WI vs IND: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর বেশ কয়েকটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। লাল বলের ফর্ম্যাট থেকে ছেঁটে ফেলা হয়েছে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং উমেশ যাদবের (Umesh Yadav) মত দুই টেস্ট স্পেশ্যালিস্টকে। বিশ্রামে পাঠানো হয়েছে মহম্মদ শামিকেও (Mohammed Shami)। বদলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমারদের মত আনকোরা নতুন মুখেদের টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জের মুখোমুখি করার কথা ভেবেছিলো বোর্ড। সামনের দিকে এগোতে হলে নবীন ক্রিকেটারদের যে ধীরে ধীরে তিন ফর্ম্যাটেই সুযোগ করে দিতে হবে তা বুঝেছিলেন জয় শাহ, রজার বিনিরা। ২০২৩-২৫ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে তাই উইন্ডিজ থেকেই শুরু হচ্ছে পথচলা।
দুইবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ ২০২৩-সালে প্রথমবার একদিনের বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারে নি। জিম্বাবুয়ের মাঠ থেকে খালি হাতে ফিরতে হয়েছে জেসন হোল্ডারদের (Jason Holder)। সেই হতাশার ক্ষতে প্রলেপ লাগাতে ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ান ক্রিকেটাররা আজ তেড়েফুঁড়ে মাঠে নামবেন, এমনটাই ভেবেছিলেন ক্রিকেট অনুরাগীরা। তবে বাস্তবে আর ভাবনার মধ্যে তফাৎ রয়ে গেলো আজ ডোমিনিকাতে। খেলা যত এগোলো দুই দলের মধ্যে দক্ষতার তারতম্য বড় দৃষ্টিকটু ভাবে প্রকাশ হয়ে পড়লো। ভিভিয়ান রিচার্ডস, গ্যারি সোবার্স হোন বা ব্রায়ান লারা-ক্রিকেটকে একটা সময় একের পর এক কিংবদন্তি উপহার দিয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। কিন্তু সেই সকল কিংবদন্তির আজকের উত্তরসূরিরা উইন্ডসর পার্কে ভারতের সামনে নূন্যতম চ্যালেঞ্জটুকুও তুলে ধরতে পারলেন না আজ।
Read More: WI vs IND: “পন্থের অভাব বুঝতে দিচ্ছে না…” স্লেজিং-এ মত্ত ঈশান কিষণ, উপভোগ করছে নেটদুনিয়া !!
স্পিনের ঘূর্ণিতে আত্মসমর্পণ উইন্ডিজের-
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kriagg Braithwaite)। ডোমিনিকার উইন্ডসর পার্কের পরিসংখ্যান বলছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অপেক্ষাকৃত সহজ এখানে। সেখানে উইন্ডিজ অধিনায়কের সিদ্ধান্ত চমকে দেওয়ার মতই। নবীনের জয়গান গেয়ে টিম ইন্ডিয়ার আজ টেস্ট ক্যাপ তুলে দিলো ঈশান কিষণ (Ishan Kishan) এবং যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) হাতে। তরুণ অ্যালিক অ্যাথানাজে প্রথমবার মাথায় চাপালেন ওয়েস্ট ইন্ডিজের ঐতিহ্যবাহী মেরুন রঙা টুপি। ইনিংসের সূচনা করতে ব্রেথওয়েটের সাথেই বাইশ গজে আসেন তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul)। প্রথম আধঘন্টা ভারতের যাবতীয় আক্রমণ রুখে ওয়েস্ট ইন্ডিজকে ভরসা দিয়েছিলো তাদের ওপেনিং জুটি। সিরাজ-উনাদকাটের জুটি উইকেট আনতে না পারায় রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) হাতে বল তুলে দেন রোহিত শর্মা। তাতেই বদলে গেলো ম্যাচের ভাগ্য। উইকেটের লকগেট খুললো অশ্বিনের ঘূর্ণিতেই।
ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রণ অশ্বিনকে (Ravichandran Ashwin) বাদ দিয়ে মাঠে নেমেছিলো ভারত। টেস্ট র্যাঙ্কিং-এ পয়লা নম্বরে থাকা বোলারকে বাইরে রাখা যে ভুল হয়েছিলো আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। প্রথমেই তিনি ফেরান তেজনারায়ণ চন্দ্রপলকে। উইন্ডিজ কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলকে ২০১৩ সালে আউট করেছিলেন অশ্বিন। আজ তার দশ বছর পর ফেরালেন তাঁর পুত্র তেজনারায়ণকে। এরপর আউট করেন ক্রেগ ব্রেথওয়েটকে (Kraigg Braithwaite)। আজকের ম্যাচে অদম্য অশ্বিন এর পর একে একে সাজঘরে ফেরান আলঝারি জোসেফ (Alzahrri Joseph), অ্যালিক অ্যাথানাজে (Alick Athanaze) এবং জোসেফ ওয়ারিকানকে (Joseph Warrican)। টেস্ট কেরিয়ারের ৩২তম ‘ফাইফার’ এলো তাঁর ঝুলিতে। মোট উইকেট সংখ্যা দাঁড়ালো ৪৭৯। উইন্ডিজের বিরুদ্ধে উইন্ডিজের মাটিতে চতুর্থ বার এক ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
আজকের ম্যাচে এক প্রান্ত থেকে উইকেট তোলার কাজটা যখন করলেন অশ্বিন (Ravichandran Ashwin), তখন পিছিয়ে থাকলেন না বাকি বোলাররাও। শার্দুল ঠাকুরের (Shardul Thakur) বলে দুরন্ত ক্যাচে র্যামন রিফারকে (Ramon Reifer) ফিরিয়ে অভিষেক স্মরণীয় করে রাখলেন ঈশান কিষণ (Ishan Kishan)। জেসন হোল্ডারকে ১৮ রানের মাথায় ফেরান মহম্মদ সিরাজ। বাকি তিনটি উইকেট গিয়েছে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ঝুলিতে। তিনি আউট করেছেন জার্মেইন ব্ল্যাকউড, জোশুয়া ডি সিলভা এবং কেমার রোচকে। অনেকখানি দৌড়ে শূণ্যে শরীর ছুঁড়ে দিয়ে যে ক্যাচে ব্ল্যাকউডকে সাজঘরে পাঠালেন সিরাজ (Mohammed Siraj), আজকের অন্যতম সেরা মুহূর্ত হয়ে রইলো তা।.ভারতের বোলিং আক্রমণের সামনে খানিক প্রতিরোধ করলেন একা অ্যালিক অ্যাথানাজ। ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ থামলো ১৫০ রানেই।
মসৃণভাবেই এগোচ্ছে টিম ইন্ডিয়া-
গত কয়েকটি টেস্টে ভারতীয় দলের হয়ে ওপেনিং-এ দেখা যাচ্ছিলো শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মাকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিং-এ যে রদবদল আসতে চলেছে তা ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। অনুশীলন ম্যাচে যশস্বীকে (Yashasvi Jaiswal) দেখা গিয়েছিলো রোহিত শর্মার সাথে ইনিংস সূচনা করতে। আজকে ম্যাচেও দেখা গেলো সেই একই দৃশ্য। ইনিংসের প্রথম বলও খেললেন যশস্বীই। প্রাথমিক জড়তা কাটিয়ে হাত খুলতেও বেশী সময় নিলেন না। পয়েন্টের উপর দিয়ে বল পাঠালেন বাউন্ডারিতে। অনবদ্য এক চার মেরেই টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে খাতা খুললেন মুম্বইয়ের তরুণ ওপেনার। ঘরোয়া ক্রিকেটে যশস্বীর ব্যাটিং গড় ৮০.২২। টেস্টের ময়দানেও সেই ধারাবাহিক সাফল্যের আশা রাখছেন সমর্থকেরা।
কেমার রোচ (Kemar Roach), জেসন হোল্ডার (Jason Holder), আলঝারি জোসেফ-কে দিয়ে পেস আক্রমণ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্পিন বিভাগে তাদের হাতে রয়েছেন রাখিম কর্ণওয়াল, জোসেফ ওয়ারিকান। প্রথম দিনের শেষ সেশনে সব অস্ত্রই প্রয়োগ করে দেখলেন অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। কিন্তু সাফল্যের মুখ তাঁকে দেখাতে পারলেন না তাঁর বোলাররা। যশস্বীর সাথে জুটি বেঁধে সহজেই ওয়েস্ট ইন্ডিজের যাবতীয় আক্রমণ রুখে দিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আলঝারি জোসেফের বলে একটি জোরালো এলবিডব্লু আপিল হলো কেবল। এছাড়া মসৃণ গতিতেই সচল থাকলো টিম ইন্ডিয়ার স্কোরবোর্ড। ওয়ারিকানকে বিশাল এক ছক্কাও হাঁকালেন রোহিত। দিনের শেষে যশস্বী অপরাজিত রইলেন ৪০ রানে, রোহিতের সংগ্রহ ৩০*, ভারতের রান বিনা উইকেটে ৮০।