অস্ট্রেলিয়াতেই অবসান গম্ভীর জমানার, কোচের দায়িত্ব পাচ্ছেন এই কিংবদন্তি !! 1

প্রশ্নের মুখে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গত জুলাই মাসে তিনি দলের দায়িত্ব নেওয়ার পর একমাত্র টি-২০ ছাড়া সব ফর্ম্যাটেই নীচের দিকে নেমেছে পারফর্ম্যান্সের গ্রাফ। শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs AUS) ২৭ বছর পর হারতে হয়েছে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে। ১২ বছর পর ঘরের মাঠে হাতছাড়া হয়েছে টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোমগ্রাউন্ডে ০-৩ হেরেছে ‘মেন ইন ব্লু।’ ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার কলঙ্কের ছিটেও লেগেছে ভারতীয় দলের গায়ে। ঘুরে দাঁড়ানোর মঞ্চ হতে পারত অস্ট্রেলিয়া সফর। কিন্তু বর্ডার-গাওস্কর ট্রফিতেও টিম ইন্ডিয়ার (Team India) পারফর্ম্যান্সে মেলে নি উন্নতির আভাস। পার্‌থ-এ জিতলেও অ্যাডিলেড ও মেলবোর্নে হেরে সিরিজে পিছিয়ে তারা। এমতাবস্থায় স্বাভাবিক কারণেই আঙুল উঠছে প্রশিক্ষকের দিকে।

Read More: IND vs AUS 5th Test: “বিদেশের মাঠে তো ওর…” রোহিতের বাদ পড়া নিয়ে বিস্ফোরক মঞ্জরেকর, দুষলেন টিম ম্যানেজমেন্টকে !!

অতীত হওয়ার মুখে গম্ভীর অধ্যায়-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

আইপিএলের (IPL) আসরে মেন্টর হিসেবে সাড়া ফেলে দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জিতিয়ে তিনি পা রেখেছিলেন টিম ইন্ডিয়ার অন্দরে। জুলাইতে তাঁর নাম ঘোষণার সময় উচ্ছ্বাসে মেতেছিলেন ক্রিকেটজনতা। কিন্তু মাসকয়েক কাটার পরেই পুরো ১৮০ ডিগ্রী পালটে গিয়েছে ছবিটা। তাঁর স্ট্র্যাটেজি নির্মাণ, দলচয়ন থেকে ব্যাটিং অর্ডার নির্বাচন সব কিছুই রয়েছে আতসকাঁচের নীচে। মাসখানেক আগেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের দিকে এক পা বাড়িয়েই ছিলো ‘মেন ইন ব্লু।’ শেষ সাতটি টেস্টের মধ্যে পাঁচটি হেরে আপাতত দৌড় থেকে ছিটকে যাওয়ার পথে তারা। ভারতীয় দলের সাম্প্রতিক হতাশাজনক পারফর্ম্যান্সের দায় অনেকাংশকেই চাপছে গম্ভীরের (Gautam Gambhir) কাঁধে।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ড্রেসিংরুমের অন্দরমহল থেকে যে সব খবর সামনে এসেছে তার পর অনেকেরই মনে হয়েছে যে দলের উপর নিয়ন্ত্রণ রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন কোচ। সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে যে অধিনায়কত্ব নিয়ে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে নাকি শুরু হয়েছে রেষারেষি। রোহিতের (Rohit Sharma) বদলে নেতা হওয়ার দৌড়ে নাকি নিজের নাম প্রস্তাব করেছেন এক সিনিয়র। বেশ কয়েকজন জুনিয়র ক্রিকেটার আপত্তি জানিয়েছেন সেই ব্যাপারে। গোপন খবর প্রকাশ্যে এলো কি করে তার কোনো জবাব নেই কোচের কাছে। সাংবাদিক সম্মেলনে এসে বিষয়গুলি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছেন তিনি। দ্রুত শক্ত হাতে হাল না ধরলে আরও বাড়বে ব্যর্থতার বোঝা, মত বিশেষজ্ঞমহলের। অস্ট্রেলিয়া সফরের পরেই গম্ভীরকে (Gautam Gambhir) সরাতে চেয়ে সওয়াল করেছেন তাঁরা।

নতুন কোচ হচ্ছেন লক্ষ্মণ-

VVS Laxman | Image: Getty Images
VVS Laxman | Image: Getty Images

২০২৭-এর ডিসেম্বর অবধি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথে চুক্তি রয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার। কিন্তু সাম্প্রতিক ফর্ম বিচার করে বড় সিদ্ধান্ত নিচ্ছেন রজার বিনি’রা। বিসিসিআই সূত্র মারফত খবর মিলেছে যে টেস্ট দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে গম্ভীরকে। বদলে লাল বলের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। ইতিপূর্বে ইংল্যান্ড, পাকিস্তানের মত দল টেস্ট ও সীমিত ওভারের ফর্ম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগের পথে হেঁটেছিলো। এবার একই পন্থা বেছে নিচ্ছে বিসিসিআই’ও। এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির শীর্ষপদে রয়েছেন লক্ষ্মণ (VVS Laxman)। কয়েকটি সিরিজে রাহুল দ্রাবিড় বা গম্ভীরের অনুপস্থিতিতে কোচিং-ও করিয়েছেন ভারতীয় দল’কে। সব কিছু ঠিক থাকলে আগামী জুনের ইংল্যান্ড সফরেই টেস্ট কোচের হটসিটে পাকাপাকিভাবে বসবেন তিনি।

Also Read: IND vs AUS 5th Test: সিডনিতেও অব্যাহত ব্যাটিং ব্যর্থতা, ফের একবার বুমরাহ’র দিকেই তাকিয়ে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *