WI vs IND: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট ক্রিকেটে সহজেই জয় পেয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে জয় এলেও মাঝে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেতে হয়েছিলো দলকে। আর কুড়ি-বিশের ফর্ম্যাটে স্বাগতিক দলের বিরুদ্ধে রীতিমত বেকায়দায় টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ব্রিগেড। বিরাট কোহলি, রোহিত শর্মার মত সিনিয়ররা নেই। এক ঝাঁক নতুন মুখকে সঙ্গী করেই মাঠে নেমেছেন অধিনায়ক হার্দিক। এর আগে চারটি সিরিজ জিতেছে ভারত তাঁর নেতৃত্বে। কিন্তু দুইবারের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কঠিনতম পরীক্ষায় দিশাহারা লাগছে হার্দিক এবং তাঁর দলকে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে গত বৃহস্পতিবার প্রথম টি-২০ ম্যাচে হারতে হয়েছিলো ভারতকে। মাত্র ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঈশান কিষণ, সূর্যকুমার যাদবরা থেমেছিলেন ১৪৫ রানে। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় ভারত। একমাত্র তিলক বর্মার (Tilak Varma) ৫১, হার্দিক পান্ডিয়ার ২৪ এবং ঈশান কিষণের (Ishan Kishan) ২৭ ব্যতীত উল্লেখযোগ্য রান পান নি কেউই। কোনোক্রমে ২০ ওভারে ১৫২ অবধি পৌঁছেছিলো টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ২ উইকেট হারালেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।
নিকোলাস পুরান (Nicholas Pooran), রোভম্যান পাওয়েল এবং শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তাদের। পুরান করেন ৬৭ রান। অধিনায়ক রোভম্যান পাওয়েল (Rovman Powell) আগের দিনের ৪৮-এর পর আজ করলেন ২১। ২২ রান করেন হেটমায়ারও। শেষলগ্নে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) এই ওভারে তিন উইকেট খুইয়ে ওয়েস্ট ইন্ডিজ খানিক বেকায়দায় পড়লেও তাদের হয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন আলঝারি জোসেফ (Alzharri Joseph) ও আকেল হোসেন (Akeal Hossain)। এক ওভার বাকি থাকতেই সিরিজে ২-০ এগিয়ে গেলো ক্যারিবিয়ানরা। ম্যাচ হেরে হতাশা ব্যক্ত করতে বাধ্য হলেন হার্দিক পান্ডিয়া।
Read More: WI vs IND: রোমহর্ষক ম্যাচে নির্ণায়ক ভূমিকা নিলো হার্দিকের হিসেবের ভুল, ভারতকে হারিয়ে ২-০ এগিয়ে গেলো উইন্ডিজ !!
১৬০-১৭০ রান করতে হত আমাদের, বলছেন হার্দিক-
দলের প্রতি কোনো সময় বিশ্বাস হারাতে দেখা যায় না হার্দিক পান্ডিয়া। ব্যর্থতার সম্মুখীন হয়েও সতীর্থদের পাশে থাকারই চেষ্টা করেন তিনি। কিন্তু আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দ্বিতীয় হারের পর খানিক অচেনা হার্দিককে (Hardik Pandya) দেখা গেলো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে। সঞ্চালক স্যামুয়েল বদ্রীর প্রশ্নের জবাবে নিজেদের পারফর্ম্যান্সকেই তুলোধোনা করলেন তিনি। হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে প্রথমেই বলেন, “সত্যি বলতে আজকের ব্যাটিং পারফর্ম্যান্স মোটেও তৃপ্তি দেয় নি। আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম। এখানে ১৬০+ বা ১৭০ আদর্শ স্কোর হতে পারত।”
প্রতিপক্ষ দলের হয়ে দুরন্ত ক্রিকেট খেলতে দেখা গিয়েছে নিকোলাস পুরানকে (Nicholas Pooran)। তাঁর ৬৭ রানের ইনিংস সম্পর্কে ভারত অধিনায়কের প্রতিক্রিয়া, “যেভাবে ও (পুরান) খেলছিলো, স্পিনারদের ঘুরিয়ে ফিরিয়ে বল করানো বেশ কঠিন হয়ে পড়েছিলো। একসময় ওরা (উইন্ডিজ) ২/২ ছিলো, সেখান থেকে যেভাবে পুরান ব্যাট করলো, ও একাই ম্যাচের অভিমুখ নিজেদের দিকে ঘুরিয়ে নিলো।” নিজেদের দলের স্ট্র্যাটেজি ব্যাখ্যা করে ভারত অধিনায়ক জানান, “আমাদের দলের এখন যা কম্বিনেশন তাতে আমাদের উপরের ৭ ব্যাটারের উপরেই রানের জন্য নির্ভর করতে হবে আর আশা রাখতে হবে যে বোলাররা ম্যাচ জিতিয়ে দেবে।”
নিজেদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে ক্ষুব্ধ হার্দিক (Hardik Pandya)। সরাসরি জানান, “আমাদের সঠিক ভারসাম্য খুঁজে বার করতে হবে। আর ব্যাটারদের আরও বেশী দায়িত্ব নিতে হবে।” তরুণ তিলক বর্মার (Tilak Varma) অবশ্য প্রশংসাই করেন হার্দিক। বলেন, “বাঁ-হাতি ব্যাটার চার নম্বরে খেললে আমাদের ব্যাটিং অর্ডারে বৈচিত্র আসে। যেভাবে ও আজ খেললো মনেই হলো না মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলছে। আজকালকার ক্রিকেটারদের এটাই বৈশিষ্ঠ। ওরা প্রস্তুত হয়েই আন্তর্জাতিক আঙিনায় পা ফেলে।”