IPL শুরুর আগে দল বদলাচ্ছেন বিরাট কোহলি, RCB ছেড়ে KKR’ এ নিচ্ছেন এন্ট্রি !! 1

ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু ভারতীয় ক্রিকেট নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চেও বিরাট কোহলি একটি বড় নাম। আপাতত কোহলির নামেই রয়েছে এই টুর্নামেন্টের সর্বাধিক রান, একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি ইতিমধ্যেই ৮ হাজারের বেশি রান বানিয়ে ফেলেছেন। আপাতত তার ধারে কাছেও কোন ব্যাটসম্যান নেই, একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রানের বেশি রান বানিয়েছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন এবং এই দলের হয়েই আপাতত খেলে আসছেন। বেঙ্গালুরু দলের হয়ে প্রথম সিজন থেকেই ২৫২ টি ম্যাচ খেলেছেন কোহলি, ৩৮.৭ গড় এবং ১৩২ এর স্ট্রাইক রেটে ৮০০৪ রান বানিয়েছেন তিনি। ২০২৪ আইপিএলে কোহলি টুর্নামেন্টে সর্বাধিক রান বানিয়েছিলেন।

RCB ছাড়তে চলেছেন কোহলি

virat kohli
Virat Kohli | Image: Twitter

তার দুর্দান্ত পারফরমেন্সের জন্যই রয়্যাল চ্যালেঞ্জার্স দল প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল। আইপিএলের সফল ব্যাটসম্যান হলেও বিরাটের হাতে এখনও আইপিএল খেতাব ওঠেনি। এবার ট্রফি জয়ের নেশায় দলের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করছেন বিরাট (Virat Kohli)। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দলের এই তারকা প্লেয়ারকে এবার মুক্তি দিতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলি সম্পূর্ণ রূপে ফ্লপ ছিলেন, কেবলমাত্র ফাইনাল ম্যাচটিতে ভালো প্রদর্শন দেখিয়েছিলেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেও খেলতে দেখা গিয়েছিল বিরাটকে। যেখানে পরপর ৩ ম্যাচে চরম ফ্লপ হয়েছেন কোহলি।

Read More: মালকিনের সঙ্গে সম্পর্ক ভালো রেখে ক্যারিয়ার ভালো হয়েছে এই ৩ প্লেয়ারের !!

KKR দলে যোগ দিচ্ছেন কোহলি

Virat Kohli, Ipl 2024
Virat Kohli | Image: Getty Images

এই পরিস্থিতিতে কোহলিকে আর রিটেন করতে চাইছে না রয়্যাল চ্যালেঞ্জার্স দল। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, কোহলিকে মুক্তি দিয়ে ব্যাঙ্গালুরু দল লোকেশ রাহুলকে (KL Rahul) ফিরিয়ে নিয়ে আসবে। অন্যদিকে, কোহলি (Virat Kohli) যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্রাঞ্চাইজিতে। আসলে, কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহ রুখ খানের সঙ্গে বিরাটের বেশ ভালো সম্পর্ক আর সেই সম্পর্কের তাগিদে কলকাতায় খেলতে চলেছেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজে শিরোপা জয়ের পর T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। এবার তার একমাত্র লক্ষ আইপিএল শিরোপা জেতার। আর সেই স্বপ্ন তিনি পূরণ করতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স দলের জার্সিতে। কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে মুখ খোলেন কোহলি এবং তিনি জানিয়ে দেন যে, কলকাতা হলো তার সবথেকে পছন্দের বিপক্ষ দল। আর কোহলির এই বয়ানের পর এটা স্পষ্ট যে তিনি অন্য কোনো দলে গেলেও কলকাতা দলের হয়ে কোনোদিনও খেলবেন না।

Read Also: মুম্বই ইন্ডিয়ান্স নয় বরং এই আইপিএল দলের বিরুদ্ধে খেলতে পছন্দ করেন Virat কোহলি, দিলেন মনের কনে জায়গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *