IND vs AUS: অস্ট্রেলিয়া সফরটা (IND vs AUS) ব্যাট হাতে ভালো কাটছে না বিরাট কোহলির (Virat Kohli)। পার্থ-এ প্রথম ইনিংসে আউট হয়েছিলেন মাত্র ৫ রান করে। দ্বিতীয় ইনিংসের শতরান হাসি ফুটিয়েছিলো অনুরাগীদের মুখে। কিন্তু অ্যাডিলেড টেস্টে ফের ব্যর্থতাই সঙ্গী হয় তাঁর। কেবল ৭ ও ১১ রান করেই ফিরতে হয় সাজঘরে। ব্রিসবেনের তৃতীয় ম্যাচেও কঠিন সময় কাটিয়ে উঠতে পারলেন না তিনি। প্রথম ইনিংসে মাত্র ৩ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপ বা উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেওয়ার রোগ তাঁকে আগেও ভুগিয়েছে। এবার অস্ট্রেলিয়ার মাঠে সেই একই সমস্যার শিকার তিনি। পাঁচ ইনিংসের মধ্যে চার বার আউট হয়েছেন। প্রতিবারই পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের করিডরে বল রেখে কোহলিকে ফাঁদে ফেলেছে প্রতিপক্ষ।
নিজে সেরা ছন্দে না থাকলেও দলের প্রতি তিনি যে নিবেদিত প্রাণ তা আজ আরও একবার বোঝালেন বিরাট (Virat Kohli)। নবম উইকেট যখন খোয়ায় ভারত, তখনও ফলো-অনের জন্য প্রয়োজন ৩২ রান। বৃষ্টিভেজা গাব্বায় আজ দ্বিতীয় বার ব্যাটিং করতে হলে নিঃসন্দেহে সমস্যা বাড়তো দলের উপর। বাকিদের মত সেই সময় টেনশনে ভুগছিলেন কোহলিও। টিম ইন্ডিয়ার (Team India) দশ ও এগারো নম্বর ব্যাটার-জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আকাশ দীপ (Akash Deep), অনবদ্য লড়াই করে খাদের কিনারে পৌঁছে যাওয়া দল’কে লড়াইতে ফেরালেন আজ। ৫৪ বলে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। দিনের শেষে ভারতের স্কোরবোর্ডে ৯ উইকেটের বিনিময়ে ২৫২ রান। দল ফলো-অন রক্ষা করার পর চাপমুক্তির হাসি বিরাটের (Virat Kohli) মুখেও।
Read More: IND vs AUS 3rd Test: “ব$*#@দ…” আকাশ দীপের ছক্কা দেখে হতভম্ব KL রাহুল, সামলাতে পারলেন না উত্তেজনা !!
আকাশ দীপ’কে উদ্বুদ্ধ করলেন কোহলি-
বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট হাতেই আজ মাঠে নেমেছিলেন আকাশ দীপ (Akash Deep)। শুধু অস্ত্র দিয়েই তাঁকে সাহায্য করেন নি ‘কিং’ কোহলি। সাথে প্রাপ্তি হিসেবে ছিলো ‘টিপস’ও। মাঠে নামার আগে সতীর্থকে পরামর্শ দিতে দেখা গিয়েছিলো তাঁকে। যতক্ষণ ক্রিজে ছিলেন আকাশ দীপ, উদ্বিগ্ন প্রশিক্ষকের মত গাব্বার ড্রেসিংরুমের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা গেলো ভারতীয় মহাতারকাকে। বাংলায় ক্রিকেটার শট ফস্কানোর পর কোহলির হতাশা ফুটে উঠছিলো শরীরী ভাষাতে। আবার ভালো শটে রান ছিনিয়ে নিলে হাততালি দিয়ে উদ্বুদ্ধ করতেও দেখা গেলো তাঁকে। প্যাট কামিন্সকে (Pat Cummins) গালি অঞ্চল দিয়ে কাট মেরে যখন অস্ট্রেলিয়ার লিড’কে ২০০’র কমে নামিয়ে আনলেন আকাশ, তখন ড্রেসিংরুমের বাকিদের মত আনন্দে মাতেন বিরাটও। গম্ভীর, রোহিতদের সাথে হাত মেলালেন হাসি মুখে।
ইনিংসের ৭৫তম ওভারের পঞ্চম বলে অস্ট্রেলীয় অধিনায়ককে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন আকাশ দীপ (Akash Deep)। ভারতীয় পেসারের এই আগ্রাসী শট চমকে দিয়েছে সকলকে। দর্শকদের পাশাপাশি টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম’ও প্রায় হতভম্ব তখন। হাততালি দিয়ে ওঠেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দেবদত্ত পাডিক্কাল, প্রসিদ্ধ কৃষ্ণাদের সাথে বসেছিলেন কে এল রাহুল (KL Rahul)। বিস্ময়ে মাথায় হাত তাঁর’ও। ‘টপ শট’ বলে চিৎকার করে ওঠেন তিনি। চেয়ারে বসেছিলেন কোহলি। আকাশ দীপের (Akash Deep) ব্যাটিং বিক্রম দেখে দৌড়ে উঠে আসেন। দেখার চেষ্টা করেন দর্শকাসনে ঠিক কতটা দূরে গিয়ে পড়েছে বল’টি। সতীর্থের আগ্রাসী ব্যাটিং দেখে তাঁর মুখে তখন চওড়া হাসি। শটটি আকাশ দীপের হলেও, ব্যাটটি যে আদতে তাঁর, সেটাই সম্ভবত বলছিলেন গম্ভীর, সিরাজদের।
দেখুন ‘কোচ’ কোহলির ভিডিও-
Moment hai bhai, moment hai ft. #ViratKohli! 😂#AUSvINDOnStar 👉 3rd Test, Day 5 | 18th DEC, WED, 5:15 AM! #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/3s0EOlDacC
— Star Sports (@StarSportsIndia) December 17, 2024