why-india-is-not-favorite-in-asia-cup

প্রতিদ্বন্দ্বীদের শক্তি-

IND vs AFG | Image: Getty Images
IND vs AFG | Image: Getty Images

এশিয়া কাপে (Asia Cup 2025) কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে টিম ইন্ডিয়াকে (Team India)। গ্রুপ পর্বের লড়াই খুব একটা কঠিন না হওয়ারই সম্ভাবনা। সংযুক্ত আরব আমিরশাহী বা ওমানের বিরুদ্ধে জিততে হয়ত সমস্যা হবে না ‘মেন ইন ব্লু’র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে ভাবনা থাকবে ভারতীয় কোচের। খাতায়-কলমে ভারত এগিয়ে থাকলেও বিনা যুদ্ধে এক ইঞ্চিও মাটি ছাড়বে না ওয়াঘার ওপারের প্রতিবেশীরা। এছাড়া শ্রীলঙ্কা, আফগানিস্তানের মত প্রতিপক্ষও মাথাব্যথার কারণ হতে পারে টিম ইন্ডিয়ার। লঙ্কান শিবিরে থাকছেনস ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তীক্ষণার মত বোলার। আফগানদের তুরুপের তাস নূর আহমেদ, রশিদ খান (Rashid Khan)। দুবাইয়ের স্পিন সহায়ক পিচে ভয়ঙ্কর হয়ে উঠতেই পারেন তারা। সতর্ক না হলে সেক্ষেত্রে বিপদ বাড়বে ভারতে।

Also Read: Asia Cup 2025: দলের মেরুদণ্ডকেই ছেঁটে ফেললো বোর্ড, চমক এশিয়া কাপের স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *