RCB'র সঙ্গে সম্পর্ক শেষ বিরাট কোহলির, অবসরের পথে এই তারকা ব্যাটসম্যান !! 1

আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্টে ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন দেখেন ক্রিকেটাররা। সময়ের সঙ্গে সঙ্গে এই লিগের জনপ্রিয়তা সমস্ত ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টকে ছাপিয়ে গেছে। এর সঙ্গেই আইপিএলে বিরাট কোহলি (Virat Kohli), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রোহিত শর্মার (Rohit Sharma) মতো তারকাদের উপস্থিতি ক্রিকেটের উন্মাদনাকে আর‌ও বাড়িয়ে দেয়। দীর্ঘ লড়াইয়ের পর এই বছর আইপিএলে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে। কিন্তু ট্রফি জয়ের পর উদযাপনকে ঘিরে একাধিক সমস্যার সম্মুখীন হয় দলটি। এর মধ্যেই এবার বিরাট কোহলির (Virat Kohli) আরসিবির (RCB) ছাড়ার খবর সামনে উঠে এলো।

Read More: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!

আইনি সমস্যায় আরসিবি-

RCB'র সঙ্গে সম্পর্ক শেষ বিরাট কোহলির, অবসরের পথে এই তারকা ব্যাটসম্যান !! 2
Virat Kohli | Images: Getty Images

আইপিএলের উদ্বোধনী মরসুম থেকেই (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে লড়াই করে আসছিল। কিন্তু কিছুতেই ট্রফি জয়‌ করতে পারছিল না তারা। নতুন অধিনায়ক রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে এই বছর টুর্নামেন্টে ঘুরে দাঁড়ায় আরসিসি (RCB)। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান বিরাট কোহলিরা (Virat Kohli)। এরপরই ট্রফি জয়ের উৎসবে মেতে ওঠে গোটা ভারত। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ট্রফি জয়ের উৎসবে শামিল হওয়ার জন্য হাজার হাজার সমর্থক স্টেডিয়ামের বাইরে জমা হয়েছিলেন। এর ফলে সম্পূর্ণ বিষয়টি প্রশাসনের হাতের বাইরে চলে যায়। পদপিষ্টের ঘটনায় ১১ জন ক্রিকেট ভক্তের মৃত্যুর খবর সামনে উঠে আসে। সম্প্রতি এই ঘটনার প্রাথমিক রিপোর্টে সামনে এনেছে কর্নাটক সরকার। এই রিপোর্ট অনুযায়ী পুলিশের কথা অমান্য করেই আয়োজকরা ভিকট্রি প্যারেড আয়োজন করেছিলেন। অতিরিক্ত ভিড় সামলানোর বিষয়ে জনপ্রিয় তারকাদের আর‌ও বেশি করে সচেতন হ‌ওয়া উচিত ছিল বলে উল্লেখ করা হয়। এই বিষয়ে আরসিবির (RCB) বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

আরসিবি ছাড়ছেন বিরাট-

RCB'র সঙ্গে সম্পর্ক শেষ বিরাট কোহলির, অবসরের পথে এই তারকা ব্যাটসম্যান !! 3
Virat Kohli | Images: Getty Images

রিপোর্টে সরাসরি বিরাট কোহলির (Virat Kohli) নাম উল্লেখ না করা হলেও আরসিবির (RCB) তারকা ক্রিকেটারদের দিকে আঙ্গুল তোলা হয়েছে। পদপিষ্টের ঘটনার সময় স্টেডিয়ামের ভিতর বিরাট কোহলি (Virat Kohli) ট্রফি নিয়ে উদযাপন করছিলেন। ফলে এই তারকা ক্রিকেটারকে অনেকেই সমালোচনা করতেও পিছুপা হননি। সূত্র অনুযায়ী এই পদপিষ্টের ঘটনায় মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছেন বিরাট (Virat Kohli)। ফলে তিনি এবার আরসিবি (RCB) ছাড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে।

দলকে ট্রফি এনে দিয়ে এক ঐতিহাসিক সমাপ্তির দিকে বেঙ্গালুরু এবং বিরাট কোহলির (Virat Kohli) সম্পর্ক এগিয়ে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সূত্র অনুযায়ী খুব তাড়াতাড়ি আইপিএলে থেকে অবসর ঘোষণা করতে পারেন তিনি। উল্লেখ্য এই বছর আইপিএলে (IPL 2025) ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট (Virat Kohli)। তিনি একাই ১৫ ম্যাচে ৮ টি অর্ধশতরানের সঙ্গে মোট ৬৫৭ রান সংগ্রহ করেন। এর ফলে আরসিবি (RCB) লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে প্রবেশ করে। ফাইনালেও বিরাটের ব্যাট থেকে ৪৩ রান এসেছিল। এই রানের ওপর ভর করে পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি (RCB)।

Read Also: ২০২৬ আইপিএলের আগেই দল পেলেন বিরাট কোহলির ভাইপো, এই ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *