WI vs IND: এই ক্রিকেটারের উপর ভরসা করে ভুল করেছে টিম ইন্ডিয়া, তৃতীয় টি-২০তেও ফের ব্যর্থ হলেন তিনি !! 1

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টি-২০ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো ভারতীয় দল। ত্রিনিদাদ এবং গায়ানায় জোড়া ব্যর্থতার পর অবশেষে গায়ানারই প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে জিতে সিরিজ ২-১ করলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। গতকাল শুরুটা ভালো করেছিলেন দুই ক্যারিবিয়ান ওপেনার। ৫৫ রানের মাথায় কাইল মেয়ার্সকে ফিরিয়ে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। তিন উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান কুলদীপ যাদব। শেষ অবধি রোভম্যান পাওয়েলেরই ২০ বলে ৪০* রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দেয় ১৫৯ রানে।

গায়ানার মন্থর পিচে ১৬০ রানের লক্ষ্য তাড়া করা সহজ ছিলো না। তার মধ্যে শুরুতেই জোড়া ওপেনারকে হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলকে চালকে আসনে বসান সূর্যকুমার যাদব। গত দুই ম্যাচে ২১ ও ১ রান করে সাজঘরে ফিরতে হয়েছিলো তাঁকে। কিন্তু তৃতীয় খেলায় শুরু থেকেই বাইশ গজে দেখা গেলো সূর্য ঝড়। ৪৪ বলে ১০টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৮৩ রান করেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার। তৃতীয় আন্তর্জাতিক টি-২০ খেলতে নেমে তিলক বর্মাও বোঝালেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। অপরাজিত থাকেন ৪৯ রান করে। ছক্কা মেরে জয় নিশ্চিত করেন স্বয়ং অধিনায়ক হার্দিক। দাপুটে পারফর্ম্যান্সের মাঝেও দলের চিন্তা বাড়িয়েছে যুজবেন্দ্র চাহালের পারফর্ম্যান্স। বল হাতে সফল হলেন না তিনি।

Read More: World Cup 2023: বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করল আইসিসি, পাল্টে গেল ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ !!

টি-২০তে সুবিধা করতে পারছেন না চাহাল-

Arshdeep Singh and Yuzvendra Chahal | WI vs IND | Image: Getty Images
Arshdeep Singh and Yuzvendra Chahal | WI vs IND | Image: Getty Images

দ্বিতীয় টি-২০ ম্যাচে গায়ানার মাঠে ভারতকে লড়াইতে ফিরিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। একই ওভারে ফিরিয়েছিলেন জেসন হোল্ডার এবং শিমরন হেটমায়ারকে। ম্যাচে তুলে নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু তা সত্ত্বেও শেষের ওভারগুলোয় চাহালের উপর আস্থা দেখান নি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বরং বল তুলে দেন মুকেশ কুমার এবং আর্শদীপ সিং-এর হাতে। হারতে হয় ভারতকে। অধিনায়কের উপেক্ষায় তাঁর আত্মবিশ্বাস যে একদম তলানিতে ঠেকেছে তা বোঝা গেলো গতকাল তৃতীয় টি-২০তে। গায়ানার চেনা মাঠে বল হাতে বিশেষ সুবিধা করতে পারলেন না তিনি। উইকেটের ঝুলি রয়ে গেলো শূন্য।

রান আটকানোর জন্য চাহালের হাতে শুরুতেই বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু মঙ্গলবার ব্যর্থ হলেন তিনি। দ্বিতীয় ম্যাচে তাঁর নির্ধারিত চার ওভার শেষ করান নি হার্দিক। কিন্তু তৃতীয় খেলায় পুরো চার ওভার হাত ঘুরিয়েও উইন্ডিজ ব্যাটারদের চাপে ফেলতে পারেন নি তিনি। বরং খরচ করেছেন ৩৩ রান। এই মুহূর্তে টি-২০ ফর্ম্যাটে ভারতের জার্সিতে সর্বোচ্চ উইকেটশিকারী চাহাল। একটা সময় ঘূর্ণির জালে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন দলকে। কিন্তু সেই ধারাবাহিকতা বেশ কিছুদিন ধরেই উধাও তাঁর পারফর্ম্যান্সে।

ধারাবাহিকতার অভাব চাহালের বোলিং-এ-

Yuzvendra Chahal | Image: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

২০২২ সালের টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচেও সুযোগ পান নি তিনি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট খেলিয়েছিলো অভিজ্ঞ রবিচন্দ্রণ অশ্বিনকে। এরপর থেকেই চাহালের ক্রিকেটে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট হয়েছে। তাঁর উইকেট নেওয়ার সহজাত দক্ষতাও যেন হয়েছে খানিক ফিকে। মাঝেমধ্যে চেনা চাহালের কিছু ঝলক দেখা গেলেও অধিকাংশ সময়েও যেন ম্রিয়মান থাকতে দেখা গিয়েছে তাঁকে। ছবিটা বদলায় নি ২০২৩ সালেও। গত ৮টি টি-২০ ম্যাচে মাত্র ৮টি উইকেট পেয়েছেন তিনি। এর মধ্যে তিনটি ম্যাচে কোনো উইকেট জমা পড়ে নি তাঁর পরিসংখ্যানের খাতায়।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজের প্রথম দুই টি-২০ ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে ‘মেন ইন ব্লু’। বাকি রয়েছে আর দুই ম্যাচ। সিরিজ জিততে গেলে যা ‘মাস্ট উইন’ টিম ইন্ডিয়া কাছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে চাহালের থেকে সাফল্য আশা করবে ভারতীয় দল। সিরিজের বাকি দুই ম্যাচেও যদি তাঁর ব্যর্থতা জারি থাকে তাহলে আগামীতে দল থেকে বাদও পড়তে পারেন তিনি। সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে তৈরি রয়েছেন রবি বিষ্ণোই। চাহালের পরিবর্ত হিসেবে কুলদীপ যাদবের সাথে জুটি গড়বেন তিনিই।

Also Read: এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তান দল, এই দুর্দান্ত ম্যাচ উইনারকে দলে সামিল করলেন বাবর আজমরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *