WI vs IND: ত্রিনিদাদের ক্যুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে কর্তৃত্ব করেছিলো টিম ইন্ডিয়া। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। ডোমিনিকায় ভারতের ওপেনিং জুটি যেখানে শেষ করেছিলো, ত্রিনিদাদে শুরুটা যেন সেখান থেকেই করেছিলেন রোহিত (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল। দুজনেই অর্ধশতক করেন গতকাল।
মধ্যাহ্নভোজের বিরতির পর যশস্বী আউট হন ৫৭ রান করে। অন্যদিকে শুভমান গিল ১০ রান করে আউট হওয়ার পর ফিরে গিয়েছিলেন অধিনায়ক রোহিতও। ডোমিনিকার শতরানের পর ত্রিনিদাদেও তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করার সুযোগ ছিলো তাঁর সামনে। কিন্তু তা হারালেন তিনি। ৮০ রানের মাথায় গতকাল জোমেল ওয়ারিকানের শিকার হন তিনি। এরপরে সহ-অধিনায়ক রাহানেও (Ajinkya Rahane) উইকেটে টেকেন নি বেশীক্ষণ। শ্যানন গ্যাব্রিয়েলের বলে আউট হন তিনি।আচমকাই চাপে পড়ে যাওয়া টিম ইন্ডিয়াকে গতকাল বিপদ থেকে উদ্ধার করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দ্বিতীয় ও তৃতীয় সেশনে দৃঢ়তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করেন দু’জনে।
নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা কোহলিকে ব্যাট হাতে বেশ আত্মবিশ্বাসী লেগেছিলো গতকাল। কোনো সুযোগ তিনি দেন নি প্রতিপক্ষকে। প্রথম টেস্টে ৭৬ রান করে আউট হয়েছিলেন তিনি। দ্বিতোয় টেস্টে শতকের চৌহদ্দি পেরোনোর সংকল্প নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিলো ৬ উইকেটে ২৮৮। বিরাট অপরাজিত ছিলেন ৮৭ রানে, জাদেজার (Ravindra Jadeja) সংগ্রহে ছিলো ৩৬*। সেখান থেকে আজকের সকালে ভারতের ইনিংসকে টানলেন এই দুজনই। পরে অশ্বিনের (Ravichandran Ashwin) অনবদ্য অর্ধ-শতকের সৌজন্যে স্কোরবোর্ডে বড় রান যোগ করে টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে লড়ছে উইন্ডিজও।
Read More: WI vs IND: ত্রিনিদাদের বাইশ গজে ‘কিং কোহলি’ ঝড়, শতকের ঔজ্জ্বল্যে আলোকিত ৫০০তম ম্যাচ !!
ত্রিনিদাদের মাঠ আজ কেবল কোহলিময়-
কেরিয়ারের ২৯তম টেস্ট শতরান থেকে মাত্র ১৩ রান দূরে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আজ সকালে সেই দূরত্বটুকু অতিক্রম করতে বেশী সময় নিলেন না তিনি। পয়েন্ট অঞ্চল দিয়ে এক রাজকীয় বাউন্ডারি মেরেই শতক পূর্ণ করেন তিনি। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে একাধিক রেকর্ড সঙ্গী হলো তাঁর। বীরেন্দ্র শেহবাগকে পিছনে ফেলে পঞ্চম সফলতম টেস্ট ব্যাটার হলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের নিরিখে জ্যাক ক্যালিসকে পিছনে ফেলে উঠে এলেন পঞ্চম স্থানে। এছাড়াও ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকরকেও (Sachin Tendulkar) পিছনে ফেললেন ‘কিং কোহলি।’
৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় শচীনের ঝুলিতে ছিলো ৭৫ শতরান। আজকের পর কোহলির ঝুলিতে যুক্ত হয়েছে ৭৬টি তিন অঙ্কের ইনিংস। ক্রিজে বেশ জমাট দেখাচ্ছিলো তাঁকে, কিন্তু ঝুঁকিপূর্ণ একটি রান নিতে গিয়ে রান-আউট হয়ে ফেরেন ১২১ রান করে।গতকাল ৩৬ করে ক্রিজে থাকা জাদেজা (Ravindra Jadeja) আজ যোগ্য সঙ্গত করলেন কোহলির। নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখে অর্ধ-শতক করলেন তিনিও। বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডারের ব্যাট থেকে এলো ৬১ রান।
ঈশান কিষণ (Ishan Kishan) শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন। মাত্র ৬ বলে করে ফেলেছিলেন ১২ রান। এরপর জাদেজা আউট হওয়ায় খানিক মন্থর হয়ে পড়েন তিনি। নিজের দ্বিতীয় টেস্টে বড় রান অবশ্য এলো না তরুণ উইকেটরক্ষকের ব্যাটে। ৩৭ বলে ২৫ রান করে জেসন হোল্ডারের শিকার হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের মুখ দেখলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। এর আগে ‘মেন ইন মেরুনের’ বিপক্ষে চারটি শতরান করেছেন তিনি। আজও ঝকঝকে অর্ধশতরান করেন তিনি। ৫৬ রানের ইনিংস খেলে কেমার রোচের বলে অশ্বিন বোল্ড হওয়ায় ৪৩৮ রানের মাথায় যবনিকা পড়ে ভারতের ইনিংসের।
দ্বিতীয় দিনে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ-
ডোমিনিকায় প্রথম টেস্টে ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলো ওয়েস্ট ইন্ডিজ (WI vs IND)। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে তাসের ঘরের মত ভেঙে পড়েছিলো তারা। প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিলো ১৫০ রানে। দ্বিতীয় ইনিংসে হাল আরও খারাপ হয়েছিলো তাদের। নিজেদের ঘরের মাঠে ১৩০ রানের মধ্যেই অল-আউট হয়ে গিয়েছিলো তারা। প্রথম ইনিংসে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট পেয়েছিলেন জাদেজাও। সেই ব্যাটিং বিপর্যয় থেকে অনেকটাই ত্রিনিদাদে বেরিয়ে আসতে পারলো ওয়েস্ট ইন্ডিজ। ভারতের তোলা ৪৩৮-এর জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা বোঝালো সহজে হাল ছাড়ছে না তারা।
উইন্ডিজ অধিনায়ক ব্রেথওয়েট (Kraigg Braithwaite) এবং শিবনারায়ণ চন্দ্রপলের পুত্র তেজনারায়ণ আগের টেস্টেও শুরুটা সাবধানী ভঙ্গিতে করেছিলেন। তারপর অশ্বিনকে আক্রমণে এনে বাজিমাত করেছিলেন রোহিত। আজকেও স্পিনের জালে প্রতিপক্ষকে ফাঁসানোর প্রয়াস করলো ভারত। কিন্তু সাফল্য আসতে বেশ সময় লাগলো। ৭১ রানের ওপেনিং জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দিনের একদম শেষলগ্নে জাদেজার ঘূর্ণিতে পরাস্ত হন তেজনারায়ণ (Tagenarine Chanderpaul)। ৯৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এখনও অবধি একটিই উইকেট হারিয়েছে তারা। দিনের শেষে ৪১ ওভারে ১ বিনিময়ে ৮৬ রান তুলেছে উইন্ডিজ। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ক্রিজে রয়েছেন ৩৭ রান করে। অপর প্রান্তে রয়েছেন অভিষেককারী কার্ক ম্যাকেঞ্জি। তাঁর সংগ্রহে আপাতত ১৪ রান।