বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়লেও ওডিআই ক্রিকেটকে এখনও গুরুত্বের সঙ্গে দেখেন ক্রিকেটপ্রেমীরা। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ওডিআই দল হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে ভারত। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের (ODI WC 2023) ফাইনালে ব্লু ব্রিগেডরা অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিপক্ষে হারের সম্মুখীন হয়। তবে ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর মধ্যেই এবার ওয়েন পার্নেল (Wayne Parnell) বিশ্বের সর্বকালের সেরা ওডিআই দল বাছাই করে রীতিমতো হইচই ফেলে দিলেন।
Read More: ‘প্রিয়’ ফর্ম্যাটে ফিরলেন পৃথ্বী শ, এশিয়া কাপের আগেই শুরু করলেন অনুশীলন !!
সেরা ODI দল বাছলেন পার্নেল-

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ওয়েন পার্নেলের (Wayne Parnell) বাছাই করা বিশ্বের সেরা একদিনের একাদশে জায়গা পেয়েছেন ভারতের তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ওডিআই ক্রিকেটে রোহিত শর্মা (Rohit Sharma), রিকি পন্টিংয়ের (Ricky Ponting) মতো তারকা এই তালিকায় নেই। তিনি ওপেনার হিসেবে প্রথমেই শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) এবং হাশিম আমলাকে (Hashim Amla) বেছে নিয়েছেন।
শচীন ৪৬৩ ওডিআই ম্যাচে ১৮,৪২৬ রান সংগ্রহ করে এই ফরম্যাটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রহকারী। সর্বকালের সেরা ওডিআই দলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের অন্যতম তারকা এই ব্যাটসম্যান ৩০২ টি একদিনের ম্যাচে ১৪,১৮১ রান তুলে নিয়েছেন। তিনি বর্তমানে এই ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান করার মালিক। ওয়েন পার্নেল চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সকে (AB de Villiers) এবং পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ান তারকা মাইকেল হাসিকে (Michael Hussey) বেছে নিয়েছেন।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ওয়েন পার্নেল (Wayne Parnell) ওডিআই ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) বেছে নিয়েছেন। ধোনির নেতৃত্বে ভারতীয় দল ২০১১ সালে একজনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল এবং ২০১৩ সালে ব্লু ব্রিগেডরা চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। এই তারকার ব্যাট থেকে ৩৫০ টি একদিনের ক্রিকেটে এসেছে ১০,৭৭৩ রান। এছাড়াও অলরাউন্ডার হিসেবে পাকিস্তানের শহীদ আফ্রিদিকে (Shahid Afridi) একাদশে রাখা হয়েছে।
অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা ওডিআই বোলারদের নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছেন পার্নেল। ওডিআই ক্রিকেটের ইতিহাসে ৫৩৪ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় শীর্ষে আছেন মুত্তিয়া মুরলিধররন (Muttiah Muralidharan)। এছাড়াও ৫০২ টি উইকেট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে ওয়াসিম আকরাম (Wasim Akram) এবং ৪১৬ উইকেট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছেন ওয়াকার ইউনুস (Waqar Younis)। এই তিনজন কিংবদন্তিকেই বেছে নেওয়া হয়েছে। এর সঙ্গেই বিশ্বের অন্যতম অস্ট্রেলিয়ান তারকা পেসার ব্রেটলিও জায়গা পেয়েছেন। তিনি এই ফরম্যাটে সংগ্রহ করেছেন ৩৮০ টি উইকেট।
ওয়েন পার্নেলের বিশ্বের সেরা ODI একাদশ-
শচীন তেন্ডুলকার, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মাইকেল হাসি, শহীদ আফ্রিদি, এমএস ধোনি (উইকেটকিপার/অধিনায়ক), ওয়াসিম আকরাম, ব্রেট লি, মুত্তিয়া মুরলিধররন, ওয়াকার ইউনুস