IPL 2024: এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। অনেকেই তাকে শ্রেষ্ঠ ব্যাটসম্যানের তকমা দেয়। ক্রিকেটের সব ফর্ম্যাট, অর্থাৎ টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে সমান দাপটে পারফরমেন্স করে চলেছেন তিনি। সেই কারণেই তাকে ‘কিং’ বিরাট বলে ডাকা হয়। এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত রয়েছেন বিরাট।
তবে এর মধ্যেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে, চলতি মরশুমের পর আইপিএল অবসর নিতে চলেছেন তিনি। আসলে কিছুদিন পরেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন মুলুকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। তারপরই অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সেগুলিকে মাথায় রেখেই আইপিএলকে আলবিদা জানাতে চলেছেন বিরাট।
শনিবার রাতে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্তান রয়্যালস। সেই ম্যাচের পরেই রাজস্থান দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল একটি পোস্ট করেন যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিরাট কোন একটি ফর্ম্যাটকে বিদায় বলতে চলেছে। সামনে টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি থাকার দরুণ ছোট কোন ফর্ম্যাট ছাড়বেন না বিরাট সেটা বলা যায়।
তবে বিরাট কোহলি বুঝে নিয়েছেন এটাই তার কোন শেষ বড় টি-২০ টুর্নামেন্টে হতে চলেছে দেশের হয়ে। এরপর আর হয়তো এই ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেখা যাবে না তাকে। তাই শোনা যাচ্ছে এই মরশুমই বিরাটের শেষ আইপিএলের বছর হতে চলেছে
চাহাল দিয়েছেন বড় ইঙ্গিত
You will always be my Virat bhaiya 🤗❤️💗 pic.twitter.com/C6wHsXubFz
— Yuzvendra Chahal (@yuzi_chahal) April 7, 2024
আইপিএলে সর্বোচ্চ রান বিরাটের
এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড বিরাট কোহলির নামে, যিনি ২৪২ ম্যাচে ৭৫৭৯ রান করেছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে কোহলি ১১৩ রান করেন এবং তিনি ৭৫০০ রানের অঙ্ক স্পর্শ করা প্রথম খেলোয়াড় হন।
কোহলি এখন পর্যন্ত আইপিএলে RCB-এর হয়ে ২৪৬টি ছক্কা মেরেছেন এবং যদি তিনি আরও ৪টি ছক্কা মারেন, তাহলে তিনি ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স এবং রোহিত শর্মার পরে চতুর্থ খেলোয়াড় যিনি আইপিএলে ২৫০টি ছক্কা মেরেছেন৷ সব মিলিয়ে আইপিএলের সর্বকালের অন্যতম সেরা পারফর্মারের তকমা দেওয়া যেতে পারে কিং কোহলিকে।