World Cup 2023: ক্রিকেট বিশ্বের নজর এখন ভারতের দিকে। দ্রুত এগিয়ে আসছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বাইশ গজের ‘মেগা দ্বৈরথের’ আসর এবার বসবে ভারতের মাটিতে। এর আগে তিনবার বিশ্বকাপ (ICC World Cup) চাক্ষুস করেছে ভারত। কিন্তু ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-তিনবারই উপমহাদেশের অন্যান্য ক্রিকেটখেলিয়ে দেশগুলির সাথে আয়োজনের দায়িত্ব ভাগ করে নিতে হয়েছে। এবার প্রথম একক দায়িত্ব মিলেছে ভারতের। দেশের দশ শহরে ৪৬ দিন ধরে আয়োজিত হবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ। ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ফাইনাল ১৯ নভেম্বর। উদ্বোধন এবং ফাইনাল হবে আহমেদাবাদে। দুই সেমিফাইনাল আয়োজন করবে মুম্বই এবং কলকাতা।
২০১১ সালে শেষ যখন ভারতে বিশ্বকাপের (ICC World Cup) আসর বসেছিলো, সেবার ট্রফি দেশের বাইরে যেতে দেয় নি টিম ইন্ডিয়া। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বখেতাব জিতিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni)। বারো বছরের অপেক্ষা শেষে ফের একবার খেতাব জিততে মরিয়া ‘মেন ইন ব্লু।’ তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরুও করে দিয়েছে দল। সেরা দল বেছে নেওয়ার জন্য পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেশ কয়েকজন নতুন মুখকে সেই কারণেই সুযোগ দেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন বেঁধে দিয়েছে আইসিসি। তার আগে সম্ভাব্য দল নিয়ে চলছে জল্পনা। জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের ভারতীয় দল বেছে নিলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর (Wasim Jaffer)।
Read More: World Cup 2023: বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড, হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এই তারকা খেলোয়াড়ের !!
জাফর দলে রাখছেন রাহুল-ধাওয়ানকে-

আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন কে এল রাহুল (Kl Rahul)। মার্কাস স্টয়নিসের বল’কে ফাফ দু প্লেসি পাঠিয়েছিলেন বাউন্ডারির দিকে। নিশ্চিত চার রুখতে গিয়ে হিপ ফ্লেক্সর পেশীতে আঘাত পেয়েছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক রাহুল। আইপিএলের বাকি অংশ খেলা হয় নি তাঁর। এর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালেও খেলেন নি তিনি। ছিলেন না উইন্ডিজ সফরেও। লন্ডনে অস্ত্রোপচার হয় রাহুলের (KL Rahul)। তারপর থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে তাঁর রিহ্যাব। সদ্যই বিবৃতি জারি করে বিসিসিআই জানিয়েছে অনুশীলন শুরু করেছেন রাহুল। বিশ্বকাপের দলে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের ভরসাকে দেখছেন ওয়াসিম জাফর (Wasim Jaffer)। দলের প্রথম উইকেটরক্ষক হিসেবেও রাহুলকে রাখছেন তিনি।
ওয়াসিম জাফরের পছন্দের বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন শিখর ধাওয়ানও (Shikhar Dhawan)। গত বছরের বাংলাদেশ সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরেই রয়েছেন তিনি। ২০২৩ সালে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিমধ্যেই একদিনের ক্রিকেট খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু ফেরানো হয় নি শিখরকে। তা সত্ত্বেও আইসিসি প্রতিযোগিতায় শিখরের (Shikhar Dhawan) পূর্বের পারফর্ম্যান্স এবং বিপুল অভিজ্ঞতার কথা মাথায় রেখে তাঁকে দলে রাখা প্রয়োজন বলে মনে করছেন জাফর। বিশ্বকাপের দলে থাকছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Shubman Gill)। তাঁদের সরিয়ে ওপেনিং-এ ধাওয়ানের পক্ষে জায়গা করে নেওয়া বেশ কঠিন হবে।
বাদ ঈশান, শ্রেয়স-বুমরাহ’র প্রত্যাবর্তন দেখছেন জাফর-

প্রত্যাশিত ভাবেই ওয়াসিম জাফরের (Wasim Jaffer) পছন্দের দলে অধিনায়ক রোহিত শর্মা। থাকছেন ফর্মে থাকা শুভমান গিল এবং বিরাট কোহলিও (Virat Kohli)। মিডল অর্ডারের শক্তি বাড়াতে বিশ্বকাপে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) চাইছেন তিনি। পিঠের বালজিং ডিস্কের সমস্যার কারণে অস্ত্রোপচার হয়েছে শ্রেয়সেরও। চলছে রিহ্যাব। অক্টোবরের আগে ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা তাঁরও। চার নম্বরে সম্ভবত ব্যাটিং করতে পারেন তিনি। শ্রেয়সের প্রত্যাবর্তনে বিশ্বকাপের দলে জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। জাফরের সম্ভাব্য দলে জায়গা হয় নি ‘মিস্টার ৩৬০’র। তবে ঈশান কিষণের (Ishan Kishan) না থাকা অবাক করেছে অনেককে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন তিনি। করেছেন টানা তিনটি অর্ধশতক। তার পরেও বাদ কেন? প্রশ্ন উঠছে।
ঈশান না জায়গা পেলেও কে এল রাহুলের বিকল্প উইকেটরক্ষক হিসেবে জাফরের দলে জায়গা করে নিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। সম্ভবত মিডল অর্ডারে সাবলীল ব্যাটিং দক্ষতা তাঁকে এগিয়ে রেখেছে ঝাড়খণ্ডের ঈশানের থেকে। তিন জন অলরাউন্ডারকে স্কোয়াডে রেখেছেন জাফর। সহ-অধিনায়ক হার্দিক (Hardik Pandya) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সাথে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)।
টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার মনে করছেন বিশ্বকাপে কুল-চা স্পিন জুটির প্রয়োজন নেই দলের। কুলদীপকে (Kuldeep Yadav) তাই দলে রাখলেও স্থান দেন নি যুজবেন্দ্র চাহালকে। এছাড়া তাঁর পছন্দের পেস বিভাগ বেশ শক্তিশালী। এই মুহূর্তে বিশ্ব ওডিআই র্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সাথে থাকছেন মহম্মদ শামি (Mohammad Shami) এবং শার্দুল ঠাকুর। পাশাপাশি পিঠের স্ট্রেস ফ্র্যাকচার সারিয়ে মাঠে ফেরা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ভারতের ‘ট্রাম্প কার্ড’ হতে পারে বলে মনে করছেন ওয়াসিম জাফর।
দেখে নিন World Cup-এর জন্য জাফরের বেছে নেওয়া একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।