WI vs IND: মহম্মদ সিরাজের গতিতে ধরাশায়ী উইন্ডিজ, চতুর্থ দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত !! 1

WI vs IND: ত্রিনিদাদের ক্যুইন্স পার্ক ওভালে তৃতীয় দিনে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। খেলা যখন শেষ হয় তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে ৫ উইকেটের বিনিময়ে ছিলো ২২৯ রান। চতুর্থ দিনের সকালেও বৃষ্টি নামলো ঠিকই। তবে তার আগে ঝড় হয়ে দেখা দিলে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। যত দিন যাচ্ছে বল হাতে তিন ফর্ম্যাটেই দেশ তথা বিশ্বের অন্যতম সেরা হয়ে উঠছেন হায়দ্রাবাদের ডান হাতি পেসার। আজ ফের নিজের দক্ষতার স্বাক্ষর বাইশ গজে রাখলেন তিনি। মূলত সিরাজের জন্যই সকালে মাত্র ২৬ রানের মধ্যে ৫ উইকেট খোয়ালো ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেনের পর ত্রিনিদাদে ফের এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন সিরাজ। পরিসংখ্যান বলছে পোর্ট অফ স্পেনে ২৩.৪ ওভার বল করে ৬০ রানের বিনিময়ে ৫ উইকেট জমা হয়েছে তাঁর ঝুলিতে।

গতকাল তৃতীয় সেশনে দারুণ লড়াই করেছিলেন অ্যালিক অ্যাথানাজে (Alick Athanaze)। সবেমাত্র দ্বিতীয় টেস্ট খেললেও বেশ পরিণত লেগেছিলো এই তরুণ বামহাতি ব্যাটারকে। আজ অবশ্য কোন রান যোগ করার আগেই তাঁকে সাজঘরের পথে পাঠান মুকেশ কুমার (Mukesh Kumar)। টেস্ট কেরিয়ারের দ্বিতীয় উইকেট পেলেন তিনি। ৩৭ রানে এলবিডব্লু হন অ্যাথানাজে। বাকি কাজটা সেরে ফেলেন একা সিরাজই। জেসন হোল্ডার আউট হন ১৫ রান করে। এরপর হায়দ্রাবাদি পেসারের শিকার হন আলঝারি জোসেফ (Alzharri Joseph), কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল। ৭ রান করে অপরাজিত ছিলেন স্পিনার জোমেল ওয়ারিকান। সকালে মাত্র ৭ ওভার ৪ বলের মধ্যে ৫ উইকেট হারায় স্বাগতিক দেশ। তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধের পর মনে হয়েছিলো ড্রয়ের দিকে এগোতে পারে ম্যাচ। সিরাজের আগুনে স্পেল ফের চালকের আসনে বসায় ভারতকে।

Read More: WI vs IND: পোর্ট অফ স্পেনের পিচকে নিয়ে চরম মস্করা ওয়াসিম জাফরের, করলেন নিয়ে হাস্যকর খোলসা !!

ঝোড়ো ব্যাটিং-এ বাজবল মনে করালো ভারত-

Ishan Kishan | WI vs IND | Image: Getty Images
Ishan Kishan | WI vs IND | Image: Getty Images

টেস্ট ফর্ম্যাটে দ্রুত রান তোলার যে স্ট্র্যাটেজি ইংল্যান্ড সাম্প্রতিক কালে নিয়েছে তা নিয়ে বেশ মাতামাতি চলছে ক্রিকেটদুনিয়ায়। তাদের কোচ ব্রেন্ডন ম্যাকালামের ডাকনামের সাথে সঙ্গতি রেখে এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘বাজবল।’ আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের খেলাতেও দেখা গেলো বাজবলের ছোঁয়া। এমনিতেই ১৮৩ রানের লিড সঙ্গী করেই ব্যাট করতে নেমেছিলো টিম ইন্ডিয়া। এরপর টি-২০’র ঢঙে রান তোলায় মন দেন দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

অধিনায়ক রোহিত ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) টেস্ট সিরিজে রয়েছেন চমৎকার ছন্দে। ডোমিনিকায় করেছিলেন ১০৩ আর ত্রিনিদাদে দুই ইনিংসেই এলো ঝকঝকে অর্ধ-শতক। প্রথম ইনিংসে ৮০’র পর আজও ৪৪ বলে ৫৭ রান করেন তিনি। মিড উইকেটের উপর দিয়ে পিক-আপ শটে একটি চোখ ধাঁধানো ছক্কা মারেন তিনি। অস্ত্রাগার থেকে বের করেন পছন্দের পুল শটও।তাল মিলিয়ে এগোচ্ছিলেন যশস্বীও (Yashasvi Jaiswal)। উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনিও করেছিলেন ১৭১। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৭’র আজ তাঁর ব্যাট থেকে এলো ৩০ বলে ৩৮ রান। রোহিত ও যশস্বী যথাক্রমে শ্যানন গ্যাব্রিয়েল এবং জোমেল ওয়ারিকানের বলে আউট হন।

দিনের দ্বিতীয় সেশনেও বৃষ্টি থাবা বসায় ক্রিকেটে। দ্রুত রান তোলার লক্ষ্যে বিরাট কোহলির বদলে চার নম্বরে নামানো হয় ঈশান কিষণকে (Ishan Kishan)। বেশ সাবলীল ভঙ্গিতেই ব্যাট করলেন বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার। চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো তাঁর ব্যাটে। অনেকটা ঋষভ পন্থের ভঙ্গিতে এক হাতে ছক্কা মেরে টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতক করলেন তিনি। ঈশান মাইলস্টোন স্পর্শ করার সাথে সাথেই ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেন রোহিত। ভারত থামে ২৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮১ রানে। ঈশানের সাথে ২৯ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল (Shubman Gill)।

শেষলগ্নে অশ্বিনাতঙ্কে কাঁপলো উইন্ডিজ-

Mohammed Siraj | WI vs IND | Image: Getty Images
Mohammed Siraj | WI vs IND | Image: Getty Images

ধীরে ধীরে সমাপ্তির দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) টেস্ট সিরিজ। ১৮৩ রানের লিডের সাথে আরও ১৮১ রান যোগ করে ক্যারিবিয়ানদের ব্যাটিং-এর আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। স্বাগতিক দেশের সামনে লক্ষ্য ৩৬৫। চতুর্থ ইনিংসে তা হাসিল করা বেশ কঠিন হবে তা জানেন ক্রেগ ব্রেথওয়েটরা। ব্যাট করতে নেমে অধিনায়ক ব্রেথওয়েট (Kraigg Braithwaite) এবং তাঁর ওপেনিং পার্টনার তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul) শুরুতে বেশ গুটিয়েই রইলেন। জয় নয়, ড্রয়ের লক্ষ্যেই যে খেলছে ‘মেন ইন মেরুন’ তা স্পষ্ট হয়ে গিয়েছিলো তাঁদের খেলার ধরণ থেকেই।

প্রথম ইনিংসে গতির ঝড় তোলা সিরাজ থেকে মুকেশ-উনাদকাট, এমনকি রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja) ব্যবহার করে দেখেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু উইন্ডিজ ওপেনারদের রক্ষণে চিড় ধরাতে পারেন নি।জয়ের লক্ষ্যে অগ্রসর হতে শেষমেশ অভিজ্ঞ অশ্বিনের (Ravichandran Ashwin) হাতেই ডিউক বল তুলে দেন রোহিত। ত্রিনিদাদে প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট পেলেও ডোমিনিকায় দুই ইনিংসেই প্রতিপক্ষকে নাজেহাল করেছিলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার। আজও তাদের ত্রাস হয়ে হাজির হলেন তিনি।

প্রথমে ফেরালেন ক্রেগ ব্রেথওয়েটকে (Kraigg Braithwaite)। এই নিয়ে সিরিজে চার ইনিংসে চারবারই অশ্বিনের শিকার হলেন তিনি। ৫২ বলে ২৮ রান করে জয়দেব উনাদকাটের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে আসা কার্ক ম্যাকেঞ্জিকে (Kirk McKenzie) ক্রিজে থিতু হতে দেন নি তিনি। ৪ বলে ০ করে নবাগত ব্যাটার ফিরলেন সাজঘরে। ঘাতক সেই অশ্বিনই। তাঁর বল উইকেটের ঠিক সামনে খুঁজে নিলো ম্যাকেঞ্জির প্যাড। চতুর্থ দিনে আর কোনো উইকেট আপাতত পড়ে নি। স্কোরবোর্ডে বর্তমানে ৭৬/২। শেষ দিনে ভারতের চাই আট উইকেট, উইন্ডিজের প্রয়োজন ২৮৯ রান। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের দিকে ভারত যে এক পা এগিয়ে রয়েছে তা বলাই যায়।

Also Read: WI vs IND: সিরাজের গতির সামনে কুপোকাত উইন্ডিজ, পাঁচ উইকেট নিয়ে গড়লেন রেকর্ড !! দেখুন ভিডিও

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *