয়ার্সের জুটি। বাঁ-হাতি মেয়ার্স খানিক সময় নিলেও শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন ব্র্যান্ডন কিং। রান গতিতে বাঁধ লাগাতে চতুর্থ ওভারেই দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র যুজবেন্দ্র চাহালের হাতে বল তুলে দেন অধিনায়ক হার্দিক। তাঁকে নিরাশ করেন নি ভারতের সফলতম টি-২০ বোলার। একদিনের সিরিজে তিন ম্যাচেই সুযোগ পান নি তিনি। কিন্তু কুড়ি-বিশের ক্রিকেটে মাঠে ফিরেই জাত চেনালেন তিনি। ওভারের প্রথম বলেই তুলে নিলেন উইকেট। স্যুইপ মারতে গিয়ে বলের নাগাল না পেয়ে এলবিডব্লু হন কাইল মেয়ার্স। ফেরেন মাত্র ১ রান করে।

দেখুন কাইল মেয়ার্সের উইকেটটি-

ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা ব্র্যান্ডন কিং-কে ফেরাতেও বিশেষ সময় নিলেন না চাহাল। ওভারের দ্বিতীয় বলটিতে একটি সিঙ্গল নিয়েছিলেন জনসন চার্লস। তৃতীয় বলে ভারতীয় লেগস্পিনারের শিকার হতে হলো কিং-কে। রক্ষণাত্মক ভঙ্গিতে চাহালের মোকাবিলা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটের নাগাল এড়িয়ে আছড়ে পড়ে প্যাডে। চাহালের আপিলে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন ব্র্যান্ডন কিং। কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়েও রক্ষা পান নি তিনি। ১৯ বলে ৪টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ২৮ রান করে সাজঘরে ফিরলেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে উইন্ডিজ।

দেখুন ব্র্যান্ডন কিং-এর উইকেটটি-

Also Read: বন্ধুকে স্বপ্ন দেখিয়ে দলে সুযোগ দিলেন না পান্ডিয়া, ট্যালেন্ট দেখিয়েও পেলেন না জাতীয় দলে সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *