WI vs IND: জুলাইয়ের ১২ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। প্রথমে ডোমিনিকা এবং ত্রিনিদাদে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। এরপর রয়েছে তিনটি একদিনের ম্যাচ এবং সবশেষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঁচ টি-২০ ম্যাচের সিরিজ খেলবে দুই দল। ইতিমধ্যেই বিরাট কোহলি, রোহিত শর্মার পৌঁছে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। শুরু হয়েছে টেস্ট সিরিজের প্রস্তুতি। ২০২১-২৩ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলের শেষটা হার দিয়ে হয়েছিলো ভারতীয় দলের। ২০২৩-২৫ সাইকেলের সূচনাটা জয় দিয়ে করতে মরিয়া রোহিত শর্মার (Rohit Sharma) দল। দিনকয়েক আগে যে টেস্ট দল ঘোষণা করেছিলো বিসিসিআই, তাতে জায়গা হয় নি চেতেশ্বর পূজারা, উমেশ যাদবদের মত সিনিয়র ক্রিকেটারদের। বদলে জায়গা পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashavi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), মুকেশ কুমারদের (Mukesh Kumar) মত নতুন মুখেরা।
একদিনের ক্রিকেটেও রদবদলের ইঙ্গিত ছিলো দলে। মহম্মদ শামিকে (Mohammed Shami) দুই ফর্ম্যাট থেকেই বিশ্রাম দেওয়া হয়েছিলো। যশস্বী, মুকেশ কুমারের মত ক্রিকেটারকে রাখা হয়েছে একদিনের সিরিজের দলেও। প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতীয় বোলিং বিভাগে মহম্মদ সিরাজের সঙ্গী হতে চলেছেন জয়দেব উনাদকাট, উমরান মালিকেরা (Umran Malik)। ‘নিউ লুক’ টিম ইন্ডিয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কেমন পারফর্ম করে তা নিয়ে শুরু হয়েছিলো জল্পনা। টেস্ট এবং একদিনের সিরিজের জন্য দল ঘোষণা হলেও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা বাকি রেখেছিলো বিসিসিআই। অবশেষে বুধবার অর্থাৎ ৫ জুলাই রাতের দিকে সামনে আনা হলো কুড়ি-বিশের সিরিজের দল। প্রত্যাশামতই বাইরে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। নেতৃত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। রবি বিষ্ণোই, তিলক বর্মাদের মত তরুণদের ভাগ্যে জুটেছে সুযোগ।
Read More: ভারতের হয়ে মাঠে ফেরা হয় নি, এবার জিম্বাবুয়েতে ক্রিকেট খেলবেন স্পট-ফিক্সিং-এ অভিযুক্ত শান্তাকুমারন শ্রীশন্থ !!
তারুণ্যে ঠাসা দল নিয়ে মাঠে নামবে ভারত-.
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছিলো ভারতীয় দল। কুড়ি-বিশের বিশ্বকাপের খেতাব জয়ের লক্ষ্যে এরপরেই স্ট্র্যাটেজিতে বদল এনেছে বিসিসিআই। সিনিয়র ক্রিকেটারদের বাইরে রেখে নতুন মুখেদের টি-২০’র দুনিয়ায় এগিয়ে দিচ্ছেন জয় শাহ (Jay Shah), রজার বিনিরা (Roger Binny)। এর আগে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষেও একই স্ট্র্যাটেজি দেখা গিয়েছিলো। উইন্ডিজের বিরুদ্ধেও সেই একই পন্থা নিলো বোর্ড। গতকাল ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে বিসিসিআই-এর তরফে তাতেও দেখা গেলো তারুণ্যের জয়গান। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বাইরে রেখেই দল ঘোষণা করেছে বোর্ড। নেতা হিসেবে আরও একবার মাঠে নামতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
উইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দলে প্রত্যাবর্তন হয়েছে উইকেটরক্ষক সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং লেগস্পিনার রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi)। সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। শুভমান গিলের (Shubman Gill) সাথে ওপেনিং-এ ঈশান কিষণ (Ishan Kishan) খেলবেন নাকি যশস্বী, সেই নিয়ে রয়েছে প্রশ্ন। এছাড়া আইপিএলে অনবদ্য খেলা তিলক বর্মাকে (Tilka Varma) দেখা যাবে ভারতীয় জার্সিতে।
বাংলার মুকেশ কুমার টেস্ট এবং একদিনের সিরিজের পাশাপাশি ডাক পেলেন টি-২০তেও। এর আগে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টি-২০ দলে ছিলেন তিনি। কিন্তু মাঠে নামার সু্যোগ পান নি। তবে এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিনিয়র দলের হয়ে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দলের সহ-অধিনায়কও তিনি। বোলিং বিভাগে উমরান মালিক, আর্শদীপ সিং-দের সাথে জায়গা পেয়েছেন আবেশ খান। বিষ্ণোইয়ের সাথে স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে রাখা হয়েছে যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকে।
তিলক বর্মা বা যশস্বী জয়সওয়ালদের মত তরুণরা সুযোগ পেলেও আইপিএলে দর্শকদের মন জয় করা রিঙ্কু সিং (Rinku Singh) দলে সুযোগ না পাওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রায় ৬০ ব্যাটিং গড়-সহ ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের বাঁ-হাতি ব্যাটারের স্ট্রাইক রেটও ছিলো ১৫০’র আশেপাশে। সম্প্রতি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল রিঙ্কুকে। অনেকেই মনে করেছিলেন উইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দলে জায়গা পাবেন আলিগড়ের ব্যাটার। কিন্তু সেই আশা পূরণ হলো না তাঁর। রিঙ্কু ছাড়াও আইপিএলে ৫৯০ রান করা ঋতুরাজ গায়কোয়াড়কেও টি-২০তে জায়গা দেয় নি বিসিসিআই।
WI vs IND টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল-
শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষণ (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, মুকেশ কুমার, আবেশ খান।
WI vs IND টি-২০ সূচী-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম টি-২০ ম্যাচ | ০৩/০৮/২০২৩ | ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি |
দ্বিতীয় টি-২০ ম্যাচ | ০৬/০৮/২০২৩ | ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা |
তৃতীয় টি-২০ ম্যাচ | ০৮/০৮/২০২৩ | ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা |
চতুর্থ টি-২০ ম্যাচ | ১২/০৮/২০২৩ | ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ফ্লোরিডা |
পঞ্চম টি-২০ ম্যাচ | ১৩/০৮/২০২৩ | ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, ফ্লোরিডা |