এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলছে ভারতীয় দল। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অবশ্য ‘মেন ইন ব্লু’র বৃত্ত থেকে অনেকটা দূরের বাসিন্দা এখন। গত বছরের অগস্ট মাসে হংকং-এর বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচের পরে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটের আঙিনায় দেখা যায় নি তাঁকে। হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। অস্ত্রপচার করাতে হয়েছে তাঁকে। দীর্ঘদিন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব চলেছে তাঁর। ফিট হয়ে উঠতে যথেষ্ঠ কাঠখড় পোড়াতে হয়েছে জাড্ডু’কে (Ravindra Jadeja)। টি-২০ বিশ্বকাপ খেলতে পারেন নি। অস্ট্রেলিয়াতে জাদেজার অভাব বোধ করেছিলো ভারতীয় দল। মনে করা হয়েছিলো ২০২২ এর শেষের ডিকে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে ফিরতে পারবেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে প্রত্যাবর্তনের দিন পিছিয়েছে। এরপর শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে সীমিত ওভারের সিরিজ গুলিতেও তাঁকে দলে রাখতে পারে নি ভারতীয় বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হয়ত দলে ফিরতে পারেন তিনি। তবে শারীরিকভাবে ‘ফিট’ হলেও প্রথম একাদশে জায়গা করে নিতে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে জাদেজাকে (Ravindra Jadeja)। বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে জাদেজার যোগ্য বিকল্প হয়ে ওঠার ঈঙ্গিত এর মধ্যেই দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।
প্রথম টি-২০তে ভারতের ভাগ্যে জুটলো পরাজয় –

শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে পরপর হোয়াইটওয়াশ করেছিলো ভারত। ‘টিম ইন্ডিয়া’র ফর্ম নিয়ে আশার আলো দেখছিলেন সমর্থকেরা। কিন্তু সেই বুদ্বুদ ফাটতে বিশেষ সময় লাগলো না। রাঁচিতে প্রথম টি-২০ ম্যাচেই ২১ রানে হেরে বাস্তবের রুক্ষ জমিতে ফিরে আসতে হলো ‘মেন ইন ব্লু’কে। টসে জিতলেও ম্যাচ থেকে খালি হাতেই ফিরতে হলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলকে। প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত অধিনায়ক। ডেভন কনওয়ে (Devon Conway), ড্যারিল মিচেলদের দাপটে ১৭৬ রান তোলে কিউই দল। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের স্পিন আক্রমণের সামনে দিশাহারা লেগেছে ভারতীয় ব্যাটিং’কে। ঈশান কিষণ, শুভমান গিল (Shubman Gill) থেকে রাহুল ত্রিপাঠী, সকলেই স্পিনের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। মিচেল স্যান্টনার (Mitchell Santner), মাইকেল ব্রেসওয়েল, ঈশ সোধিদের (Ish Sodhi) স্পিন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন কেবল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সূর্যকুমার ৪৭ রান করেন। আর ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেও দিনের শেষে পরাজিতের তালিকাতেই নাম রইলো ওয়াশিংটনের। তবে ব্যাটে-বলে তাঁর লড়াই কুর্ণিশ আদায় করে নিয়েছে।
রবীন্দ্র জাদেজার বিকল্প হতে পারেন ওয়াশিংটন-

ভারত ম্যাচ হারলেও প্রশংসা পেয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ম্যাচ শেষে ভারত অধিনায়ক হার্দিক (Hardik Pandya) বলেন, “ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-এ ওয়াশিংটন যেভাবে পারফর্ম করেছে, মনে হচ্ছিলো খেলাটা ভারত বনাম নিউজিল্যান্ড নয়, বরং নিউজিল্যান্ড বনাম ওয়াশিংটন হচ্ছিলো।” কিউইদের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে মারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। নিজের বলের অসামান্য ডাইভ দিয়ে একটি ক্যাচ নিতে দেখা যায় তাঁকে। ভারতীয় ব্যাটিং-এর রথী-মহারথীরা সাজঘরে ফেরার পর ব্যাট হাতে ঝড় তুলে ‘টিম ইন্ডিয়া’কে আশার আলো দেখিয়েছিলেন তিনি। ২৮ বলে ৫০ রান করেন তিনি। এই অলরাউন্ড পারফর্ম্যান্সের কারণে জাতীয় টি-২০ দলে আপাতত জায়গা পাকা করে ফেলেছেন ওয়াশিংটন (Washington Sundar)। জাদেজার (Ravindra Jadeja) মতই তিনি বাঁ-হাতি ব্যাটার। করেন অফস্পিনও। দরকারে পাওয়ার প্লে’তে বোলিং করতে পারেন, মাঝের ওভারে রান আটকাতেও সিদ্ধহস্ত। এছাড়াও বয়সের দিক থেকেও অ্যাডভান্টেজ রয়েছে ওয়াশিংটনের। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের দিকে খেয়াল রেখে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে ভারতীয় বোর্ড। সেক্ষেত্রে ৩৪ বছরের জাদেজার (Ravindra Jadeja) জায়গায় অগ্রাধিকার পেতে পারেন ২৩ বছরের সুন্দর (Washington Sundar)। সব দিক বিচার করে বলা যায় চোট সারিয়ে ফিরলেও ওয়াশিংটনের কাছ থেকে প্রথম একাদশে জায়গা করে নেওয়া নিয়ে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন জাদেজা।
Read More: IPL 2023: আইপিএল 2023-র আগে বড় সুখবর, ধোনির চেন্নাইয়ে ফের গর্জন করবে সুরেশ রায়নার ব্যাট !!