wasim-akram-on-india-ct-2025-triumph

CT 2025: ২০০২ ও ২০১৩’র পর ২০২৫-এ তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) শিরোপা জিতলো টিম ইন্ডিয়া। আইসিসি আয়োজিত টুর্নামেন্টে্র একটি ম্যাচেও হারে নি ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে জিতে অভিযান শুরু করেছিলো তারা। এরপর হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলেন রোহিতরা। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ ফাইনালে ক্যাঙারুবাহিনীর বিরুদ্ধে হারতে হয়েছিলো। কিন্তু এবার স্টিভ স্মিথদেরও গুঁড়িয়ে দিয়ে ছুটলো ভারতের অশ্বমেধের ঘোড়া। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষাতেও শেষ হাসি তাদেরই। ‘মেন ইন ব্লু’র দাপুটে পারফর্ম্যান্স সত্ত্বেও তাদের দিকে আঙুল তুলছেন এক শ্রেণির ক্রিকেট বিশেষজ্ঞ। আইসিসি বাড়তি সুবিধা দিয়েছে ভারতকে, তুলছেন অভিযোগ। এক সাক্ষাৎকারে তাঁদের রীতিমত তুলোধোনা করলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram)।

Read More: IPL 2025: ব্রুক সরে দাঁড়াতেই কপাল খুললো কিংবদন্তি তারকা’র, সুযোগ পাবেন দিল্লী ক্যাপিটালসে !!

নিন্দুকদের একহাত নিলেন ওয়াসিম-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images

খাতায়-কলমে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আয়োজক দেশ ছিলো পাকিস্তান। কিন্তু রাজনৈতিক সমস্যার কারণে ওয়াঘা সীমান্ত পেরোয় নি টিম ইন্ডিয়া। বিসিসিআই-এর আপত্তিতে শেষমেশ হাইব্রিড মডেলে সায় দেয় কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। ভারতীয় দলের সব ম্যাচ সরানো হয়েছিলো দুবাইতে। যেখানে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড গোটা টুর্নামেন্টে যাতায়াত করেছে ৭১৫০ কিলোমিটার, আয়োজক দেশ পাকিস্তানকেও গোটা টুর্নামেন্টে যাতায়াত করতে হয়েছে ৩২৬৮ কিলোমিটার, সেখানে হোটেল থেকে মাঠ এবং মাঠ থেকে হোটেল ছাড়া কোথাও যেতে হয় নি টিম ইন্ডিয়াকে। এতেই আপত্তি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটযোদ্ধার। একই মাঠে, একই জায়গায় খেলে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়েছেন রোহিত, বিরাট, হার্দিকরা, অভিযোগ তুলেছেন তাঁরা। কাঠগড়ায় তুলেছেন আইসিসি’কে।

এহেন বক্তব্য’কে সমর্থন করছেন না পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram)। স্পোর্টস সেন্ট্রাল চ্যানেলের ‘ড্রেসিং রুম শো’ নামে একটি অনুষ্ঠানে সাদা বলের ক্রিকেটে ভারতের শ্রেষ্ঠত্ব নির্দ্বিধায় মেনে নিয়েছেন ‘সুলতান অফ স্যুইং।’ সমালোচকদের তত্ত্বকে কার্যত নস্যাৎ করে তিনি বলেছেন, “হ্যাঁ। ভারত দুবাইতে সব ম্যাচ খেলবে এই বিষয়টি স্থির হওয়ার পরে অনেক কথা হয়েছে। কিন্তু যদি ওরা পাকিস্তানে খেলত, তাহলেও জিতত।” মাত্র নয় মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে ‘মেন ইন ব্লু।’ সেই সাফল্যের প্রসঙ্গ টেনে এনে আক্রম জানিয়েছেন, “ওরা ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ জিতেছিলো একটিও ম্যাচে না হেরে। ওরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অপরাজিত থেকে খেতাব জিতেছে। এটা ওদের ক্রিকেটের গভীরতাকেই নির্দেশ করে। ওদের নেতৃত্বকে নির্দেশ করে।”

বিসিসিআই’র প্রশংসায় ওয়াসিম আক্রম-

Wasim Akram | Image : Getty Images
Wasim Akram | Image : Getty Images

গত কয়েকটি মাস বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলেন রোহিত’রা। হারতে হয়েছিলো অস্ট্রেলিয়া সফরেও। এরপরেও ক্রিকেটারদের উপর আস্থা রেখেছিলো বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জিতে সেই আস্থারই যেন প্রতিদান দিলেন তারকা’রা। ভারতীয় বোর্ডের কর্মপন্থার ভূয়সী প্রশংসা করেছেন আক্রম (Wasim Akram)। বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওরা ঘরের মাঠে ৩-০ হেরেছিলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বর্ডার-গাওস্কর ট্রফিও খুইয়েছিলো, শ্রীলঙ্কাতে সিরিজ হেরেছিলো। কোচ, ক্যাপ্টেনকে সরানোর চাপ ছিলো। কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছিলো (বোর্ড), বিসিসিআই সমর্থন যুগিয়েছিলো ওদের। বলেছিলো ‘এই আমাদের অধিনায়ক, এই আমাদের কোচ।’ আর এখন ওরাই চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন।” সাক্ষাৎকারে রোহিত শর্মা, বিরাট কোহলির মত তারকাদেরও প্রশংসা করেন ওয়াসিম আক্রম।

Also Read: CT 2025: ছেঁটে ফেলেছিলো বিসিসিআই, মাঠে ফিরে দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিলেন সেই তারকাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *