মাসখানেক আগেও দু’জনেই ছিলেন দেশের ক্রিকেট সমর্থকদের নয়নের মণি। টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) আলিঙ্গনের ছবি মন ভরিয়েছিলো অনুরাগীদের। কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে আজ তাঁরাই পাচ্ছেন ভিলেনের তকমা। নেপথ্যে অফ ফর্ম। বাংলাদেশের বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজ জেতায় আড়ালে চলে গিয়েছিলো কোহলি ও রোহিতের (Rohit Sharma) ছন্দ হারানোর বিষয়টি। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের বিপর্যয়ের পর আরও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন দুই কিংবদন্তি। কিউইদের বিরুদ্ধে ৩ টেস্টে রোহিত করেছেন ৯৩ রান। কোহলির (Virat Kohli) সংগ্রহ ৯১। একটি করে অর্ধশতক করেছেন দুজনেই। তা না হলে বাকি পাঁচ ইনিংসের নিরিখে চিত্রটা আরও খারাপ দেখাত। কেরিয়ারের শেষ লগ্নে এসে এই অন্ধকার থেকে আদৌ বেরোতে পারবেন তাঁরা? সন্দিহান অনেকেই।
Read More: সম্মানহানির আগেই নেতৃত্ব ছাড়ছেন রোহিত শর্মা, নিচ্ছেন টেস্ট থেকে অবসর !!
কড়া ব্যবস্থা নিতে পারে বোর্ড-
ব্যাটে যেন গ্রহণ লেগেছে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা’র (Rohit Sharma)। কোনো ভাবেই সেরা ছন্দে ফিরতে পারছেন না তাঁরা। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে তাঁদের দুর্বলতা বড় বেশী করে চোখে পড়ছে আজকাল। অগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ভাণ্ডারসে, ওয়েলালাগে (Dunith Wellalage), মহেশ তীক্ষণাদের ঘূর্ণি বোলিং-এ সমস্যায় পড়েছিলেন তাঁরা। সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, ঈশ সোধি, আজাজ প্যাটেলরাও ছড়ি ঘোড়ালেন ভারতের দুই ব্যাটিং নক্ষত্রের উপর। সত্যিটা স্পষ্ট হবে পরিসংখ্যানের দিকে তাকালেই। ২০১৩ থেকে ২০১৯, এই সময়কালের মধ্যে কোহলির (Virat Kohli) স্পিনের বিরুদ্ধে ব্যাটিং গড় ছিলো ১১০.৭১। ২০২০’র পর তা কমে দাঁড়িয়েছে ৩৩.৫৪তে। ২০১৩-১৯ সময়কালে রোহিতের গড় ছিলো ৫১, কমতে কমতে তা এখন ২৮.৯২।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে এই হতাশাজনক পারফর্ম্যান্সের পর উৎকন্ঠিত বিসিসিআই। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর যেভাবে কুড়ি-বিশের ক্রিকেটে নতুনদের সামনের দিকে এগিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিলো, তার সুফল মিলেছে ২০২৪-এর টুর্নামেন্টে। টেস্টেও একই পথ ধরে এগোতে চায় বোর্ড। সূত্রের খবর যে আসন্ন অস্ট্রেলিয়া সফরে নজরে থাকবেন বিরাট কোহলি, রোহিত শর্মা (Rohit Sharma)। লক্ষ্য রাখা হবে রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দিকে। এই চার জন সিনিয়রের মধ্যে অন্তত দু’জন’কে বর্ডার-গাওস্কর ট্রফি শেষ হলেই ছেঁটে ফেলা হতে পারে। অর্থাৎ যদি আগামী বছরের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ভারত জায়গা করেও নেয় তাহলেও লর্ডসের মাঠে খেলার সুযোগ থাকবে না তাঁদের সামনে।
অবসরের সম্ভাবনা উস্কে দিলেন ঘাউড়ি-
টি-২০ থেকে বিদায়টা সুখের হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা’র। বিশ্বকাপের ট্রফি জিতে অবসর নিয়েছেন তাঁরা। কিন্তু টেস্টে কি তেমনটা হবে? নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। তাই শোনা যাচ্ছে অবসরের জল্পনা। অফ ফর্মের কাঁটায় বিদ্ধ দুই তারকাকে আক্রমণ করলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তনী কারসন ঘাউড়ি (Karsan Ghavri)। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ওদের বড় রান করতেই হবে। যদি না পারে তাহলে ওদের উচিৎ টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানো। যদি অস্ট্রেলিয়ায় পারফর্ম করতে না পারে তাহলে বিরাট ও রোহিতের উচিৎ অবসর নেওয়া। ওরা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। কিন্তু দলের রান প্রয়োজন। আমাদের ভবিষ্যতের কথা ভেবে দল গড়তে হবে। যারা ভালো খেলছে না তাদের কতদিন বয়ে বেড়ানো হবে?”
অতীতেও যে তারকাকদের ছেঁটে ফেলার ঘটনা ঘটেছে তা ইঙ্গিতে বুঝিয়েছেন কারসন ঘাউড়ি (Karsan Ghavri)। উল্লেখ করেছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের নাম। এক বছরেরও বেশী সময় দলের বাইরে তাঁরা। তাঁদের ফেরানো নিয়ে প্রশ্ন তুলে ঘাউড়ির মন্তব্য, “যদি পারফর্ম করতে পারে (রোহিত-কোহলি) তাহলে থাকুক। না হলে রেখে কি লাভ? পারফর্ম্যান্স ছাড়াই যদি কাউকে নির্বাচিত করতে হয় তাহলে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেকেও ফেরানো হোক। যদি বিরাট কোহলি, রোহিত শর্মা রান না করে তাহলে কে করবে? অস্ট্রেলিয়ার মত দেশে এমন অভিজ্ঞ ক্রিকেটার প্রয়োজন যাঁরা ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে পারে, অনেকটা সময় (ক্রিজে) কাটাতে পারে ও বড় রান করতে পারে। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াতে হারাতে হলো স্কোরবোর্ডে বড় রান অবশ্যই চাই।”
Also Read: “এদের তো পাকিস্তানও হারিয়ে দেবে ..”, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতেই টিম ইন্ডিয়াকে খোঁচা ওয়াসিম আক্রমের !!