জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭তম সিজিন। আপাতত ২১ ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। পয়েন্ট তালিকার বিচারে শেষ ৩টি স্থানে রয়েছে মুম্বই, ব্যাঙ্গালুরু ও দিল্লি। ৩টি দল আপাতত ১টি করেই ম্যাচ জিতেছে। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের প্রদর্শন একেবারে নিম্নমানের, পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে একটি ম্যাচে জয় এসেছে ব্যাঙ্গালুরু তবে চেন্নাই, কলকাতা, লখনৌ, রাজস্থানের কাছে পরাজিত হতে হয়েছে RCB বাহিনীকে। ব্যাঙ্গালুরু দল প্রতি বারের মতন এই বারেও বিরাট কোহলির (Virat Kohli) উপর প্রচুর ভরসা করছে। প্রাক্তন ক্যাপ্টেন বিরাটও তার কাজ করেই চলেছে। ৫ ম্যাচে বিরাট ২টি অর্ধশতরান ও ১টি শতরান সহ ১০৫.৩৩ গড়ে ৩১৬ রান বানিয়েছেন ও অরেঞ্জ ক্যাপ ধারণ করে রেখেছেন।
আরও পড়ুন | বিরাট কোহলি’র মন্থর শতক নিয়ে চলছে হইচই, স্ট্রাইক রেট বিতর্কে এবার মুখ খুললেন বাবর আজম !!
৫ ম্যাচে মাত্র ১ জয় পেয়েছে ব্যাঙ্গালুরু

দলের শীর্ষ ব্যাটসম্যানদের মধ্যে বিরাট একাই ভালো প্রদর্শন দেখাচ্ছেন, অন্যদিকে ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসিস ৫ ম্যাচে বানিয়েছেন মাত্র ১০৯ রান। তাছাড়া দলের দুই প্রমুখ বিদেশি গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) মাত্র ৩২ রান বানিয়েছেন ও ক্যামেরন গ্রীন (Cameron Green) বানিয়েছেন মাত্র ৬৮ রান। এই পরিস্থিতিতে দলের ব্যাটিং শৈলী বিয়ে বেশ ভাবতে হচ্ছে দলের কোচ ও ক্যাপ্টেনদের।
ব্যাঙ্গালুরু তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে মুম্বইয়ের বিরুদ্ধে, এই ম্যাচের আগেই RCB শিবির থেকে উঠে আসলো বড় আপডেট। MI’এর বিরুদ্ধে ম্যাচ জিততে RCB দলের ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসিসকে পরিবর্তন করা ক্যাপ্টেন থেকে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ম্যাচে দলের দায়িত্ব ফিরে পেতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)।
কোহলির হাতেই তুলে দেওয়া হবে RCB’দলের দায়িত্ব

২০১২ সালে প্রথমবারের জন্য ক্যাপ্টেন হয়েছিল বিরাট কোহলি। তবে, ২০২১ বর্ষে বিরাট জানিয়ে দিয়েছিলেন তিনি আর RCB’র হয়ে ক্যাপ্টেনসি করবেন না বিরাট, তবে দলের এরূপ অবস্থা দেখে ম্যানেজমেন্ট আবার বিরাটের হাতেই তুলে দিতে চলেছে দলের দায়িত্ব। গত সিজিনে দুই ম্যাচে রয়্যাল চলেঞ্জার্সের হয়ে ক্যাপ্টেনসি করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। দুই ম্যাচে ফাফ ডু’প্লেসিস ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে কেবলমাত্র ব্যাটিং করেছিলেন সেই পরিস্থিতিতে RCB দলের হয়ে ক্যাপ্টেনসি করতে দেখা গিয়েছিল কোহলিকে।
ক্যাপ্টেন কোহলির নেতৃত্বে ২০১৬ সালের ফাইনালে পৌঁছে ছিল ব্যাঙ্গালুরু দলকে। দলের হয়ে ১৪৩ ম্যাচে ক্যাপ্টেনসি করেছেন কোহলি যেখানে পেয়েছেন ৬৬টি জয় এবং ৭০টি পরাজয়। তবে ক্যাপ্টেন হিসাবে বিরাটের ফর্ম থাকে তুঙ্গে, ৫টি শতরান ও ৩৭টি অর্ধশতরান সহ কোহলি আইপিএল ইতিহাসে সর্বাধিক ৪৯৯৪ রান বানিয়েছেন। দলের প্রদর্শনের কথা মাথায় রেখে আবার কিং কোহলির হাতেই তুলে দেওয়া হতে পারে দায়িত্ব।