২০০৮ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদমাধ্যমের নজরে পড়েন বিরাট কোহলি (Virat Kohli)। দ্রুত ডাক আসে সিনিয়র দল থেকে। ঐ বছরের ১৮ অগস্ট শ্রীলঙ্কার ডাম্বুলাতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায় তাঁকে। ২২ বলে ১২ রান করে সেদিন সাজঘরে ফিরেছিলেন তিনি। কিন্তু ব্যর্থতাকে পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে বেশী সময় নেন নি। প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাইশ গজে। টেস্ট, ওডিআই ও টি-২০, তিন ফর্ম্যাটেই হয়ে উঠেছেন দেশের আশা-ভরসা। দেখতে দেখতে গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে ষোলো বছর সম্পূর্ণ করলেন তিনি। এই বিশেষ মুহূর্তে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া ভরেছে কোহলির ব্যাটিং মন্তাজে।
বিরাটের (Virat Kohli) বর্ষপূর্তিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং বিসিসিআই সচিব জয় শাহ’ও (Jay Shah)। সাধারণ ভক্তের মতই কোহলিকে ‘কিং’ বলে সম্বোধন করেছেন তিনিও। এক্স প্রোফাইলে লেখেন, “ষোলো বছর আগে আজকের দিনে ১৯ বর্ষীয় বিরাট কোহলি আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছিলেন প্রথমবার। সূচনা হয়েছিলো এক কিংবদন্তির কেরিয়ারের। ‘কিং’কে আন্তর্জাতিক ক্রিকেটে ষোলো বছর পূরণের অনেক অনেক শুভেচ্ছা।” কেরিয়ারের এই মাইলস্টোন স্পর্শ করার মুহূর্তে স্টার স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন কোহলি (Virat Kohli)। সেখানে পছন্দের খেলোয়াড় থেকে পছন্দের প্রতিপক্ষ, সব বিষয়েই অকপটে মুখ খুলতে শোনা গিয়েছে তাঁকে।
Read More: পাঞ্জাব কিংসের মালিকদের মধ্যে বিরোধ প্রকাশ্যে, আদালতের দ্বারস্থ প্রীতি জিন্টা !!
পছন্দের ক্রিকেটারের নাম জানালেন কোহলি-
এর আগে একাধিক সাক্ষাৎকারে নিজের ‘আইডল’ হিসেবে কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) বেছে নিয়েছিলেন বিরাট কোহলি। ভারতের ‘মাস্টার ব্লাস্টার’কে দেখেই যে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন, স্বীকার করেছেন সেই কথাও। পরবর্তীতে ইডেন গার্ডেন্সে পাকিস্তানকে হারিয়ে বা ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীনের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ শতরানের রেকর্ড ভাঙার পর তাঁর সামনে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা প্রদর্শন করতেও দেখা গিয়েছে কোহলি’কে (Virat Kohli)। এমনকি অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবসকেও পছন্দের তালিকায় রাখতে শোনা গিয়েছিলো তাঁকে। কিন্তু ষোলো বছর পূর্তির পর বিশেষ সাক্ষাৎকারের ‘র্যাপিড ফায়ার’ অংশে পছন্দের খেলোয়াড় হিসেবে শচীন বা গিবস নয়, মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও এ বি ডিভিলিয়ার্সকে বেছে নিলেন বিরাট।
সঞ্চালক দু’টি করে বিকল্প রাখছিলেন কোহলির (Vriat Kohli) সামনে। পছন্দের ক্রিকেটার হিসেবে ধোনি ও ডিভিলিয়ার্সের বিকল্পই রাখা হয় তাঁর সামনে। দুই প্রাক্তন সতীর্থের মধ্যে তফাৎ করতে পারেন নি ভারতীয় সুপারস্টার। বলেন, ‘দু’জনেই।’ জাতীয় দলে লম্বা সময় ধোনির সাথে কাটিয়েছেন তিনি। আইপিএলে খেলেছেন এবিডি’র (AB De Villiers) সাথে। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) পডকাস্টে রানিং বিট্যুইন দ্য উইকেটের সময় সেরা পার্টনার হিসেবে ধোনি ও ডিভিলিয়ার্সকে বেছে নিতে দেখা গিয়েছিলো তাঁকে। এবার পছন্দের ক্রিকেটার তকমাও দিলেন তাঁদেরই। এছাড়াও র্যাপিড ফায়ার রাউন্ডে নিজের পছন্দের টিভি শো হিসেবে মার্কিন সিটকম ফ্রেন্ডস’কে বেছে নেন তিনি। প্রিয় গায়ক হিসেবে বেছে নেন অরিজিৎ সিং-কে। দিল্লী ও মুম্বইয়ের মধ্যে পছন্দের তালিকায় মুম্বইকে এগিয়ে রাখায় চমকেছেন অনেকে।
দেখুন কোহলির সম্পূর্ণ সাক্ষাৎকার-
A fun rapid fire with Virat Kohli. 👌
– The Best replies from The GOAT. 🐐pic.twitter.com/VPUj1omSCy
— Tanuj Singh (@ImTanujSingh) August 18, 2024