WCL 2025: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগামে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। প্রাণ হারান ২৭ জন। আহত হন অনেকে। জবাবে ৭ মে ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ৯টি জঙ্গিঘাঁটিতে আক্রমণ চালায় ভারতীয় সামরিক বাহিনী। পড়শি দেশের ক্ষেপনাস্ত্র হামলার প্রচেষ্টা রুখে দেয় ভারতের এস-৪০০ ও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। এই অভিযানের নাম দেওয়া হয়েছিলো ‘অপারেশন সিঁদুর।’ কূটনৈতিক কারণে ভারত-পাক সম্পর্কে এমনিতেই গত সাত দশক ধরে ভালো নয়। পহলগাম হামলা ও তদ্পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর পর আরও তলানিতে এসে ঠেকেছে তা। যার প্রভাব পড়েছে ক্রিকেটের বাইশ গজেও। সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান, অভিযোগ তুলে WCL টুর্নামেন্টে পড়শি দেশের প্রাক্তনীদের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছেন হরভজন সিং, ইরফান পাঠানরা।
Read More: “শ্রীশন্থকে মারার ঘটনা…” অনুতপ্ত হরভজন, ক্ষমা চাইলেন প্রাক্তন সতীর্থের কাছে !!
ভারতীয়দের নিশানা আফ্রিদি’র-

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহীদ আফ্রিদির (Shahid Afridi) ভারতবিদ্বেষ নতুন কিছু নয়। প্রায়শই ভারত ও ভারতীয়দের সম্পর্কে বিষোদ্গার করতে শোনা যায় তাঁকে। কাশ্মীর ইস্যু নিয়েও নানান বিতর্কিত মন্তব্য করে থাকেন তিনি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) টুর্নামেন্টে ভারত-পাক (IND vs PAK) ম্যাচ বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলো সংবাদমাধ্যম। যথারীতি রায়না (Sureash Raina), ধাওয়ান, হরভজনদের নিশানা করেছেন তিনি। আফ্রিদি বলেছেন, “আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আমি বরাবর বলে এসেছি যে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখা উচিৎ। এটা (ক্রিকেট) সামনের দিকে এগোনো উচিৎ। একজন খেলোয়াড়ের উচিৎ একজন ভালো অ্যাম্বাসেডর (দূত)হওয়া। তাঁর দেশের জন্য এম্ব্যারেসমেন্ট (লজ্জা)-এর কারণ হওয়া নয়।”
শেষ মুহূর্তে যেভাবে ম্যাচ (WCL) থেকে সরে দাঁড়িয়েছেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলের ক্রিকেটাররা, তা আদর্শ নয় বলেই মনে করছেন আফ্রিদি। “আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। যদি ওদের (ভারত) পাকিস্তানের বিরুদ্ধে খেলার ইচ্ছা না থেকে থাকে তাহলে এখানে না আসতে পারত। কিন্তু এখন এখানে এসে, অনুশীলন করার পর হঠাৎ একদিনের মধ্যে সব বদলে গেলো?” প্রশ্ন তুলেছেন তিনি। অপারেশন সিঁদুরের পর সোশ্যাল মিডিয়ায় শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সাথে একপ্রস্থ বাগ্বিতণ্ডা চলেছিলো আফ্রিদি’র (Shahid Afridi)। ম্যাচ বাতিলের পর সেই বিষয়টিও ফের জায়গা করে নিয়েছে চর্চায়। আফ্রিদি সেই প্রসঙ্গে বলেন, “আমার জন্য ম্যাচ বন্ধ হচ্ছে জানলে আমি মাঠেই যেতাম না। কিন্তু ক্রিকেটের এগিয়ে চলা উচিৎ। ক্রিকেটের সামনে শাহীদ আফ্রিদি আর কি? কিছুই নয়।”
রাজনীতি নয়, ক্রিকেট চান আফ্রিদি-

ক্রিকেটের স্বার্থে রাজনীতি বা কূটনীতির মত বিষয়গুলিকে ব্যাকসিটে রাখা উচিৎ খেলোয়াড়দের, সাক্ষাৎকারে জানিয়েছেন শাহীদ আফ্রিদি (Shahid Afridi)। তিনি বলেছেন, “খেলাটা সবার আগে আসে। ক্রিকেটই সবচেয়ে বড় বিষয়। তার মধ্যে রাজনীতি ঢোকানো বা একজন ভারতীয় ক্রিকেটার যদি বলেন যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না-তাহলে খেলতে হবে না। বাইরে বসে থাকুন। কিন্তু খেলাটা সবচেয়ে বড়। ক্রিকেট সবচেয়ে বড়। সেটা শাহীদ আফ্রিদির চেয়েও শক্তিশালী।” রাজনীতি ও ক্রিকেটের সহাবস্থান দেখতে চান না ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে’ও। WCL ম্যাচ বাতিলের বিরুদ্ধেই মুখ খুলেছেন তিনি। গতকাল বলেছেন, “এটা ঠিক যে পহলগামে জঙ্গি হামলা হয়েছিলো। তবে জবাবে তো ওদের জঙ্গিঘাঁটি আমরা গুঁড়িয়ে দিয়েছি। কিন্তু তার সাথে খেলাকে জড়িয়ে ফেলা একদমই ঠিক নয়।”
দেখুন আফ্রিদির সাক্ষাৎকার-
Shahid Afridi: “Keep Cricket and Politics Apart” After India Refuses to Play Pakistan in WCL 2025pic.twitter.com/K8i6sYapJ8
— IndiaWarMonitor (@IndiaWarMonitor) July 20, 2025