ফিরলেন শামি-শ্রেয়স, বুমরাহকে ক্যাপ্টেন করেই ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা টিম ইন্ডিয়ার !! 1

চলতি আইপিএল বেশ জমে উঠেছে। আইপিএল শেষ হলেই ভারতীয় খেলোয়াড়রা (Team India) ইংল্যান্ডে উড়ে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য। ভারতীয় দল আপাতত বিগত দুই মাস কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তবে এবার ইংল্যান্ড সিরিজ থেকে ভারতের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের অভিযান শুরু হতে চলেছে। সদ্য ভারতীয় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার অবসর নেওয়ায় কোন দুই খেলোয়াড় এদের জায়গা নেবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। ২০ জুন থেকে ভারতের ইংল্যান্ড সিরিজ শুরু আর এই সিরিজের জন্য এখনও বিসিসিআই কোনো স্কোয়াড প্রকাশ করেনি। তবে, প্রাক্তন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান ওয়াসিম জাফর ভারতীয় দলের স্কোয়াড বেছে নিয়েছেন।

অধিনায়ক হচ্ছেন না শুভমান

Shubman Gill,team india,rohit sharma
Shubman Gill | Image: Getty Images

ওয়াসিম জাফর তার ভারতীয় দলের (Team India) টেস্ট স্কোয়াডের জন্য যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুলকে (KL Rahul) ওপেনার হিসাবে বাছাই করে নিয়েছে। এর আগে এই জুটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে ওপেনিংয়ের ভূমিকাও পালন করেছেন। ইংল্যান্ড সিরিজেও তাদের ওপেনিং জুটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনে ভাইস ক্যাপ্টেন হিসাবে শুভমান গিলকে (Shubman Gill) রেখেছেন ওয়াসিম। শুভমানকে নিয়ে ক্যাপ্টেন্সির জল ঘোলা চললেও শুভমানকে ভাইস ক্যাপ্টেন হিসাবেই দেখতে চাইছেন ওয়াসিম।

Read More: মেগা ফাইনালে বসতে চলেছে চাঁদের হাট, মঞ্চ মাতাতে প্রস্তুত শ্রেয়া ঘোষাল !!

দলে ফিরলেন শ্রেয়স ও শামি

ফিরলেন শামি-শ্রেয়স, বুমরাহকে ক্যাপ্টেন করেই ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা টিম ইন্ডিয়ার !! 2
Mohammed Shami and Shreyas Iyer | Image: Twitter

বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় চারে ব্যাটিংয়ের জন্য ওয়াসিম শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং করুণ নায়ারকে (Karun Nair) বাছাই করে নিয়েছেন। পাঁচ নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে (Rishabh Pant) বেছে নিয়েছেন তিনি। দলের অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar) রেখেছেন। জাফর তাঁর দলে স্পিনার হিসাবে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) রেখেছেন।

পাশাপাশি, ইংল্যান্ডে সিরিজ হওয়ার কারণে পেস আক্রমণকে শক্তিশালী করতে চাইছেন জাফর। দলে জায়গা দিয়েছেন, মোহম্মদ শামি (Mohammed Shami), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মোহম্মদ সিরাজ (Mohammed Siraj) সহ আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্ষদীপ সিংদের। দলের ব্যাক আপ ওপেনার হিসাবে অভিমন্যু ঈশ্বরণ এবং ব্যাক আপ কিপার হিসাবে ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel) বেছে নিয়েছেন ওয়াসিম।

ইংল্যান্ড সফরের জন্য ওয়াসিম জাফরের ভারত স্কোয়াড:

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল (ভিসি), শ্রেয়াস আইয়ার/করুণ নায়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ (ক্যাপ্টেন), মোহম্মদ সিরাজ, অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), অর্শদীপ সিং/প্রসিদ্ধ কৃষ্ণ/আকাশদীপ, ওয়াশিংটন সুন্দর।

Read Also: Team India: শুভমান-ঋষভ পন্থ আউট, জসপ্রীত বুমরাহকেই টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক করছে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *