দিনকয়েক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সরে দাঁড়ানোর পরেই লাল বলের ফর্ম্যাটে বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিলো জল্পনা। কিংবদন্তি তারকা নাকি নিজেই অবসরের ইচ্ছাপ্রকাশ করেছেন টেস্ট থেকে। সেই বার্তা পৌঁছেও দিয়েছেন বিসিসিআই-কে, এমনই খবর মিলেছিলো সংবাদমাধ্যম সূত্রে। গত ডিসেম্বরে অবসর নিয়েছিলেন অশ্বিন। সরে দাঁড়িয়েছেন রোহিত’ও। ইংল্যান্ড সফরের আগে কোহলিকে (Virat Kohli) কোনো মূল্যেই হারাতে রাজী ছিলো না বিসিসিআই। দিনদুয়েক আগে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও নাকি জানানো হয়। কিন্তু কাজে এলো না কোনোরকম অনুরোধই। আজ সোশ্যাল মিডিয়ায় বিরাট নিজেই জানিয়ে দিলেন যে ১৪ বছরের বর্ণময় টেস্ট কেরিয়ারে ইতিই টানতে চলেছেন তিনি। খেলবেন শুধুই ওয়ান ডে।
Read More: IPL 2025: ফিরতে রাজী নন অজি তারকারা, চাপ বাড়লো ফ্র্যাঞ্চাইজিদের উপর !!
লাল বলের ফর্ম্যাটকে বিদায় বিরাটের-

২০১৯-এর পর থেকেই টেস্টে চেনা ছন্দে দেখা যায় নি বিরাট কোহলিকে (Virat Kohli)। ২০২৩-এ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বেশীদিন স্থায়ী হয় নি ফর্ম। বিশেষ করে গত বছর পেস ও স্পিন-দুইয়ের বিরুদ্ধেই বেশ অস্বস্তিতে দেখিয়েছিলো তাঁকে। ঘরের মাঠে ব্যর্থ হন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সফরেও পান নি আহামরি সাফল্য। পার্থ-এ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করলেও বর্ডার-গাওস্কর ট্রফির বাকি চার টেস্টের একটি ইনিংসেও অর্ধশতকের গণ্ডীটুকু পেরোতে পারেন নি। ফিরে এসেছিলো অফস্টাম্পের বাইরের বলের বিরুদ্ধে তাঁর পুরনো সমস্যাও। বারবার খোঁচা দিয়ে উইকেটরক্ষক বা স্লিপ ফিল্ডারদের হাতে ধরা পড়ছিলেন তিনি। রানের মধ্যে ফিরতে রঞ্জি খেলারও সিদ্ধান্ত নেন কোহলি (Virat Kohli)। কাজে আসে নি সেই পরিকল্পনাও। রেলওয়েজের অনামী পেসারের বল ছিটকে দেয় তাঁর স্টাম্প।
শেষমেশ টেস্ট থেকে সরে দাঁড়ানোই সমীচিন বলে মনে করলেন বিরাট (Virat Kohli)। আজ ইন্সটাগ্রামে এক দীর্ঘ পোস্টে অবসর ঘোষণা করেন তিনি। লেখেন, “১৪ বছর আগে আমি টেস্ট ক্রিকেটে ভারতের ব্যাগি ব্লু টুপি প্রথম বার মাথায় চাপিয়েছিলাম। আমি কখনও আশাও করি নি যে এই ফর্ম্যাটে দীর্ঘ যাত্রাপথটা এভাবে আমায় পরীক্ষার মুখে ফেলবে। আমায় একজন খেলোয়াড় হিসেবে গড়ে তুলবে। আর এমন সব শিক্ষা দেবে যা আমি জীবনভর মনে রাখবো। সাদা জার্সিতে খেলার অনুভূতিটা একান্ত ব্যক্তিগত। দীর্ঘ সময়, নিঃশব্দ লড়াই, ছোটোখাটো যে মুহূর্তগুলো সবার চোখ এড়িয়ে যায়, সেগুলো আপনার সাথে সর্বক্ষণ থেকে যায়। আজ এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা সহজ নয়, কিন্তু মনে হচ্ছে সঠিক। আমার সর্বস্ব আমি দিয়েছি। আর এই ফর্ম্যাট আমায় তার থেকেও অনেক বেশী কিছু ফিরিয়ে দিয়েছে।”
দেখে নিন কোহলির সম্পূর্ণ পোস্টটি-

এক নজরে কোহলির টেস্ট কেরিয়ার-

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো বিরাট কোহলির (Virat Kohli)। টেস্ট ক্যাপ পান ২০১১ সালে। কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের হয়ে সাদা জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন তিনি। ১৪ বছরের কেরিয়ারে ১২৩টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিরাট। করেছেন ৯২৩০ রান। কেরিয়ারের সেরা সময়ে তাঁর ব্যাটিং গড় পৌঁছেছিলো ৫৫.১০-এ। গত কয়েক বছরের লাগাতার ব্যর্থতা তা নামিয়ে এনেছে ৪৬।৮৫-এ। টেস্ট ক্রিকেটে ৩০টি শতরান করেছেন তিনি। এর মধ্যে দ্বিশতক ৭টি। ভারতীয়দের মধ্যে টেস্ট শতরানের নিরিখে শচীন, দ্রাবিড় ও গাওস্করের পরেই রয়েছেন কোহলি (Virat Kohli)। তিনি অর্ধশতক করেছেন ৩১টি। ২০১৪-এর ডিসেম্বর থেকে ২০২২-এর জানুয়ারি অবধি লাল বলের ফর্ম্যাটে ভারতের অধিনায়কত্ব করেছেন বিরাট। ৬৮ টেস্টের মধ্যে জিতেছেন ৪০টিতে। অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জয়ী প্রথম ভারতীয় অধিনায়ক তিনিই।