শুধুমাত্র অশ্বিন নয় বিরাট কোহলিও টেস্ট ক্রিকেটকে বলছেন আলবেদা, টলটল চোখে ভাইরাল ভিডিও!! 1

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিলো রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin)। জুন মাসের ৫ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে (IND vs SL) একদিনের ক্রিকেট ও ১২ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০তে অভিষেক হয় তাঁর। টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিলো একটা বছর। ২০১১তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সিতে লাল বল তুলে নেন হাতে। কলম্বোর মাঠে সেই যে দৌড় শুরু করেছিলেন তিনি। প্রায় চোদ্দ বছর পর অস্ট্রেলিয়ার গাব্বাতে এসে থামলো তা। এর মধ্যে বিশ্বকাপ (ICC World Cup 2011) জিতেছেন অশ্বিন (Ravichandran Ashwin), ২০১৩ সালে অবিশ্বাস্য বোলিং করে দেশকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2013)। উপচে পড়া ট্রফি ক্যাবিনেট, একরাশ স্মৃতি আর ৭৩৬টি আন্তর্জাতিক উইকেটকে সঙ্গী করে ‘মেন ইন ব্লু’কে আজ বিদায় জানালেন তিনি।

Read More: “বৃষ্টি না হলে হেরে ভুত…” ব্রিসবেন টেস্ট ড্র হতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে ভারতীয় দল !!

অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রণ অশ্বিন-

Ravichandran Ashwin | Image: Getty Images
Ravichandran Ashwin | Image: Getty Images

গত এক-দেড় দশকে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার (Team India) শ্রেষ্ঠ ম্যাচ উইনারদের যদি তালিকা তৈরি করা হয় তাহলে নিঃসন্দেহে প্রথম তিনের মধ্যে নাম থাকবে রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin)। দেশের মাঠে বল হাতে অনবদ্য ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বাইশ গজেও রয়েছে স্বপ্নের স্পেল। টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর সাত বা আট নম্বরে নেমে ঢাল হয়ে দাঁড়াতেও তাঁকে দেখা গিয়েছে অজস্র বার। আজ অশ্বিনের অবসরে সমাপ্তি ঘোষণা হলো ভারতীয় ক্রিকেটের এক সোনালী অধ্যায়ের। ১০৬টি টেস্টে ২৪.০০ গড়ে ৫৩৭টি টেস্ট উইকেট নিয়ে দৌড় শেষ করলেন তিনি। ১১ বার হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। যা বিশ্বরেকর্ড। ৩৭ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে। তামিলনাড়ুর ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ৩০৩৬ রান। শতকের সংখ্যা ৬।

আনুষ্ঠানিক ভাবে অবসর ঘোষণার পর আজ সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। স্বল্প সময়ের বক্তব্যে পরিষ্কার করেছেন ভবিষ্যৎ পরিকল্পনাও। তিনি জানান, “সব ফর্ম্যাটে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে এটাই আমার শেষ দিন। আমি মনে করি যে এখনও একজন খেলোয়াড় হিসেবে কিছু আমার দেওয়ার রয়েছে। কিন্তু সেটা আন্তর্জাতিক স্তরে নয়, বরং ক্লাব স্তরেই সীমাবদ্ধ রাখতে চাই আমি। এই যাত্রাপথটা উপভোগ করেছি। রোহিত ও অন্যান্য সতীর্থদের সাথে অনেক স্মৃতি রয়েছে। কয়েকজন’কে আমরা ইতিমধ্যেই হারিয়েছি গত কয়েক বছরে। আমার মনে হয় আমরাই গত প্রজন্মের শেষ কয়েকজন ক্রিকেটার রয়ে গিয়েছি দলে। আজ আমিও সরে যাচ্ছি…” পূজারা, রাহানে, কোহলিদের মত দীর্ঘদিনের সতীর্থদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন সংবাদমাধ্যমকেও।

শুনুন অশ্বিনের বক্তব্য-

টেস্ট থেকে সরে দাঁড়াতে পারেন কোহলিও-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

অশ্বিনের (Ravichandran Ashwin) মতই জাতীয় দলের ড্রেসিংরুমকে কি বিদায় জানাবেন বিরাট কোহলিও (Virat Kohli)? আজকের পর এই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেটমহলের অন্দরে। বৃষ্টিতে যখন বন্ধ ছিলো ব্রিসবেন টেস্ট, তখনই সাজঘরে সম্ভবত বিরাটকে অবসরের সিদ্ধান্ত জানান অশ্বিন। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা যখন ধরে দু’জনকে তখন এখা যায় যে দীর্ঘদিনের সতীর্থকে আলিঙ্গন করছেন কোহলি (Virat Kohli)। এরপর দু’জনে পাশাপাশি বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। অশ্বিনের চোখ সঙ্গত কারণেই অশ্রুসজল ছিলো সেই সময়। চোখ মুছতেও দেখা যায় তাঁকে। পাশে বসা বিরাটেরও আবেগ স্পষ্ট হয়েছিলো মুখের অভিব্যক্তি থেকেই। অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্যাটিং মহাতারকা। পড়ছেন সমালোচনার মুখেও। সেই বোঝা বয়ে চলার বদলে সিডনি টেস্টের পর তিনিও লাল বলের ক্রিকেটকে বিদায় জানালে অবাক হবে না বিশেষজ্ঞমহল।

Also Read: IND vs AUS 3rd Test: গাব্বার উত্তেজনায় জল ঢাললো বৃষ্টি, অমীমাংসিতই থাকলো তৃতীয় টেস্ট ম্যাচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *