vvs-laxman-can-be-the-coach-of-india-a
Gautam Gambhir and Ajit Agarkar | Image: Getty Images

ভারতে আসছে অস্ট্রেলিয়া-এ দল। ভারতীয় যুব দলের (INDIA-A) বিরুদ্ধে লক্ষ্ণৌতে দু’টি চার দিনের বেসরকারী টেস্ট ম্যাচ খেলতে চলেছে তারা। এছাড়া থাকছে তিনটি একদিনের ম্যাচ’ও। পঞ্চাশ ওভারের সিরিজের জন্য দল ঘোষণা হয় নি এখনও। তবে আজ লাল বলের সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়কত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ড সফর ও এশিয়া কাপের স্কোয়াডে তিনি জায়গা না পাওয়ায় যে বিতর্ক তৈরি হয়েছিলো তা খানিক চাপা পড়েছে মুম্বইয়ের তারকা অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে ভারত-এ’র (INDIA-A) অধিনায়কত্ব পাওয়ায়। শ্রেয়স ছাড়াও ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই সুদর্শনদের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকাদেরও রাখা হয়েছে স্কোয়াডে। শোনা যাচ্ছে দ্বিতীয় ম্যাচটি খেলতে পারেন কে এল রাহুল এবং মহম্মদ সিরাজ। কোচ নির্বাচনেও চমক রাখছে বোর্ড। দায়িত্ব পাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।

Read More: টিম ইন্ডিয়াতে নো-এন্ট্রি ধোনি-বিরাটের পছন্দের তারকাদের, শ্রেয়সকে অগ্রাধিকার দিচ্ছে বিসিসিআই !!  

লক্ষ্মণের প্রত্যাবর্তনে প্রশ্ন গম্ভীরকে নিয়ে-

VVS Laxman | Image: Getty Images
VVS Laxman | Image: Getty Images

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদে এই মুহূর্তে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের সিনিয়র দলের কার্যনির্বাহী কোচের দায়িত্বও বিভিন্ন সময় সামলেছেন তিনি। অতীতে ভারত-এ (INDIA-A) দলের প্রশিক্ষক হিসেবেও বেশ কয়েকটি সিরিজে দেখা গিয়েছে লক্ষ্মণকে। গিয়েছেন বিদেশেও। কিন্তু গত কয়েক মাসে সেই পদে বিশেষ দেখা যায় নি হায়দ্রাবাদের প্রাক্তনীকে।। অস্ট্রেলিয়া সফরে যান নি লক্ষ্মণ (VVS Laxman)। ছিলেন না ইংল্যান্ড সফরেও। কোচের পদে দেখা গিয়েছিলো সীতাংশু কোটাক বা হৃষিকেশ কানিতকরদেরকে। তাই ঘরের মাঠে লক্ষ্মণের দায়িত্বে ফেরা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজ খোয়ানোর পর আঙুল উঠেছিলো সিনিয়র দলের (Team India) হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে। সাদা বলের দুই ফর্ম্যাটে তাঁকে দায়িত্বে রেখে টেস্টে কোচ বদল করা হোক, উঠেছিলো দাবী। সেই সময়ই অনেকে সওয়াল করেছিলেন লক্ষ্মণের পক্ষে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্র পরিস্থিতি খানিক গম্ভীরের পক্ষে এনেছে ঠিকই। কিন্তু পুরোপুরি স্বস্তি নিঃসন্দেহে যোগাতে পারে নি বোর্ড কর্তাদের। ২০২৭-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে ফোকাসে রেখে দ্রুত ঘুরে দাঁড়াক ভারত (Team India), চাইছেন তাঁরা। তাই যুব দলের দায়িত্বে লক্ষ্মণকে ফিরিয়ে তাঁরা আদতে গম্ভীরকেই কোনো বার্তা দিলেন কিনা তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞমহল।

গম্ভীরের সামনে চ্যালেঞ্জ এশিয়া কাপ-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

এখনও অবধি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধীনে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। জিতেছে ৫টি। হারতে হয়েছে ৮টি। দু’টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। লাল বলের ফর্ম্যাটে তাঁর পরিসংখ্যান উল্লেখযোগ্য না হলেও সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে নজর কেড়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তনী। ইতিমধ্যেই ওয়ান ডে ফর্ম্যাটে দেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। চলতি বছরের মার্চে টিম ইন্ডিয়াকে (Team India) জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার টি-২০ ফর্ম্যাটে তাঁর সামনে চ্যালেঞ্জ এশিয়া কাপ জয়ের। গম্ভীর কোচ হওয়ার পর গত  ১৪ মাসে একটিও টি-২০ সিরিজ হারে নি ‘মেন ইন ব্লু।’ জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যে এশিয়া কাপের লড়াইতে নামার আগে সেই পরিসংখ্যান বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে সূর্যকুমার যাদবদের।

Also Read: TOP 5: এশিয়া কাপে ভারতের বাজি এই পাঁচ তারকা, টুর্নামেন্ট শুরুর আগে ভবিষ্যদ্বাণী অজিঙ্কা রাহানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *