virat-might-be-forced-to-leave-rcb

আঠারো বছরের অপেক্ষা শেষে আইপিএলে (IPL) সাফল্যের স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গত মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংস-কে ৬ রানের ব্যবধানে হারিয়ে বাজিমাত করেছে তারা। সমর্থকদের সাথে খেতাব জয়ের স্বাদ ভাগ করে নেওয়ার পরিকল্পনা ছিলো ফ্র্যাঞ্চাইজির। সেইমত চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয়োৎসবের আয়োজন করা হয় বুধবার। কিন্তু হিতে বিপরীত হয় সেদিন। ৩৫০০০ আসনবিশিষ্ট স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে থাকেন লক্ষাধিক জনতা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন। আহত হন ৭৪ জন ক্রিকেটপ্রেমী। সাফল্যের সোনালী আভা মুছে যায় মুহূর্তেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজি। সম্ভবত প্রভাব পড়তে চলেছে ক্রিকেট মাঠেও। পোস্টার বয় বিরাট কোহলি হাতছাড়া হতে পারে আরসিবি’র (RCB)।

Read More: বিরাট কোহলিকে ‘গুরুদক্ষিণা’ রজত পাটিদারের, মন ছুঁয়ে গেলো RCB অধিনায়কের সৌজন্য !!

বেঙ্গালুরু ছাড়তে হতে পারে কোহলিকে-

Rajat Patidar and Virat Kohli | RCB | Image: Getty Images
Rajat Patidar and Virat Kohli | Image: Getty Images

একাধিক সাক্ষাৎকারে বিরাট কোহলি (Virat Kohli) জানিয়েছিলেন যে আইপিএল (IPL) কেরিয়ারে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়েই খেলতে চান তিনি। ফ্র্যাঞ্চাইজির সাথে তাঁর যে আত্মিক সম্পর্ক রয়েছে তা কোনো মূল্যেই ভাঙার ইচ্ছা নেই তাঁর। গত মঙ্গলবার আহমেদাবাদে পাঞ্জাব কিংস-কে হারিয়ে ট্রফি হারানোর পরেও আরসিবি’কে নিয়ে আবেগে ভেসেছিলেন মহাতারকা। ম্যাথু হেডেনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এই দলকে আমি আমার যৌবন, সেরা সময়টুকু দিয়েছি। আমার অভিজ্ঞতা দিয়েছি। প্রত্যেকটা মরসুমে জিততে চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে।” আরও বলেন, “আমি এই দলের প্রতি বরাবর আনুগত্য দেখিয়ে এসেছি। কখনসখনও যে দ্বিধায় পড়ি নি তা নয়। কিন্তু দল ছাড়ি নি, ওরাও আমার পাশে থেকেছে। আমার হৃদয় বেঙ্গালুরুর সাথে, আমার আত্মা বেঙ্গালুরু’র সাথে।”

বেঙ্গালুরুর (RCB) প্রতি বিরাটের ভালোবাসা বা আনুগত্য নিয়ে কোনো দ্বিধা নেই কারও মনে। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে হয়ত এবার আঠারো বছরের সম্পর্ক ভাঙতে হতে পারে তাঁকে। ট্রফি সেলিব্রেশনে যেভাবে ১১ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, তা ঝড় তুলেছে ক্রিকেটমহলে। কাবন পার্ক থানা ও সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের যৌথ বাহিনী ইতিমধ্যে শুরু করেছে তদন্ত’ও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র মার্কেটিং হেড নিখিল সোসালে গ্রেপ্তার হয়েছেন। পুলিশের জালে ধরা পড়েছেন অনুষ্ঠানের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেইনমেন্ট সংস্থার তিন আধিকারিক’ও। আতসকাঁচের নীচে রয়েছেন রাজেশ মেনন, কিরণ কুমার-সহ বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির একাধিক উচ্চপদস্থ কর্তা। তদন্তে যদি বেঙ্গালুরুর গাফিলতি প্রমাণিত হয় তাহলে অন্তত এক বছরের জন্য নির্বাসিত হবে ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে কোহলির (Virat Kohli) অন্য দলে নাম লেখানো ছাড়া গতি থাকবে না।

বিরাটের বিরুদ্ধেও হয়েছে অভিযোগ দায়ের-

Virat Kohli and Matthew Hayden | Image: Twitter
Virat Kohli and Matthew Hayden | Image: Twitter

বুধবারের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক যে এফআইআর দায়ের করা হয়েছিলো কাবন পার্ক থানায় সেখানে ডিএনএ এন্টারটেইনমেন্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও কর্ণাটক স্টেট ক্রিকেট সংস্থার (KSCA) নাম ছিলো। পরে এইচ এম ভেঙ্কটেশ (HM Venkatesh) নামে এক সমাজকর্মী বিরাট কোহলির নামেও অভিযোগ দায়ের করেন। ‘আইপিএলের মাধ্যমে জুয়া খেলে জনতাকে উস্কেছেন কোহলি,’ অভিযোগপত্রে উল্লেখ করেছিলেন তিনি। যদিও ভেঙ্কটেশের অভিযোগকে এই মুহূর্তে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ বেঙ্গালুরু পুলিশ। অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে ঠিকই, কিন্তু বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে আপাতত কোনো এফআইআর দায়ের করা হচ্ছে না, সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক উচ্চপদস্থ পুলিশকর্তা। তবে পদপিষ্ট হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ভেঙ্কটেশের অভিযোগকে খতিয়ে দেখবে পুলিশ, আশ্বাস দিয়েছেন তিনি।

Also Read: “আগামী বছর বেঙ্গালুরুতেই…” ফের ভবিষ্যদ্বাণী শশাঙ্ক সিং-এর, করলেন ঘুরে দাঁড়ালেন অঙ্গীকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *