wasim-jaffer-appreciates-rishabh-pant

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একটা সময় অনিশ্চিতই হয়ে পড়েছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) ক্রিকেট কেরিয়ার। সেই অন্ধকারকে দূরে ঠেলে যেভাবে মাঠে ফিরেছেন তরুণ তুর্কি, তা হার মানাতে পারে বলিউডের চলচ্চিত্রকেও। দুর্ঘটনা বা অস্ত্রোপচার তাঁর দক্ষতায় বিন্দুমাত্র ছাপ ফেলতে পারে নি। বরং গত কয়েক মাসে ব্যাট হাতে আরও পরিণত লেগেছে ঋষভকে। বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাফল্য পেয়েছিলেন। অস্ট্রেলিয়াতে খানিক ব্যর্থতার সম্মুখীন হলেও ফের রানের মুখ দেখেছেন ইংল্যান্ডে। লিডসে তাঁর ব্যাট থেকে এসেছে জোড়া শতরান। এজবাস্টনেও করেছেন একটি অর্ধশতক। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচেও কার্যকরী ৭৪ এসেছে তাঁর ব্যাট থেকে। যেভাবে একের পর এক মাইলস্টোন জয় করছেন ঋষভ (Rishabh Pant) , তাতে মোহিত ওয়াসিম জাফর। প্রশংসায় ভরিয়েছেন ২৭ বর্ষীয় তরুণকে।

Read More: “২-০ এগিয়ে থাকতাম…” টিম ইন্ডিয়াকেই ‘ফেভারিট’-এর তকমা দিচ্ছেন ওয়াসিম জাফর, শুভমানদের শুভেচ্ছা প্রাক্তনীর !!

পন্থকে স্বাধীনতা দিক ভারত, চান জাফর-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

এর আগে ঋষভ পন্থ’কে (Rishabh Pant) একাধিকবার ‘এক্স-ফ্যাক্টর’ আখ্যা দিতে শোনা গিয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একই কথা রেভজস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বললেন ওয়াসিম জাফর’ও (Wasim Jaffer)। প্রাক্তন ওপেনার বলেন, “ও (ঋষভ পন্থ) দলে একটা এক্স-ফ্যাক্টর যোগ করে। আমাদের সময় বীরেন্দ্র শেহবাগ ছিলেন। তাঁর সাথে ঋষভ পন্থের বেশ মিল রয়েছে। তবে পন্থ সম্ভবত শেহবাগের চেয়েও বেশী (আগ্রাসী)। ও জানে কি করে রান করতে হবে। তার জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে। ও যেভাবেই ব্যাটিং করুক না কেন রানটা কি করতে হয় সেটা জানে আর সেটাই প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। ওর নিজস্ব ধরণ রয়েছে, নিজস্ব উপায় রয়েছে। কিন্তু যতক্ষণ অবধি ও রান করছে, ভারতকে বিপর্যয় থেকে রক্ষা করছে, টেস্ট ম্যাচ, টেস্ট সিরিজ জেতাচ্ছে-ততক্ষণ প্রশ্ন তোলার কোনো জায়গা নেই।”

পন্থকে (Rishabh Pant) খোলা মনে খেলতে দিলেই তাঁর থেকে সেরাটা আদায় করে আনতে পারে ভারতীয় দল, মনে করেন ওয়াসিম জাফর। লর্ডস টেস্ট চলাকালীন দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ওর মত একজন খেলোয়াড়ের জন্য স্বাধীনতাটা খুব জরুরী। ওকে বেঁধে রাখলে চলবে না। অন্যথায় ঋষভ পন্থ’কে যেভাবে দেখতে আমরা অভ্যস্ত সেভাবে আমরা দেখতে পাব না। আমি আশা রাখছি যে ও ধারাবাহিকতা বজায় রাখবে, ফিট থাকবে কারণ ও এমন একজন ক্রিকেটার যে দর্শকদের আনন্দ দেয়, তাঁদের আসনের একদম কোণায় বসিয়ে রাখতে পারে আর ওর এই ক্ষমতাগুলোর জন্যই আমরা ওকে ভালোবাসি।” পন্থের পাশাপাশি নয়া অধিনায়ক শুভমান গিল’কে (Shubman Gill) নিয়েও মুখ খুলেছেন প্রাক্তনী। তাঁর ফর্মের প্রশংসা করেন জাফর। “অধিনায়ক হিসেবে কৌশলগত দিক থেকে ও আরও উন্নতি করবে। ওর অধীনে ভালো কিছু হবে, আমি আশাবাদী।”

দেখে নিন জাফরের সাক্ষাৎকার-

পন্থের জন্য অপেক্ষায় বড়সড় চ্যালেঞ্জ-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) । সুযোগ ছিলো শতরান করে অনার্স বোর্ডে নাম তোলার। কিন্তু তৃতীয় দিন লাঞ্চের বিরতির ঠিক আগে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা কে এল রাহুলের সাথে ভুল-বোঝাবুঝিতে রান-আউট হন তিনি। থামতে হয় ৭৪ রানে। দ্বিতীয় ইনিংসে ফের একবার উইকেটরক্ষক-ব্যাটারের দিকেই তাকিয়ে ‘মেন ইন ব্লু।’ ১৯৩ তাড়া করতে নেমে মাত্র ৫৮ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসেছে তারা। সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, অধিনায়ক শুভমান ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপ। এখনও প্রয়োজন ১৩৫ রান। হাতে মাত্র ৬ উইকেট। ইতিপূর্বে অস্ট্রেলিয়ার গাব্বাতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতকে এই ঐতিহাসিক জয় উপহার দিয়েছিলো পন্থের অসামান্য ৮৯*। আজ ‘ক্রিকেটের মক্কা’তেও তাঁর থেকে তেমনই এক স্মরণীয় পারফর্ম্যান্সের অপেক্ষায় ভারতীয় দল।

Also Read: “কঠিন পিচে জারিজুরি খতম…” দল’কে বিপদে ফেলে আউট শুভমান, নেটদুনিয়ায় পড়লেন তোপের মুখে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *