চলতি টেস্টে বড় সিদ্ধান্ত বিরাট কোহলির, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিচ্ছেন অবসর !! 1

কেরিয়ারের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। এর আগে ২০১৯-এর নভেম্বর মাস থেকে থেকে ২০২২-এর এশিয়া কাপের মাঝে কোনো শতরান হয়ত আসে নি তাঁর ব্যাট থেকে। কিন্তু সেই সময়ও নিয়মিত অর্ধশতক, ষাট বা সত্তরের ঘরে রান অন্তত করতেন তিনি। কিন্তু বর্তমানে যেন ১০ বা ২০ পেরোতেও বড়সড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। ২০২৪-এর শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় কিংবদন্তি। পুত্রসন্তান অকায়ের জন্মের পর আইপিএলের (IPL) আসরে অনবদ্য ব্যাটিং করেছিলেন। ৭৪১ রান করে হন সর্বোচ্চ রান সংগ্রাহক। কমলা টুপি জয়ের পরেই যেন ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন তিনি। টি-২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কা সফর বা হালের বাংলাদেশ, নিউজিল্যান্ড সিরিজ-সব জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ তিনি। আর ঠিক দু দিন পর ৩৬-এ পা দেবেন কোহলি। তার আগেই মহাতারকার অফ ফর্ম চিন্তা বাড়িয়েছে অনুরাগীদের।

Read More: IPL 2025: চমক দিলো KKR, আবারও শ্রেয়স আইয়ারের হাতেই যাচ্ছে দলের নেতৃত্বভার !!

রানের দেখা নেই কোহলির ব্যাটে-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

২০২৪-এর টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং গড় ছিলো ৮৯। চলতি বছরের টুর্নামেন্টের পর তা কমে দাঁড়িয়েছে ৫৯-এ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মন্থর ৭৬ ছাড়া একটি ম্যাচেও উল্লেখযোগ্য স্কোর করতে পারেন নি কোহলি (Virat Kohli)। এরপর দিনকয়েকের বিশ্রামের পর তিনি মাঠে ফিরেছিলেন শ্রীলঙ্কা সফরে। তিনটি একদিনের ম্যাচ খেলেন। কলম্বোর মাঠে একটা সময় তাঁর ব্যাটিং গড় ছিলো ১০০’র বেশী। পয়া মাঠেও সুবিধা করতে পারেন নি বিরাট। স্পিনের বিরুদ্ধে রীতিমত নাকানিচোবানি খেতে দেখা গিয়েছিলো তাঁকে। করেন যথাক্রমে ২৪, ১৪ ও ২০। বিদেশের মাঠের অন্ধকার অধ্যায় অব্যাহত রইলো ভারতের মাটিতেও। গত সেপ্টেম্বরের বাংলাদেশ সিরিজে আহামরি রান পান নি। ব্যর্থ হলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধেও (IND vs NZ)।

কিউইদের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭০ করেছিলেন। এছাড়া একটিও মনে রাখার মত ইনিংস গোটা সিরিজে বিরাটের (Virat Kohli) ব্যাট থেকে আসে নি। পুণেতে দুই ইনিংসে করেন যথাক্রমে ১ ও ১৭। মিচেল স্যান্টনারের ফুলটসে বোল্ড হয়ে মুখ পুড়িয়েছিলেন তিনি। মুম্বইতে সম্মানরক্ষার লড়াইতে প্রথম ইনিংসে তিনি আউট হন ৪ রান করে। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া (Team India) যখন ধুঁকছে, তখন কোহলির (Virat Kohli) থেকে দায়িত্বশীল ইনিংসের আশায় ছিলেন সমর্থকেরা। কিন্তু আজাজ প্যাটেলের বিরুদ্ধে রক্ষণাত্মক শট মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসলেন তিনি। মাত্র ১ রানে আউট হয়ে ফেরেন সাজঘরে। চলতি সিরিজে তিন টেস্টে তাঁর মোট রান ৯৩। গড় ২৩.২৫। কেরিয়ারের সেরা সময়ে ৫৪ পেরিয়েছিলো তাঁর টেস্ট গড়। কমতে কমতে তা এখন ৪৮-এ দাঁড়িয়েছে।

কোহলি জমানার সমাপ্তি আসন্ন-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

যেভাবে প্রতিনিয়ত ব্যর্থ হয়ে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli), যেভাবে স্পিনের বিরুদ্ধে রোজই নড়বড়ে দেখাচ্ছে তাঁকে, তাতে বিশেষজ্ঞমহলের অধিকাংশেরই ধারণা যে ফুরিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছেন তিনি। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সফর। পারথ্‌, অ্যাডিলেড, গ্যাবা, মেলবোর্ন ও সিডনির বাইশ গজে অজিদের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। এই সিরিজ বড় পরীক্ষা হতে চলেছে কোহলির সামনে। অতীতে অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াই করা থেকে পিছপা হন নি তিনি। আগ্রাসী ‘ব্যাগি গ্রিন’দের থেকে আদায় করে নিয়েছেন সমীহ। কিন্তু আহত বাঘ ফের একবার ক্যাঙারুওদের ডেরায় হুঙ্কার ছাড়তে আদৌ পারবেন? নিশ্চিত নয় ক্রিকেটমহল। ২০১৪ বা ২০১৯-২০ সিরিজে যে ফর্ম তিনি দেখিয়েছিলেন তার আশেপাশেও যদি পৌঁছতে পারেন তাহলে লাইফলাইন পাবেন বিরাট (Virat Kohli)। আর যদি ব্যর্থ হন, তাহলে হয়ত ৩৬-এই বিদায় জানাতে হবে বাইশ গজ’কে।

Also Read: IPL 2025: KL রাহুলের শূন্যস্থানে পূরণে ব্যস্ত লক্ষ্ণৌ শিবির, বিপুল অর্থে KKR প্রাক্তনীকে দলে করছে শামিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *