চোট-আঘাত সমস্যা-

চোট-আঘাত সমস্যাও চিন্তায় রেখেছে ভারতীয় দল’কে (Team India)। গত জুন মাসের ২৫ তারিখ জার্মানির মিউনিখ শহরে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিলো টিম ইন্ডিয়ার সেরা টি-২০ ব্যাটার ও অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) চলছে রিহ্যাব। সংবাদমাধ্যম সূত্রে যদিও জানা গিয়েছে যে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন সূর্যকুমার। এশিয়া কাপের (Asia Cup 2025) আগে পুরোপুরি ফিটও হয়ে যাবেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ম্যাচ প্র্যাক্টিসের অভাব ভোগাতে পারে তাঁকে। বোলিং বিভাগের তুরুপের তাস জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়েও থাকছে চিন্তা। ইংল্যান্ড সিরিজে তিনটি টেস্টের বেশী খেলতে পারেন নি তিনি। হাঁটুতে নাকি চোটও রয়েছে তাঁর। এমতাবস্থায় তাঁর থেকে ভারত আদৌ সেরাটা পাবে কিনা সে বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞমহল।