TOP 5: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী টুর্নামেন্টের আয়োজক হওয়ার কথা ছিলো ভারতের। কিন্তু ভেন্যু নিয়ে ভারত-পাক দড়ি-টানাটানি এড়াতে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। এর আগের বার অর্থাৎ ২০২৩-এ ছয়টি দলকে নিয়ে আয়োজিত হয়েছিলো এশিয়া কাপ। এবার বাড়ছে দলের সংখ্যা। অংশ নেবে আটটি দল। আইসিসি’র পূর্ণ সদস্য পাঁচটি দেশ-ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি এসিসি প্রিমিয়ার কাপ ২০২৪-এর প্রথম তিন দল সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ও হং কং-কে দেখা যাবে মাঠে। দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে আট দেশকে। আমিরশাহী, পাকিস্তান ও ওমানের সাথে ভারত রয়েছে গ্রুপ-এ’তে। সর্বোচ্চ সংখ্যক এশিয়া কাপের মালিক হওয়া সত্ত্বেও এবার ‘ফেভারিট’ বলা যাচ্ছে না তাদের।
যে পাঁচ কারণে ‘ফেভারিট’ নয় টিম ইন্ডিয়া-
Read More: এশিয়া কাপ দলে এন্ট্রি নিচ্ছেন গিল, জায়গা হারলেন দুই গুরুত্বপূর্ণ তারকা !!
রাজনৈতিক চাপ-

পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর বিসিসিআই যে এশিয়া কাপ (Asia Cup 2025) খেলতে রাজী হবে সেটাই অনুমান করতে পারেন নি অনেকে। ঢাকায় অনুষ্ঠিত এসিসি’র বৈঠকে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা টুর্নামেন্ট খেলার ব্যাপারে সবুজ সংকেত দিতে হইচই পড়ে গিয়েছে দেশে। সমর্থকদের অধিকাংশই এই সিদ্ধান্তের বিরুদ্ধে। পাকিস্তানকে খেলার মাঠেও সম্পূর্ণ রূপে বয়কট করা হোক, দাবী তুলেছেন তাঁরা। এমনকি লোকসভাতেও এই নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলের সাংসদেরা। ‘যুদ্ধক্ষেত্র ছাড়া আর কোথাও পাকিস্তানের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই,’ ট্যুইট করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশব্যপী এই জনরোষ বড়সড় চাপে ফেলতে পারে ভারতীয় দলকে (Team India)। পারফর্ম্যান্সে যার প্রতিফলন পড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।