আজকে মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। প্লে-অফের দৌড়ে কোয়ালিফাই করার জন্য আজকের ম্যাচটি দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রথম ওভার থেকেই মারমুখী ভূমিকা গ্রহণ করেছিলেন প্রাক্তন আরসিবি দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং বর্তমান আরসিবি দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস (Faf Du Plessis)।
রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ডু-প্লেসিস
আজকের ম্যাচে দুজনের মধ্যে ৭৮ রানের একটি পার্টনারশিপ লক্ষ্য করা গিয়েছে। দশম ওভার চলাকালীন উইকেট হারিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি। মিচেল স্যান্টনারের বলে ২৯ বলে তিনটি চার ও চারটি ছক্কা হাকিয়ে ৪৭ রানে ইনিংস খেলে আউট হয়ে যান বিরাট কোহলি। বিরাট যতক্ষণ ক্রিজে টিকে ছিলেন ততক্ষণ ডুপ্রেসিস টুকে টুকে খেলছিলেন, তবে বিরাট আউট হতে তিনিও হাত খুলতে শুরু করে দেন।
চেন্নাই এর বিরুদ্ধে আজকে ক্যাপ্টেন্স নক খেললেন ডুপ্লেসিস। ৩৯ বলে তিনটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত রান আউট হয়ে থাকে প্যাভেরিয়ানে ফিরতে হয়। ১৩ ওভার শেষে RCB ১১৩ রানে দুই উইকেট হারালো। ডু-প্লেসিসের রান আউট মেনে নিতে পারেন নি বিরাট কোহলি, তার প্রতিক্রিয়া হলো ভাইরাল।
Mitchell Santner dismissed Virat Kohli and ran out Faf Du Plessis at the non striker's end.
– A great spell from Santner!pic.twitter.com/CwYo5fPI6t
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 18, 2024