WI vs IND

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে ৪ রানে হেরে বেকায়দায় পড়তে হয়েছিলো ভারতকে। আজ গায়ানার মাঠে সমতায় ফিরতে হলে জিততেই হয়ত টিম ইন্ডিয়াকে। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারলো না হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। হার্দিক জানিয়েছিলেন স্কোরবোর্ডে যথাসম্ভব রান তুলতে চান তাঁরা, কিন্তু নিয়মিত উইকেট হারানোয় সেই লক্ষ্য আর পূরণ হয় নি ‘মেন ইন ব্লু’র। তরুণ তিলক বর্মার ৫১ রানের ইনিংসের সুবাদে ১৫২ রানে পৌঁছায় তারা।

জবাবে ব্যাট করতে নামা উইন্ডিজকে প্রথমেই ধাক্কা দিয়েছিলেন হার্দিক নিজে। দুটি উইকেট তুলে নেন তিনি। কিন্তু নিকোলাস পুরান এবং কাইল মেয়ার্সের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিলো স্বাগতিক দেশ। ম্যাচের অধিকাংশ সময় পিছিয়ে থাকা সত্ত্বেও যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে আচমকাই চালকের আসনে বসেছিলো ভারত। কিন্তু চাপ ধরে রাখতে পারলো না তারা। ডেথ বোলিং সমস্যা আজও ভোগালো ভারতকে। ফের একবার শেষের ওভারে রান খরচ করে বসেন আর্শদীপ সিং। আগের ম্যাচে ডেথে ভালো করলেও আজ রান রুখতে ব্যর্থ মুকেশ কুমার। শেষ অবধি জয়ের কাছাকাছি এসেও আলঝারি জোসেফ এবং আকেল হোসেনের ব্যাটে হারতে হলো টিম ইন্ডিয়াকে। ২-০ ফলে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ। ফের একবার কপাল পুড়লো ভারতের।

Read More: WI vs IND: “এর থেকে না খেলাই ভালো…” দ্বিতীয় ম্যাচেও ভারতের ব্যাটিং ব্যর্থতা ক্ষোভের আগুন জ্বালালো সোশ্যাল মিডিয়ায় !!

ব্যাটিং সমস্যায় আজও ভুগতে হলো ভারতকে-

Tilak Varma | WI vs IND | Image: Getty Images
Tilak Varma | Image: Getty Images

প্রথম টি-২০ ম্যাচে ব্যাট হাতে রানের মুখ দেখে নি ভারত। ওপেনিং থেকে মিডল অর্ডার- ব্যর্থতার ছবিটা স্পষ্ট হয়েছিলো গোটা ম্যাচ জুড়ে। আজকেও টিম ইন্ডিয়ার ব্যাটিং চিন্তা বাড়াবে কোচ রাহুল দ্রাবিড়ের। লাগাতার খারাপ পারফর্ম্যান্সের পরেও আরও একবার ঈশান কিষণকে ওপেনার হিসেবে সুযোগ দিয়েছিলো ভারত। সাথে নেমেছিলেন শুভমান গিল। কিন্তু আজও বড় ওপেনিং জুটি গড়তে ব্যর্থ দুজনে। দ্বিতীয় ওভারে আলঝারি জোসেফের বলে বড় শট মারতে গিয়ে শিমরন হেটমায়ারের হাতে ধরা পড়েন শুভমান। করেন ৭ রান। তিন নম্বরে নেমে সূর্যকুমার যাদবের ইনিংস শেষ হলো ১ রানের মাথায়। কাইল মেয়ার্সের থ্রো-তে রান-আউট হন তিনি। লম্বা ইনিংস দেখা গেলো না ঈশান কিষণের ব্যাটেও। ২৭ রান করে রোমারিও শেপার্ডের শিকার হলেন তিনি।

অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে আরও একবার জ্বলে উঠলেন তিলক বর্মা। আগের দিনও ঝোড়ো ৩৯ রান করে জাত চিনিয়েছিলেন। আজ নিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসেবে অর্ধশতকের মাইলস্টোন পেরোলেন তিনি। ৫১ রানের ইনিংস খেলেন তিনি। ছয়ে ব্যাট করতে নেমে ব্যর্থ সঞ্জু স্যামসন। ৭ রান করে আউট হন তিনি। ইনিংসের শেষের দিকে স্কোরবোর্ডে রান বাড়ানোর প্রয়াস করেছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বেশ কয়েকটি বড় শট মারতেও দেখা যায় তাঁকে। তবে আলঝারি জোসেফের ইয়র্কারে ২৪ রানের মাথায় বোল্ড হন তিনি। অক্ষরের ১৪, রবি বিষ্ণোইয়ের ৮* এবং আর্শদীপের ৬* রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় ১৫২ রানে।

হার্দিকের ভুলেই ম্যাচ খোয়ালো ভারত-

Nicholas Pooran | WI vs IND | Image: Getty Images
Nicholas Pooran | WI vs IND | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) ম্যাচের ভাগ্য দুললো পেন্ডুলামের ন্যায়। ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বেকায়দায় পড়ে গিয়েছিলো উইন্ডিজ। নতুন বল হাতে পরপর ব্র্যান্ডন কিং এবং জনসন চার্লসকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান অধিনায়ক হার্দিক। পালটা আঘাতের প্রয়াস শুরু করেছিলেন কাইল মেয়ার্স এবং নিকোলাস পুরান। ৭ বলে ১৫ রান করে আর্শদীপের বলে মেয়ার্স ফিরলেও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান পুরান। দিনকয়েক আগেই মেজর লীগ ক্রিকেটের ফাইনালে ১৩৭* রান করে এম আই নিউইয়র্ককে জিতিয়েছেন পুরান, আজও সেই মেজাজেই পাওয়া গেলো তাঁকে। পুরানের দাপটে একটা সময় ম্যাচ থেকে হারিয়েই গিয়েছিলো ভারত।

রোভম্যান পাওয়েলের (২১) সাথে জুটি গড়ে খেলা ভারতের থেকে অনেকটাই দূরে নিয়ে গিয়েছিলেন পুরান। কিন্তু খেলা ঘুরলো ১৪তম ওভারের শেষ বলে। মুকেশ কুমারকে একটি ছক্কা হাঁকানোর পরের বলেই আবারও বড় শট মারতে গিয়েছিলেন তিনি। ধরা পড়েন সঞ্জু স্যামসনের হাতে। ৬৭ রানের ইনিংস খেলে তিনি ফিরতেই বদলে গেলো ম্যাচ। রোমারিও শেপার্ড আউট হন কোনো বল না খেলে শূন্য রান করে। রান-আউট হন তিনি। এরপর দেখা গেলো চাহালের ভেল্কি। একই ওভারে জেসন হোল্ডার (০) এবং শিমরন হেটমায়ারকে (২২) ফিরিয়ে ভারতকে আচমকাই চালকের আসনে বসিয়েছিলেন তিনি।

টিম ইন্ডিয়ার সিরিজে সমতা ফেরানো যখন সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে, তখনই মোক্ষম ভুল করে বসেন অধিনায়ক হার্দিক। ছন্দে থাকা চাহালকে বল না করিয়ে আক্রমণে আনেন দুই পেসার আর্শদীপ এবং মুকেশ কুমারকে। দুই পেসারকে খেলতে কোনো সমস্যা হয় নি আকেল হোসেন এবং আলঝারি জোসেফের। চার-ছক্কা দেখা যায় দুই টেল-এন্ডারের ব্যাটে। আকেল হোসেন অপরাজিত থাকেন ১৬ রান করে। আলঝারি করেন ১০*। এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্য স্পর্শ করে ফেলে তারা। আজ গায়ানায় ২ উইকেটে জিতে সিরিজে ২-০ এগিয়ে গেলেন রোভম্যান পাওয়েল, রোমারিও শেপার্ডরা।

Also Read: Asia Cup 2023: এশিয়া কাপের আগে চোট পেলেন এই তুখোড় খেলোয়াড়, ব্যাকফুটে টিম ইন্ডিয়া!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *