২০২৪ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ খেলার পর বিরাট কোহলি (Virat Kohli) দীর্ঘ সময় দূরে ছিলেন লাল বলের ফর্ম্যাট থেকে। মাঠে ফেরেন সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নেমেছেন ব্যাট হাতে। কিন্তু ছন্দ খুঁজে পান নি। দেশের মাঠে প্রকাশিত হয়ে পড়েছিলো স্পিনের বিরুদ্ধে তাঁর দুর্বলতা। আর অস্ট্রেলিয়াতে সমস্যায় ফেলেছে পেস ও বাউন্স। অফস্টাম্পের বাইরের লাইন সামলাতে গিয়ে বারবার পড়েছেন সমস্যায়। সিরিজের নয় ইনিংসে আট বার আউট হয়েছেন তিনি। প্রত্যেকবার হয় অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ মারতে গিয়ে অথবা খোঁচা দিয়ে ধরা পড়েছেন উইকেটরক্ষক অথবা স্লিপ ফিল্ডারদের হাতে। লাগাতার ব্যর্থতা চাপ বাড়িয়েছিলো তাঁর উপরে। আজ দল সিরিজ হারতেই বড় সিদ্ধান্ত নিলেন বিরাট (Virat Kohli)। সরে দাঁড়াতে চলেছেন টেস্ট ক্রিকেট থেকে।
Read More: এক দশক পর বর্ডার-গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া, WTC-এর রেস থেকে ছিটকে গেল টিম ইন্ডিয়া !!
চূড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি-
এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। পারথ-এর একটি শতরান ছাড়া ব্যর্থ হয়েছেন প্রতিটি ম্যাচে। অন্যন্য ইনিংস গুলিতে তাঁর রান সংখ্যা যথাক্রমে ৫, ৭, ১১, ৩৬, ৫, ১৭ ও ৬। দশের গণ্ডী পেরোতে পারেন নি চার বার। এই ব্যর্থতা কোনো ব্যতিক্রমী বিষয় যে নয় তা বোঝা শেষ পাঁচ বছরে লাল বলের ফর্ম্যাটে তাঁর পারফর্ম্যান্স বা পরিসংখ্যানের দিকে চোখ বোলালেই। ২০২০ থেকে ২০২৪-এই সময়কালের মধ্যে চার বছর তাঁর ব্যাটিং গড় ৩০ স্পর্শ করে নি। কেবলমাত্র ২০২৩-এ ঘুরে দাঁড়ানোর খানিক ইঙ্গিত দিয়েছিলেন বিরাট (Virat Kohli)। গড় ছিলো ৫৬-এর কাছাকাছি। যদিও সেই সাফল্যকে নিভে যাওয়ার আগে প্রদীপের হঠাৎ জ্বলে ওঠার সাথে তুলনা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ তার ঠিক পরের বছর অর্থাৎ ২০২৪-এ তাঁর ব্যাটিং গড় নেমে গিয়েছে ২৫-এর নীচে।
অবসরই নিচ্ছেন বিরাট কোহলি-
এক দশক পর ভারতীয় দলের হাতছাড়া হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। এই ব্যর্থতার অন্যতম ‘ভিলেন’ হিসেবে উঠে আসছে বিরাট কোহলির (Virat Kohli) নাম। সিরিজে তাঁর ব্যাটিং গড় ২৩.৭৫। পার্থ-এর শতরান বাদ দিলে আরও হতশ্রী দেখায় পরিসংখ্যান। হতাশাজনক পারফর্ম্যান্সের দায় কাঁধে নিয়ে সিরিজের মাঝপথেই সরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। বিরাটের জন্যও কেন একই ভবিতব্য অপেক্ষা করবে না তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আজকে সিডনিতে হারের পর এমনিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ভেঙেছে টিম ইন্ডিয়ার (Team India)। ভারত লাল বলের ফর্ম্যাটে ফিরবে ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী জুন মাসে। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নতুন উদ্যমে এগোতে চাইবে দল। বিরাট-রোহিতদের জায়গা হতে পারে বাতিলের তালিকায়। বাদ পড়ার লজ্জা এড়াতে তাই অবসরই একমাত্র রাস্তা হতে পারে তাঁদের জন্য।