RCB ছাড়ছেন বিরাট কোহলি, ব্যাঙ্গালুরুর পদপিষ্ট ঘটনায় নিলেন বড় সিদ্ধান্ত !! 1

Virat Kohli: গত ১৮ বছর ধরে আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন বুনছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর সেই স্বপ্ন সফল হলো ২০২৫’এর আইপিএলের মঞ্চে। প্রথম জয়ে মাঠের মধ্যেই কেঁদে ভাসিয়ে ছিলেন কোহলি। তবে, প্রথম বারের জন্য ট্রফি জয় সুখের হলো না বিরাট কোহলির (Virat Kohli) কাছে। আরসিবির প্রথম জয়োল্লাস পরিণত হয়েছিল শোক মিছিলে। যদিও, আরসিবির ট্রফি জয়ের সাথে এই শোক মিছিল জড়িয়ে যাবে তা একেবারেই ভাবতে পারেননি বিরাট কোহলিরা। আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনেই ব্যাঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল ভিক্টরী প্যারেডের। সেই প্যারেডে চোখের নিমেষে সবকিছু বদলে যায়।

প্রথম ট্রফি জিতেও শান্তি নেই আরসিবির

ipl-2025-kkr-error-led-to-rcb-triumph
RCB | Image: Getty Images

ট্রফি জয়ের পর, বিরাটের একটি ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। যদিও, ফ্রাঞ্চাইজি কিছু সময় বাদে সেই ভিডিও সরিয়ে ফেলেছিল। কোহলির বার্তা শুনেই, লক্ষাধিক সমর্থক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। ভিড়ের চাপ এতটাই বেশি ছিল যে হুড়োহুড়ির কারণে ১১ সমর্থক মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্নাটক সরকার যে প্রাথমিক রিপোর্ট জানিয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, পুলিশের নির্দেশ অমান্য করেই আয়োজকরা এই ভিকট্রি প্যারেড বের করেছিল। সরাসরি ভাবে সরকার বিরাট কোহলি (Virat Kohli) বা দলের বাঁকি সদস্যদের নাম উল্লেখ না করলেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, এই ভিকট্রি প্যারেড আয়োজন করা এবং ভিড় সামলানোর ব্যাপারে জনপ্রিয় তারকাদের আরও বেশি করে সচেতন হওয়ার প্রয়োজন ছিল।

Read More: “টেস্ট ক্রিকেটে শৃঙ্খলা লাগে…” ঋষভ পন্থ’কে তোপ প্রাক্তনী’র, দিলেন আগ্রাসনে রাশ টানার পরামর্শ !!

আরসিবি ছাড়তে পারেন কোহলি

Virat kohli, কোহলি
Virat Kohli | Image: Twitter

যদিও, এই ঘটনায় গভীরভাবে মর্মাহত বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাক্তিগত ভাবে আইপিএলে একাধিক শিরোপা নিজের নামে করেছেন কিং কোহলি, তবে আক্ষেপ ছিল ভক্তদের জন্য কিছু না জেতার। ভক্তদের জন্য ট্রফি জেতার কারণে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে আসছেন বিরাট। ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৮ তম মৌসুমে অবশেষে ট্রফি যেতে আরসিবি। সমর্থকদের ভালোবাসার কারণেই তিনি বিশ্ব ক্রিকেটে এত বড় মুখ হয়ে উঠেছেন। কিন্তু, তাঁকে দেখার জন্য কোনও সমর্থক যে প্রাণ হারাতে পারেন, সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না। কর্নাটক সরকারের রিপোর্টে পরোক্ষভাবে বিরাট কোহলির নাম জড়িয়ে রয়েছে বলেই সূত্রের দাবি। এই পরিস্থিতিতে আরসিবি ছাড়তে পারেন কোহলি। ভক্তদের জন্য সবটাই দিয়েছেন কোহলি এবার ব্যাক্তিগত স্বার্থ বেছে নিতে চাইবেন কোহলি।

Read Also: Virat Kohli: RCB’র সঙ্গে সম্পর্ক শেষ বিরাট কোহলির, অবসরের পথে এই তারকা ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *