WI vs IND: একটা সময় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ফলে পিছিয়ে পড়ার পর টি-২০ সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারতীয় দল। গায়ানা এবং ফ্লোরিডার ফোর্ট লডারহিলের মাঠে টানা দুই ম্যাচ জিতে সমতা ফিরিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। বিশেষ করে চতুর্থ ম্যাচে যেভাবে রান তাড়া করতে নেমে উইন্ডিজ বোলারদের শাসন করতে দেখা গিয়েছে দুই তরুণ মুখ শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালকে, তা নিশ্চিন্ত করেছিলো ভারতীয় সমর্থকদের। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম দল হিসেবে আজ কোনো সিরিজে ২-০ পিছিয়ে থাকার পরও সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে। অধিনায়ক হিসেবে টানা পঞ্চম সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াও।
আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে ভারত। গত দুই ম্যাচের মত আজও টিম ইন্ডিয়ার একাদশে সুযোগ হয় নি ঈশান কিষণের। বদলে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের উপরেই ভরসা করেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। ওপেনিং-এ নেমে গত ম্যাচে ১৬৫ রানের জুটি গড়েছিলেন দুজনে। অফ ফর্ম কাটিয়ে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন শুভমান। আর টি-২০ কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথমবার অর্ধশতকের গণ্ডী পেরিয়েছিলেন যশস্বী। তিনি অপরাজিত ছিলেন ৮৪ রানে। তবে আজকের ম্যাচে সেই ছন্দ ধরে রাখতে পারলেন না মুম্বইয়ের বছর একুশের তরুণ।
আকেল হোসেনের হাতে দিনের প্রথম ওভার তুলে দেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। শুরু থেকেই ক্রিজে বেশ ছটফটে লাগছিলো যশস্বীকে। প্রথম বলেই উইকেট থেকে সরে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন । বল ফস্কানোয় প্যাডে লাগে। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন নি আম্পায়ার। দ্বিতীয় বলে রিভার্স স্যুইপ মেরে বলকে পাঠান বাউন্ডারির ঠিকানায়। কিন্তু আজ দীর্ঘস্থায়ী হলো না যশস্বীর ইনিংস। প্রথম ওভারের পঞ্চম বলে ব্যাকফুটে গিয়ে শট মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু সোজাসুজি মেরে বসেন বোলারের দিকেই। বোলিং-এর ফলো থ্রু’তেই ক্যাচ তালুবন্দী করেন আকেল হোসেন। ৪ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন তিনি।