WI vs IND: টেস্ট ও একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টি-২০’র ময়দানেও ‘ফেভারিট’ হিসেবেই মাঠে নেমেছিলো ভারতীয় দল। কিন্তু শুরুতেই বেকায়দায় পড়তে হয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। পরপর দুই ম্যাচে জিতে সিরিজে অনেকখানি এগিয়ে গিয়েছিলো ক্যারিবিয়ানরা। প্রায় ৭ বছর পর কোনো দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারানোর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিলো রোভম্যান পাওয়েলের দল। কিন্তু পরের দুই ম্যাচে দুরন্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন তরুণ দল গায়ানা এবং ফ্লোরিডার মাঠে পরপর দুই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় তারা। ২-২ ভারসাম্যে থাকা সিরিজের শেষ ম্যাচ তাই হয়ে উঠেছে ব্যাপক গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে টানা পঞ্চম সিরিজ জিতবেন হার্দিক? নাকি শেষমেশ সিরিজ জিতবে উইন্ডিজই? প্রশ্নের উত্তর মিলবে আজ।
Read More: WI vs IND: ব্যাট হাতে ফের ব্যর্থ সঞ্জু স্যামসন, সহজ ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভিলিয়নে !! দেখুন ভিডিও
ফ্লোরিডার ফোর্ট লডারহিলে আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন হার্দিক। শুরুতেই অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারান দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। এর মধ্যে শুভমানের আউটের সিদ্ধান্ত নিয়ে রইলো বিতর্ক। আদৌ আউট ছিলেন না তিনি। ডিআরএস না নেওয়ার কারণে নেটমাধ্যমের রোষের মুখে পড়তে হলো ভারতীয় ওপেনারকে। ৫ এবং ৯ রান করে দুই ওপেনার ফেরার পর তিলক বর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভর দিয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। রস্টন চেজের এক অবিশ্বাস্য ক্যাচে ২৭ রান করে ফিরলেন তিলক। কিন্তু আজও বোঝালেন আগামীতে তারকা হওয়ার যাবতীয় রসদ রয়েছে তাঁর খেলায়।
হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন-রানের মুখ দেখেন নি কেউই। তৃতীয় টি-২০তে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পর আজও ঝড় উঠলো সূর্যকুমার যাদবের ব্যাটে। ভারতের টলমল নৌকা একা হাতেই অনেকখন সামলালেন তিনি। সিরিজের দ্বিতীয় অর্ধশতক করেন সূর্য। জেসন হোল্ডারের বলে অবশ্য শেষমেশ আউট হন ৬১ রান করে। সূর্যকুমার ফিরতেই ভারতের ইনিংস ভাঙলো তাসের ঘরের মত। আর্শদীপ সিং-কে আট নম্বরে ব্যাটিং করিয়ে ফাটকা খেলতে চেয়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু একটি ছক্কা ছাড়া কিছু দেখা যায় নি তাঁর থেকে। ১৯তম ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পরপর দুই উইকেট নিয়ে ভারতের বড় রানের স্বপ্ন ভেঙে দেন রোমারিও শেপার্ড। চার উইকেট নিলেন তিনি।
বৃষ্টিবিঘ্নিত শেষ ওভারে ‘মেন ইন ব্লু’ যোগ করতে পারলো ১৬ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের রান ১৬৫/৯। ফোর্ট লডারহিলের পিচে এই রান আদৌ যথেষ্ট কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। এর আগের দিনই ১৭৮ তুলেছিলো উইন্ডিজ। কিন্তু মাত্র ১৭ ওভারে সেই রান তুলে জিতে নিয়েছিলো ভারত। আজকের ম্যাচে তাই স্কোরবোর্ড দেখে ক্ষোভ জানাতে ভোলেন নি নেটনাগরিকেরা। ‘তীরে এসে সেই তরী ডুবতে চলেছে’ বলছেন নেটনাগরিকেরা। ‘মিডল অর্ডারের সমস্যা যে কবে মিটবে’ আক্ষেপের সুরে জানিয়েছেন সমর্থকেরা। অনেকেই নিশানা করেছেন সঞ্জু স্যামসন এবং হার্দিক পান্ডিয়াকে। তাঁদের ইনিংসকে দায়িত্বজ্ঞানহীন বলতেও ছাড়ছেন না তাঁরা।
দেখে নিন ট্যুইটচিত্র-
Hardik Pandya in his last 10 t20i innings:
29(27)
12(12)
4(4)
21(20)
15(20)
30(17)
19(19)
24(18)
20(15)
14(18)This Chhapri doesn’t even deserve to be in team. #Chapri #HardikPandya #WIvsIND
— HitMan (@Sachin__i) August 13, 2023
When team wants him to score boundaries he will take single double, when nation wants him to score just a single he will hit a boundary🫤#WIvsIND #HardikPandya
— Lalit (@lalit97272) August 13, 2023
Out of all the captains that led the Indian cricket team in the last two decades, #HardikPandya must be the weakest. #INDvsWI #WIvsIND
— Witty Wombat (@WittyWombat100) August 13, 2023
Looking at the SR at which Hardik batted, I guess he is all set for the ODI WC.#WIvsIND
— Raunak Pradhan (@raunak_26_11) August 13, 2023
Shit show by #TeamIndia again. No use of such riches and talent if there’s no consistency. The most invincible and consistent team ever in the history of cricket will always be Clive Lloyd’s and Steve Waugh & Ponting’s team. #WIvsIND
— Gaurav R. Pradhan (@gauravprad) August 13, 2023
Why the fuck would you bat first when you have been winning games back to back chasing.#WIvsIND
If India loses today it means the last two games were #Scripted— Mandy Sidhu (@MandySi09292251) August 13, 2023