why-india-is-not-favorite-in-asia-cup

মিডল অর্ডার দুর্বলতা-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

ছন্দে রয়েছে টিম ইন্ডিয়ার টপ-অর্ডার। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা’রা চমৎকার পারফর্ম্যান্স করেছেন বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকার মত দলের বিরুদ্ধে। বড় রান পেয়েছেন তিলক বর্মা’ও। কিন্তু চিন্তা থেকে যাচ্ছে মিডল অর্ডার নিয়ে। সাধারণত ভারতের হয়ে চার নম্বরে ব্যাট করে থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সদ্য চোট সারিয়ে মাঠে ফিরবেন তিনি। ফর্ম কেমন থাকবে সে বিষয়ে নিশ্চিত নয় কেউই। পাঁচে খেলতে পারেন হার্দিক পান্ডিয়া। ধারাবাহিকতার অভাব বরাবরই তারকা অলরাউন্ডারকে ভুগিয়েছে তাঁর কেরিয়ারে। নীল জার্সিতে ‘ফিনিশার’-এর ভূমিকায় কাকে দেখা যাবে তাও এখনও নিশ্চিত নয়। ফর্ম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন রিঙ্কু সিং। হয়ত বাধ্য হয়ে তাঁকে বাদই দিতে হবে কোচ গম্ভীরকে। আপৎকালীন বিকল্প হিসেবে ব্যবহার করা হতে পারে শিবম দুবে বা ওয়াশিংটন সুন্দরকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *