সামনে ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে তারা। এরপর রয়েছে আয়ারল্যান্ড সিরিজ। আর তারপরেই এশিয়া কাপ (Asia Cup 2023)। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষে ছন্দে থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে ‘মেন ইন ব্লু।’ আর তারপর শুরু হবে ভারতের বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান। দেশের মাটিতে ৮ অক্টোবর সেই অজিদের বিপক্ষেই বিশ্বখেতাব জয়ের অভিযানে নামবে রোহিত শর্মার দল। দীর্ঘ সময় বড় মঞ্চে সাফল্য নেই দলের। এশিয়া কাপ তারা শেষ জিতেছে ২০১৮ সালে। য়ার একদিনের বিশ্বকাপ ২০১১ সালে। এমনকি ২০১৩ সালের পর থেকে বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল বা সেমিফাইনালে পৌঁছালেও ট্রফি অধরাই থেকে গিয়েছে। তাই সাফল্যের সরণিতে ফেরার জন্য এবারের এশিয়া কাপ এবং বিশ্বকাপকে পাখির চোখ করেছে টিম ইন্ডিয়া।
দুই বড় টুর্নামেন্ট শুরুর আগে ভারত সেরা টিম কম্বিনেশন খুঁজে নেওয়ার চেষ্টায় রয়েছে। কে এল রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)-এর মত একাধিক তারকা ক্রিকেটার বর্তমানে চোটের কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন। যা চিন্তা বাড়িয়েছে কোচ রাহুল দ্রাবিড়ের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন মুখেদের সুযোগ দিয়ে দেখতে চেয়েছিলেন তিনি। কিন্তু মিডোল অর্ডারে শ্রেয়স বা রাহুলের জায়গা পূরণ করতে বিশেষ সক্ষম হন নি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বা অক্ষর প্যাটেলরা (Axar Patel)। এশিয়া কাপের (Asia Cup 2023) আর বেশী বাকি নেই। আগামী ৩০ অগস্ট থেকে শুরু প্রতিযোগিতা। ভারত নিজেদের সবকটি ম্যাচই খেলবে শ্রীলঙ্কাতে। চটজলদি মিডল অর্ডার সমস্যার সমাধান খুঁজতে বিরাট কোহলিকেই (Virat Kohli) পছন্দের জায়গা থেকে সরাতে পারেন দ্রাবিড়। পছন্দের তিন নম্বরের বদলে চারে নেমে যেতে পারে কোহলিকে।
Read More: IRE vs IND: আয়ারল্যান্ড সিরিজে বুমরাহ’কে সরিয়ে অধিনায়ক সঞ্জু স্যামসন, চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিলো বোর্ড !!
রাহুল-শ্রেয়সের অনুপস্থিতিতে সমস্যায় ভারতীয় দল-

আইপিএল চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পান কে এল রাহুল (KL Rahul)। এরপর থেকে বেশ কয়েকমাস ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) চলছে তাঁর রিহ্যাব। দিনকয়েক আগে বিসিসিআই এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সঠিক পথেই চলছে তাঁর মাঠে ফেরার লড়াই। ব্যাটিং এবং উইকেটকিপিং অনুশীলন শুরু করেছেন রাহুল। তবে কবে তিনি মাঠে ফিরবেন তা জানানো সম্ভব হয় নি বিসিসিআই-এর। বিশ্বকাপের কথা মাথায় রেখে যদি এশিয়া কাপে রাহুলকে (Kl Rahul) মাঠে না নামানোর সিদ্ধান্ত নেয় বোর্ড, তাহলে মিডল অর্ডারে ফাঁক রয়েই যাবে ভারতের। পাশাপাশি উইকেটরক্ষক নিয়েও নতুন করে চিন্তাভাবনা করতে হবে টিম ইন্ডিয়াকে। ঈশান কিষণ এবং সঞ্জু স্যামসনের মধ্যে থেকে কাউকে বেছে নিতে হবে।
অন্যদিকে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোটও সমস্যা বাড়িয়েছে ভারতের। সাধারণত ৪ নম্বরে ব্যাট করেন তিনি। মাঝের ওভারগুলোতে দলের ইনিংসকে সামলানোর দায়িত্ব থাকে তাঁর উপর। কিন্তু বালজিং ডিস্কের সমস্যায় মাঠের বাইরে শ্রেয়স। অস্ত্রোপচার হয়েছে তাঁরও। চলছে রিহ্যাব। তাঁর ক্ষেত্রেও বিসিসিআই আশাপ্রদ খবর জানালেও কবে মাঠে ফিরতে পারবেন তার নিশ্চয়তা দিতে পারে নি। এশিয়া কাপে তিনি না খেললে চিন্তা বাড়বে টিম ম্যানেজমেন্টের। সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেলদের মত অন্তত ৮ জনকে গত দুই বছরে চার নম্বরে খেলিয়ে দেখেছে দল। একমাত্র শ্রেয়স (Shreyas Iyer) ছাড়া সাফল্য পান নি কেউই।
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কোপ পড়তে পারে বিরাটের ব্যাটিং-এ-

কে এল রাহুল যদি এশিয়া কাপে (Asia Cup 2023) খেলতে না পারেন তাহলে দলে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তাঁর বিকল্প হতে পারেন ঈশান কিষণ (Ishan Kishan)। কিন্তু রাহুলের মত পাঁচ নম্বরে ব্যাট হাতে বিশেষ সাবলীল নন ঈশান। ওপেনিং-এ নতুন বলের বিরুদ্ধে তিনি যেভাবে দ্রুত রান করতে পারেন, মাঝের ওভারে ততটাই শান্ত থাকে তাঁর ব্যাট। এর আগে ইনিংসের সূচনা করে ২১০ রান করেছেন তিনি। এছাড়াও সম্প্রতি ওপেনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিনটি অর্ধশতকও করেছেন তিনি। ঈশান খেললে দলের স্বার্থে তাঁকে ওপেনার হিসেবেই খেলাতে হবে। সেক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মার সাথে ইনিংসের গোড়ায় দেখা যাবে তাঁকেই।
ঈশান ওপেনিং করলে সমস্যা হবে শুভমান গিল (Shubmna Gill) ও বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং পজিশন নিয়ে। বাধ্য হয়েই ফর্মে থাকা শুভমানকে তিন নম্বরে নামাতে হবে ভারতকে। আর মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতে বিরাটকেই নেমে আসতে হবে চার নম্বরে। সাধারণত তিন নম্বরে খেলেই অভ্যস্ত একদিনের ক্রিকেটে ২৭৫ ম্যাচে ১২৮৯৮ রানের মালিক বিরাট। ২১০টি ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছেন তিনি। ৬০.২১ গড়ে করেছেন ১০৭৭৭ রান। পরিসংখ্যান বলছে চার নম্বরে ৩৯ ম্যাচ খেলে ১৭৫৭ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৫৫.২২। সংখ্যাতত্ত্বের নিরিখে তা পছন্দের পজিশন থেকে বেশ কম হলেও দলের স্বার্থে অনভ্যস্ত জায়গায় এশিয়া কাপে (Asia Cup 2023) দ্রুত মানিয়ে নেওয়া ছাড়া উপায় থাকবে না তাঁর।