৬,৬,৬,৬,৪,৪... টি-২০ স্টাইলে বিজয় হাজারে ট্রফিতে জ্বলে উঠলেন পাঞ্জাব কিংসের তারকা, চর্চা ক্রিকেট মহলে !! 1

গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটকে বিসিসিআই (BCCI) নতুন করে সাজিয়েছে। তরুণ ক্রিকেটাররা বিভিন্ন এই ধরনের ঘরোয়া লিগ থেকে দুরন্ত পারফর্ম্যান্স করে নির্বাচকদের নজরে আসার চেষ্টা চালান। চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) এক‌ইরকম ছবি ধরা পড়েছে। এই টুর্নামেন্টে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) দীর্ঘদিন পর অংশগ্রহণ করায় ক্রিকেট ভক্তদের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আজ পাঞ্জাব কিংসের (Punjab Kings) ক্রিকেটার ব্যাট হাতে এই লিগে জ্বলে উঠলেন। তার বিধ্বংসী ইনিংস বর্তমানে চর্চায় উঠে এল।

Read More: TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !!

বিধ্বংসী ফর্মে বিষ্ণু বিনোদ-

৬,৬,৬,৬,৪,৪... টি-২০ স্টাইলে বিজয় হাজারে ট্রফিতে জ্বলে উঠলেন পাঞ্জাব কিংসের তারকা, চর্চা ক্রিকেট মহলে !! 2
Vishnu Vinod | Image: Twitter

আজ বিজয় হাজারে ট্রফিতে কেরালা দল পন্ডিচেরির বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে প্রথম ইনিংসে ৪৭.৪ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে যায় পন্ডিচেরি। কেরালার হয়ে এম.ডি. নিধিশ (M D Nidheesh) একাই ৪ উইকেট তুলে নিয়ে জ্বলে উঠেছিলেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করে জয় পাওয়া প্রাথমিকভাবে কঠিন মনে হয়েছিল। ওপেনিং করতে নেমে সঞ্জু স্যামসন (Sanju Samson) সম্পূর্ণ ব্যর্থ হন।

এই অভিজ্ঞ ব্যাটসম্যান ১৪ বলে মাত্র ১১ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে বাবা অপরাজিতের সঙ্গে জুটি বাঁধেন বিষ্ণু বিনোদ (Vishnu Vinod)। দুজনে মিলে দুরন্ত জয় এনে দেন। বিধ্বংসী ফর্মে ছিলেন বিষ্ণু। তিনি একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে বিপক্ষদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন। মাত্র ৮৪ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১৪ টি ছয় এবং ১৩ টি চার। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৯০’এর ওপর।

পাঞ্জাব কিংসের জন্য সুখবর-

৬,৬,৬,৬,৪,৪... টি-২০ স্টাইলে বিজয় হাজারে ট্রফিতে জ্বলে উঠলেন পাঞ্জাব কিংসের তারকা, চর্চা ক্রিকেট মহলে !! 3
Vishnu Vinod | Image: Twitter

বিষ্ণু বিনোদ (Vishnu Vinod) এই বছর বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচেই দুরন্ত শতরান করে চমক দিয়েছিলেন। আজের ম্যাচে তার দুরন্ত ইনিংস বর্তমানে আলোচনায় উঠে এসেছে। ২০২৫ আইপিএলের মেগা নিলামে ৯৫ লক্ষ টাকার বিনিময়ে এই তারকাকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। নিলামে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স‌ও তাকে দলের নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে।

গত বছর আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে দুরন্ত ফর্মে ছিল পাঞ্জাব কিংস‌। দীর্ঘ ১১ বছর পর এই তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে ফাইনালে পৌঁছায় প্রীতি জিন্টার দল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ৬ উইকেটে হারের সম্মুখীন হয়। এই মরসুমেও পাঞ্জাব শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে চলেছে। এর মধ্যেই বিষ্ণু বিনোদের ফর্মে থাকা কর্মকর্তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: “অপমান সহ্য করব না..”, মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর IPL নিয়ে এবার বড়ো সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *